ফ্যাক্টচেক ডেস্ক
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে থাকা অবস্থায় তাঁর বেশ কিছু কল রেকর্ডও প্রকাশ হয় সোশ্যাল মিডিয়ায়। এমন একটি কল রেকর্ডে তিন বলেছিলেন, ‘আমি দেশের কাছাকাছি আছি, যাতে চট করে ঢুকে যেতে পারি।’ তবে সম্প্রতি তাঁর অবস্থান নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়াসহ দেশীয় বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, তিনি ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে আশ্রয় নিয়েছেন। এমন প্রেক্ষাপটে শেখ হাসিনার ১২ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে শেখ হাসিনাকে দেখা যাচ্ছে, কালো বোরকা পরিহিত অবস্থায়। তিনি কারও সঙ্গে কথা বলছেন। ভিডিওতে বেশ কয়েকজনকে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ‘আপা, আপা’ ডাকতে শোনা যায়। এ সময় তাঁকে ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য।
ভিডিওটি গতকাল মঙ্গলবার (৯ অক্টোবর) ‘শিমুল চৌধুরী’ নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশনে দাবি করা হয়, ‘এমন পোশাকে উনাকে ১৯৯৬ সালে দেখেছিলাম। আবার দেখলাম দুবাই বিমানবন্দরে...এরপরের গন্তব্য আল্লাহ মালুম।’ ভিডিওটি আজ বুধবার বেলা আড়াইটা পর্যন্ত দেড় হাজার শেয়ার হয়েছে। দেখা হয়েছে প্রায় ৩২ লাখ বার। রিয়েকশন পড়েছে প্রায় ৩০ হাজার।
ভিডিওটি কবেকার, কোন দেশের? ভিডিওটিতে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক রিভার্স ইমেজ সার্চে সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি ছবি পাওয়া যায়। এ ছবিতে থাকা সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর পোশাকের সঙ্গে ভাইরাল ভিডিওটিতে থাকা ব্যক্তিদের পোশাকের অবিকল মিল পাওয়া যায়, যা থেকে ধারণা করা যায় শেখ হাসিনার ভাইরাল ভিডিওটি সৌদি আরবের হতে পারে।
পরে আরও খুঁজে ইশতিয়ার নকিব রিশাদ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে একই ভিডিওর একটি দীর্ঘ সংস্করণ পাওয়া যায়। ভিডিওটি ২০২৩ সালের ৬ নভেম্বর অ্যাকাউন্টটিতে পোস্ট করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘আলহামদুলিল্লাহ। প্রিয় নেত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সঙ্গে মক্কা হেরাম শরীফ–একসাথে ওমরা হজ্ব পালন করলাম।’
শেখ হাসিনা ২০২৩ সালের ৫ নভেম্বর ইসলামে নারীবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরবে যান। ওই দিনই তিনি মদিনার মসজিদ আল-নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর রওজা মোবারক জিয়ারত এবং আসরের নামাজের পর সেখানে ফাতেহা পাঠ করেন। একই দিনে তিনি মদিনা ছেড়ে মক্কায় পৌঁছান। সেখানে প্রধানমন্ত্রী এশার নামাজের পর আল মসজিদ আল-হারামে (কাবা শরিফ) পবিত্র ওমরাহ পালন করেন। অর্গানাইজেশন অব ইসলামিক কো–অপারেশনের (ওআইসি) জেনারেল সেক্রেটারিয়েটের সঙ্গে সমন্বয় করে সৌদি আরব ৬ থেকে ৮ নভেম্বর এই সম্মেলনের আয়োজন করে।
এ ছাড়া ভিডিওটিতে শেখ হাসিনার সাবেক বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের উপস্থিতিও দেখা যায়। সালমান এফ রহমান ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৪ আগস্ট নৌপথে বুড়িগঙ্গা দিয়ে পালানোর সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতে গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।
সুতরাং এটি নিশ্চিত যে, বোরকা পরিহিত অবস্থায় শেখ হাসিনাকে দুবাইয়ে দেখা যাওয়ার ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। তিনি কি ভারতেই আছেন, নাকি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বা অন্য কোনো দেশে—তা নিশ্চিত হওয়ার জন্য সরকার বিভিন্ন স্থানে খোঁজ নিতে শুরু করেছে। এরই মধ্যে ভারত ও ইউএইতে খোঁজ নেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ওনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতে খোঁজ করেছি। আমিরাতেও খোঁজ করেছি। খবরের সত্যতা যাচাইয়ে আমরা সফল হইনি।’
শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, তাঁর মায়ের ভারত ছেড়ে যাওয়ার খবরটি সঠিক নয়। চ্যানেল টোয়েন্টিফোরের কাছে জয় দাবি করেন, তিনি (শেখ হাসিনা) এখনো ভারতেই অবস্থান করছেন। আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও শেখ হাসিনার ভারত ছাড়ার তথ্যটিকে গুজব দাবি করা হয়েছে।
বিবিসি বাংলার এক খবরেও বলা হয়েছে, শেখ হাসিনা এখনো ভারতেই আছেন। তিনি দিল্লি ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে গেছেন, এ জাতীয় সব খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা। দিল্লি থেকে বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ জানান, তিনি গত ৪৮ ঘণ্টায় বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছেন এবং তারা সবাই নিশ্চিত করেছে, শেখ হাসিনা এখানে গত সপ্তাহে যেভাবে ছিলেন, এই সপ্তাহেও ঠিক একইভাবেই আছেন!
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে থাকা অবস্থায় তাঁর বেশ কিছু কল রেকর্ডও প্রকাশ হয় সোশ্যাল মিডিয়ায়। এমন একটি কল রেকর্ডে তিন বলেছিলেন, ‘আমি দেশের কাছাকাছি আছি, যাতে চট করে ঢুকে যেতে পারি।’ তবে সম্প্রতি তাঁর অবস্থান নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়াসহ দেশীয় বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, তিনি ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে আশ্রয় নিয়েছেন। এমন প্রেক্ষাপটে শেখ হাসিনার ১২ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে শেখ হাসিনাকে দেখা যাচ্ছে, কালো বোরকা পরিহিত অবস্থায়। তিনি কারও সঙ্গে কথা বলছেন। ভিডিওতে বেশ কয়েকজনকে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ‘আপা, আপা’ ডাকতে শোনা যায়। এ সময় তাঁকে ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য।
ভিডিওটি গতকাল মঙ্গলবার (৯ অক্টোবর) ‘শিমুল চৌধুরী’ নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশনে দাবি করা হয়, ‘এমন পোশাকে উনাকে ১৯৯৬ সালে দেখেছিলাম। আবার দেখলাম দুবাই বিমানবন্দরে...এরপরের গন্তব্য আল্লাহ মালুম।’ ভিডিওটি আজ বুধবার বেলা আড়াইটা পর্যন্ত দেড় হাজার শেয়ার হয়েছে। দেখা হয়েছে প্রায় ৩২ লাখ বার। রিয়েকশন পড়েছে প্রায় ৩০ হাজার।
ভিডিওটি কবেকার, কোন দেশের? ভিডিওটিতে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক রিভার্স ইমেজ সার্চে সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি ছবি পাওয়া যায়। এ ছবিতে থাকা সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর পোশাকের সঙ্গে ভাইরাল ভিডিওটিতে থাকা ব্যক্তিদের পোশাকের অবিকল মিল পাওয়া যায়, যা থেকে ধারণা করা যায় শেখ হাসিনার ভাইরাল ভিডিওটি সৌদি আরবের হতে পারে।
পরে আরও খুঁজে ইশতিয়ার নকিব রিশাদ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে একই ভিডিওর একটি দীর্ঘ সংস্করণ পাওয়া যায়। ভিডিওটি ২০২৩ সালের ৬ নভেম্বর অ্যাকাউন্টটিতে পোস্ট করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘আলহামদুলিল্লাহ। প্রিয় নেত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সঙ্গে মক্কা হেরাম শরীফ–একসাথে ওমরা হজ্ব পালন করলাম।’
শেখ হাসিনা ২০২৩ সালের ৫ নভেম্বর ইসলামে নারীবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরবে যান। ওই দিনই তিনি মদিনার মসজিদ আল-নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর রওজা মোবারক জিয়ারত এবং আসরের নামাজের পর সেখানে ফাতেহা পাঠ করেন। একই দিনে তিনি মদিনা ছেড়ে মক্কায় পৌঁছান। সেখানে প্রধানমন্ত্রী এশার নামাজের পর আল মসজিদ আল-হারামে (কাবা শরিফ) পবিত্র ওমরাহ পালন করেন। অর্গানাইজেশন অব ইসলামিক কো–অপারেশনের (ওআইসি) জেনারেল সেক্রেটারিয়েটের সঙ্গে সমন্বয় করে সৌদি আরব ৬ থেকে ৮ নভেম্বর এই সম্মেলনের আয়োজন করে।
এ ছাড়া ভিডিওটিতে শেখ হাসিনার সাবেক বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের উপস্থিতিও দেখা যায়। সালমান এফ রহমান ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৪ আগস্ট নৌপথে বুড়িগঙ্গা দিয়ে পালানোর সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতে গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।
সুতরাং এটি নিশ্চিত যে, বোরকা পরিহিত অবস্থায় শেখ হাসিনাকে দুবাইয়ে দেখা যাওয়ার ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। তিনি কি ভারতেই আছেন, নাকি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বা অন্য কোনো দেশে—তা নিশ্চিত হওয়ার জন্য সরকার বিভিন্ন স্থানে খোঁজ নিতে শুরু করেছে। এরই মধ্যে ভারত ও ইউএইতে খোঁজ নেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ওনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতে খোঁজ করেছি। আমিরাতেও খোঁজ করেছি। খবরের সত্যতা যাচাইয়ে আমরা সফল হইনি।’
শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, তাঁর মায়ের ভারত ছেড়ে যাওয়ার খবরটি সঠিক নয়। চ্যানেল টোয়েন্টিফোরের কাছে জয় দাবি করেন, তিনি (শেখ হাসিনা) এখনো ভারতেই অবস্থান করছেন। আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও শেখ হাসিনার ভারত ছাড়ার তথ্যটিকে গুজব দাবি করা হয়েছে।
বিবিসি বাংলার এক খবরেও বলা হয়েছে, শেখ হাসিনা এখনো ভারতেই আছেন। তিনি দিল্লি ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে গেছেন, এ জাতীয় সব খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা। দিল্লি থেকে বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ জানান, তিনি গত ৪৮ ঘণ্টায় বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছেন এবং তারা সবাই নিশ্চিত করেছে, শেখ হাসিনা এখানে গত সপ্তাহে যেভাবে ছিলেন, এই সপ্তাহেও ঠিক একইভাবেই আছেন!
গত ২৫ ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইনসের একটি ফ্লাইট কাজাখস্তানে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়। জে২-৮২৪৩ (J2-8243) নামের এই ফ্লাইট আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরে যাওয়ার কথা ছিল। ওই দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৮ জন নিহত হওয়ার তথ্য গণমাধ্যমে এসেছে। এই বিমান বিধ্বস্ত হওয়ার আগের দৃশ্য...
৪ ঘণ্টা আগেছাত্র–জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর থেকেই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে দাবি নানা কনটেন্ট ভারতীয়...
১ দিন আগেইতালীয় এক তরুণীর সঙ্গে বাংলাদেশি এক তরুণ র্যাপ গান গাচ্ছেন—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, শুরুতে একজন তরুণী ভিন্ন ভাষায় গান করছেন। এরপর একজন তরুণ সেই তরুণীর সঙ্গে তাল মিলিয়ে একই ভাষায় গলা মেলাচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘পুরো ইতলি গরম করে দিছে। আমাদের বা
১ দিন আগেছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে ড. মুহাম্মদ ইউনূসের গান গাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল..
৪ দিন আগে