ফ্যাক্টচেক ডেস্ক
উন্মুক্ত মাঠে কর্দমাক্ত জমিতে দাপিয়ে বেড়াচ্ছে এক বাঘ। চারদিকে উৎসুক জনতার ভিড়। কখনো বাঘটি গর্জন করছে। সম্প্রতি এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ দাবি করছেন, এই ঘটনা চট্টগ্রামের দক্ষিণে আনোয়ারায় একটি বিলের মধ্যে। এমন দাবি করে ‘সারা আনোয়ারা’ নামের একটি ফেসবুক পেজ থেকে সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে পেজটিতে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ শুক্রবার (৫ জুলাই) বিকেল ৫টা পর্যন্ত সাড়ে ৪ লাখ বার দেখা হয়েছে। রিয়েকশন পড়েছে প্রায় সাড়ে আট শ। শেয়ার হয়েছে সাড়ে চার হাজার।
একই ভিডিও আবার ‘নলতা ডায়াবেটিক হাসপাতাল’ নামের একটি পেজ থেকে ভিন্ন ঘটনাস্থল উল্লেখ করে বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ৯টা ৩১ মিনিটে পোস্ট করা হয়। পেজটিতে দাবি করা হয়, খেপা পথহারা বাঘটিকে দেখা গেছে সাতক্ষীরায়। এই পেজের পোস্টটি দেখা হয়েছে ১ লাখ ২৪ হাজার বার, রিয়েকশন পড়েছে তিন শতাধিক, শেয়ার হয়েছে ছয় শতাধিক।
বাঘটি আসলে কোথায় দেখা গেছে?
ভাইরাল ভিডিওটি সম্পর্কে অনুসন্ধানে ফেসবুকে কি–ওয়ার্ড অনুসন্ধানে চট্টগ্রামের আঞ্চলিক সংবাদপত্র দৈনিক আজাদীর ভেরিফায়েড ফেসবুক পেজে আজ শুক্রবার (৫ জুলাই) সকাল ১১টা ৪৯ মিনিটে পোস্ট করা একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটি থেকে জানা যায়, ঘটনাটি সাতক্ষীরা বা চট্টগ্রামের নয়। এটি ভারতের আসাম রাজ্যের নগাঁও জেলার।
পরে ভিডিওটির কিছু কি–ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে আসামের ইংরেজি দৈনিক ‘দ্য সেন্টিনেল’ এর ইউটিউব চ্যানেলে গত বুধবার (৩ জুলাই) একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ভিডিওটির সঙ্গে বাংলাদেশে ভাইরাল ভিডিওটির মিল রয়েছে। দুটি ভিডিওতেই একই বাঘকে একই মাঠে, কর্দমাক্ত জমিতে দাপিয়ে বেড়াতে দেখা যায়। ভিডিও দুটিতে দৃশ্যমান বাড়িসহ অন্যান্য উপাদানও এক।
ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, আসামের বাতাদ্রোবা অঞ্চলে বাঘের আক্রমণে দুই জন আহত হয়েছেন। স্থানীয়দের ধারণা, বাঘটি লাওখোয়া বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে বেরিয়ে এসে থাকতে পারে। আসামের আরেকটি সংবাদমাধ্যম ‘আসাম ট্রিবিউনে’ গত বুধবার (৩ জুলাই) প্রকাশিত প্রতিবেদন থেকেও ঘটনাটির সত্যতা নিশ্চিত হওয়া যায়।
এ ছাড়া ‘সংবাদ প্রতিদিন’ নামের ভারতের আরেকটি সংবাদমাধ্যমের ভেরিফায়েড ফেসবুক পেজেও ভাইরাল ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘চাষের মাঠে বাঘ, আসামের নগাঁওয়ে আতঙ্ক ছড়াল রয়্যাল বেঙ্গল টাইগার।’
উপরোক্ত তথ্যের ভিত্তিতে এটি নিশ্চিত, উন্মুক্ত, কর্দমাক্ত মাঠে দাপিয়ে বেড়ানো বাঘের ভিডিওটি বাংলাদেশের নয়, আসামের নগাঁওয়ের।
উন্মুক্ত মাঠে কর্দমাক্ত জমিতে দাপিয়ে বেড়াচ্ছে এক বাঘ। চারদিকে উৎসুক জনতার ভিড়। কখনো বাঘটি গর্জন করছে। সম্প্রতি এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ দাবি করছেন, এই ঘটনা চট্টগ্রামের দক্ষিণে আনোয়ারায় একটি বিলের মধ্যে। এমন দাবি করে ‘সারা আনোয়ারা’ নামের একটি ফেসবুক পেজ থেকে সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে পেজটিতে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ শুক্রবার (৫ জুলাই) বিকেল ৫টা পর্যন্ত সাড়ে ৪ লাখ বার দেখা হয়েছে। রিয়েকশন পড়েছে প্রায় সাড়ে আট শ। শেয়ার হয়েছে সাড়ে চার হাজার।
একই ভিডিও আবার ‘নলতা ডায়াবেটিক হাসপাতাল’ নামের একটি পেজ থেকে ভিন্ন ঘটনাস্থল উল্লেখ করে বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ৯টা ৩১ মিনিটে পোস্ট করা হয়। পেজটিতে দাবি করা হয়, খেপা পথহারা বাঘটিকে দেখা গেছে সাতক্ষীরায়। এই পেজের পোস্টটি দেখা হয়েছে ১ লাখ ২৪ হাজার বার, রিয়েকশন পড়েছে তিন শতাধিক, শেয়ার হয়েছে ছয় শতাধিক।
বাঘটি আসলে কোথায় দেখা গেছে?
ভাইরাল ভিডিওটি সম্পর্কে অনুসন্ধানে ফেসবুকে কি–ওয়ার্ড অনুসন্ধানে চট্টগ্রামের আঞ্চলিক সংবাদপত্র দৈনিক আজাদীর ভেরিফায়েড ফেসবুক পেজে আজ শুক্রবার (৫ জুলাই) সকাল ১১টা ৪৯ মিনিটে পোস্ট করা একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটি থেকে জানা যায়, ঘটনাটি সাতক্ষীরা বা চট্টগ্রামের নয়। এটি ভারতের আসাম রাজ্যের নগাঁও জেলার।
পরে ভিডিওটির কিছু কি–ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে আসামের ইংরেজি দৈনিক ‘দ্য সেন্টিনেল’ এর ইউটিউব চ্যানেলে গত বুধবার (৩ জুলাই) একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ভিডিওটির সঙ্গে বাংলাদেশে ভাইরাল ভিডিওটির মিল রয়েছে। দুটি ভিডিওতেই একই বাঘকে একই মাঠে, কর্দমাক্ত জমিতে দাপিয়ে বেড়াতে দেখা যায়। ভিডিও দুটিতে দৃশ্যমান বাড়িসহ অন্যান্য উপাদানও এক।
ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, আসামের বাতাদ্রোবা অঞ্চলে বাঘের আক্রমণে দুই জন আহত হয়েছেন। স্থানীয়দের ধারণা, বাঘটি লাওখোয়া বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে বেরিয়ে এসে থাকতে পারে। আসামের আরেকটি সংবাদমাধ্যম ‘আসাম ট্রিবিউনে’ গত বুধবার (৩ জুলাই) প্রকাশিত প্রতিবেদন থেকেও ঘটনাটির সত্যতা নিশ্চিত হওয়া যায়।
এ ছাড়া ‘সংবাদ প্রতিদিন’ নামের ভারতের আরেকটি সংবাদমাধ্যমের ভেরিফায়েড ফেসবুক পেজেও ভাইরাল ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘চাষের মাঠে বাঘ, আসামের নগাঁওয়ে আতঙ্ক ছড়াল রয়্যাল বেঙ্গল টাইগার।’
উপরোক্ত তথ্যের ভিত্তিতে এটি নিশ্চিত, উন্মুক্ত, কর্দমাক্ত মাঠে দাপিয়ে বেড়ানো বাঘের ভিডিওটি বাংলাদেশের নয়, আসামের নগাঁওয়ের।
ময়মনসিংহের ‘ফুলবাড়ীয়ায় ক্যানসার প্রতিরোধক করোসল গাছের পাতা সংগ্রহে ভিড়’ শিরোনামে ২০২৩ সালের ৫ জুলাই একটি প্রতিবেদন প্রকাশ করে একটি দৈনিক। তাতে দাবি করা হয়, ক্যানসার প্রতিরোধক হিসেবে পরিচিত করোসল ফলের গাছের পাতা সংগ্রহে ভিড় করছেন রোগীদের স্বজনেরা।
৪ ঘণ্টা আগেভোলার বোরহানউদ্দিনে এইচপিভি টিকাদান কর্মসূচি চলাকালে অর্ধশত স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হচ্ছে, এ শিক্ষার্থীদের দেওয়া টিকাগুলো ‘বিষাক্ত’ ছিল। এর প্রভাবে অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা।
৮ ঘণ্টা আগেদাবিটির সত্যতা যাচাইয়ে ভয়েস অব আমেরিকার ওয়েবসাইটে গত শুক্রবার (২৫ অক্টোবর) ‘ক্ষমতাচ্যুত বাংলাদেশি প্রধানমন্ত্রী হাসিনার দল বিক্ষোভের পরিকল্পনা করছে’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
১ দিন আগেসোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি মন্তব্যে দাবি করা হচ্ছে, সেনাপ্রধান ওয়াকার–উজ–জামান এক সাক্ষাৎকারে বলেছেন, শেখ হাসিনা জনগণের লাশের বন্যা ও মৃত্যু চাননি। তাই তিনি পদত্যাগ না করেই ভারতে চলে যান।
৩ দিন আগে