ফ্যাক্টচেক ডেস্ক
ফেসবুকে বুলডোজার দিয়ে ঈদগাহ ভেঙে ফেলা হচ্ছে দাবিতে ৪৯ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) মুহাম্মদ মুখলেসুর রহমান নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমন দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটিতে লেখা, ‘ভেঙে ফেলা হলো ঈদগার মিনার, এটা হল পরিবর্তনের উন্নয়ন।’ ভিডিওটিতে দাবি করা হচ্ছে, ঈদগা ভাঙার এই ঘটনা লক্ষ্মীপুরের জেলায়। ঈদগাহটির নাম বান্দর মাথাদ ঈদগাহ মাঠ। ভিডিওটি রোববার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা পর্যন্ত ৬ হাজারের বেশি শেয়ার হয়েছে, রিয়েকশন পড়েছে ১০ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৫ লাখ ৪৩ হাজার বার।
ভিডিওটি থেকে কিছু কি–ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে নিউজ ওয়ার্ল্ড ইন্ডিয়া নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও ক্লিপ পাওয়া যায়। অ্যাকাউন্টে ভিডিওটি গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) পোস্ট করা হয়। ভিডিওটির সঙ্গে ভাইরাল ভিডিওটির হুবহু মিল রয়েছে। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি গোয়ালপাড়া নামের একটি স্থানে বেআইনিভাবে জায়গা দখল করে গড়ে তোলা একটি মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে ফেলার সময় ধারণ করা।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ অসম নর্থ ইস্টের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিন্ন অ্যাঙ্গেল থেকে ধারণ করা আরেকটি ভিডিও পাওয়া যায়। অ্যাকাউন্টে ভিডিওটি গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পোস্ট করা হয়। ভিডিওটির সঙ্গে লক্ষ্মীপুরে ঈদগাহ ভেঙে ফেলার ভাইরাল ভিডিওটিতে থাকা মিম্বরের কাঠামো ও রঙের মিল রয়েছে। পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, এটি গোয়ালপাড়ার বন্দর মাথায় স্থানীয় প্রশাসনের উচ্ছেদ অভিযান। গোয়ালপাড়া আসামের একটি জেলা। জেলাটির ৫৫ হেক্টর জায়গা জুড়ে ওই সময় উচ্ছেদ অভিযান চালায় স্থানীয় প্রশাসন।
আরও খুঁজে ভারতীয় আরেকটি সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে নর্থ ইস্টের ওয়েবসাইটে আসামের এই উচ্ছেদ অভিযান নিয়ে বিস্তারিত প্রতিবেদন পাওয়া যায়। ২৪ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, আসামের গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুর বন্দর মাথা সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান চালায়। এ অভিযানের আওতায় ৫৫ হেক্টর বনভূমি দখলমুক্ত করা হয়। অভিযান শুরু হওয়ার আগে বেশির ভাগ দখলদার তাঁদের বাড়িঘর খালি করে চলে যায় বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।
গুগল ম্যাপ থেকেও এ বনাঞ্চলের অবস্থান সম্পর্কে জানা যায়। এ ছাড়া বাংলাদেশের লক্ষ্মীপুরে বান্দর মাথাদ নামে কোনো স্থানের নাম পাওয়া যায়নি।
সুতরাং, ভাইরাল ভিডিওটি আসামের গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুর বন্দর মাথা সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান চালানোর সময় ঈদগাহর মিম্বর ভেঙে ফেলার।
ফেসবুকে বুলডোজার দিয়ে ঈদগাহ ভেঙে ফেলা হচ্ছে দাবিতে ৪৯ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) মুহাম্মদ মুখলেসুর রহমান নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমন দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটিতে লেখা, ‘ভেঙে ফেলা হলো ঈদগার মিনার, এটা হল পরিবর্তনের উন্নয়ন।’ ভিডিওটিতে দাবি করা হচ্ছে, ঈদগা ভাঙার এই ঘটনা লক্ষ্মীপুরের জেলায়। ঈদগাহটির নাম বান্দর মাথাদ ঈদগাহ মাঠ। ভিডিওটি রোববার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা পর্যন্ত ৬ হাজারের বেশি শেয়ার হয়েছে, রিয়েকশন পড়েছে ১০ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৫ লাখ ৪৩ হাজার বার।
ভিডিওটি থেকে কিছু কি–ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে নিউজ ওয়ার্ল্ড ইন্ডিয়া নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও ক্লিপ পাওয়া যায়। অ্যাকাউন্টে ভিডিওটি গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) পোস্ট করা হয়। ভিডিওটির সঙ্গে ভাইরাল ভিডিওটির হুবহু মিল রয়েছে। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি গোয়ালপাড়া নামের একটি স্থানে বেআইনিভাবে জায়গা দখল করে গড়ে তোলা একটি মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে ফেলার সময় ধারণ করা।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ অসম নর্থ ইস্টের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিন্ন অ্যাঙ্গেল থেকে ধারণ করা আরেকটি ভিডিও পাওয়া যায়। অ্যাকাউন্টে ভিডিওটি গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পোস্ট করা হয়। ভিডিওটির সঙ্গে লক্ষ্মীপুরে ঈদগাহ ভেঙে ফেলার ভাইরাল ভিডিওটিতে থাকা মিম্বরের কাঠামো ও রঙের মিল রয়েছে। পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, এটি গোয়ালপাড়ার বন্দর মাথায় স্থানীয় প্রশাসনের উচ্ছেদ অভিযান। গোয়ালপাড়া আসামের একটি জেলা। জেলাটির ৫৫ হেক্টর জায়গা জুড়ে ওই সময় উচ্ছেদ অভিযান চালায় স্থানীয় প্রশাসন।
আরও খুঁজে ভারতীয় আরেকটি সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে নর্থ ইস্টের ওয়েবসাইটে আসামের এই উচ্ছেদ অভিযান নিয়ে বিস্তারিত প্রতিবেদন পাওয়া যায়। ২৪ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, আসামের গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুর বন্দর মাথা সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান চালায়। এ অভিযানের আওতায় ৫৫ হেক্টর বনভূমি দখলমুক্ত করা হয়। অভিযান শুরু হওয়ার আগে বেশির ভাগ দখলদার তাঁদের বাড়িঘর খালি করে চলে যায় বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।
গুগল ম্যাপ থেকেও এ বনাঞ্চলের অবস্থান সম্পর্কে জানা যায়। এ ছাড়া বাংলাদেশের লক্ষ্মীপুরে বান্দর মাথাদ নামে কোনো স্থানের নাম পাওয়া যায়নি।
সুতরাং, ভাইরাল ভিডিওটি আসামের গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুর বন্দর মাথা সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান চালানোর সময় ঈদগাহর মিম্বর ভেঙে ফেলার।
পাঞ্জাবের ফিরোজপুর সেক্টর দিয়ে সীমান্ত অতিক্রম করায় বিএসএফের এক সদস্যকে আটক করে পাকিস্তানের সীমান্তরক্ষীরা। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে জম্মু-কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির তথ্য ভারতীয় সংবাদমাধ্যমে এসেছে। তবে এতে হতাহত
১৯ ঘণ্টা আগেভিডিওতে একটি স্থাপনার মেঝে ও সিঁড়িতে ভাঙা ইট ছড়ানো এবং আধভাঙা ইটের দেয়াল দেখা যাচ্ছে। টুকরো ইটের ওপরে মই ও ড্রিল মেশিন দেখা যাচ্ছে। ভিডিওর শেষের দিকে কিছু স্থাপনার স্থিরচিত্রে একটি নামফলক দেখা যাচ্ছে, যেটিতে লেখা ‘মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন’।
৩ দিন আগেভিডিওতে শাড়ি পরিহিত এক নারীকে মাটিতে কোমর পর্যন্ত পুঁতে রাখা অবস্থায় দেখা যাচ্ছে। তাঁকে ঘিরে রেখেছে একদল শিশু, তরুণ ও মধ্যবয়সী। একটু দূরে কিছুটা নিচু জায়গায় দাঁড়িয়ে নারীদের একটি দল সেই দৃশ্য দেখছে। ভিডিওটির একপর্যায়ে নারীটির দিকে ঢিল ছুড়তে দেখা যায়। ঢিল নিক্ষেপকারীদের তিনজন মাথায় টুপি, সাদা পাঞ্জাবি
৪ দিন আগেযুবলীগ নেতাকে গুলি চালানোর সময় এক নারী এসে সন্ত্রাসীদের তাড়া করেছেন—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে আলাদা ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৭ দিন আগে