নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে এ বছরে প্রথম একজন নারীর শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) শনাক্ত হয়েছে। আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ভাইরোলজি বিভাগের প্রধান ডা. আহমেদ নওশের আলম।
নওশের আলম বলেন, ‘আক্রান্ত নারী একজন গৃহিণী। তাঁর বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই। তাঁর স্বামী বিদেশে থাকেন। তবে অতি সম্প্রতি ওই নারীর স্বামীও দেশে আসেননি।’
তবে এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। তাঁরা বলেন, ‘এই ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই। এটি আগেও দেশে পাওয়া গেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার হার খুবই কম। আমাদের আরও সতর্ক হতে হবে। মাস্ক পরা, হাত ধোয়া, হাইজিন মেনটেইন করা, প্রচুর পানি পান করতে হবে। যাদের দুই থেকে তিনটি রোগের জটিলতা আছে, যাদের বয়স ৫ বছরের কম ও ৬৫ বছরের বেশি, তারা এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়বেন।’
ইনফ্লুয়েঞ্জা ধরনের এই ভাইরাসে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বহুসংখ্যক ব্যক্তি আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তবে ভাইরাসটি সম্পর্কে এখনো কোনো সতর্কতা জারি করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আক্রান্ত ওই রোগী বর্তমানে ঢাকা সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে। বর্তমানে সেখানে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তবে রোগীর অবস্থা আগের চেয়ে ভালো হচ্ছে বলে জানা গেছে।
আক্রান্ত ওই নারীকে গতকাল এই হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর গ্রীন রোডের সেন্ট্রাল হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এইচএমপিভি ভাইরাস শনাক্ত হওয়ায় তাঁকে সংক্রামক ব্যাধি হাসপাতালে নেওয়া হয়।
দেশে এ বছরে প্রথম একজন নারীর শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) শনাক্ত হয়েছে। আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ভাইরোলজি বিভাগের প্রধান ডা. আহমেদ নওশের আলম।
নওশের আলম বলেন, ‘আক্রান্ত নারী একজন গৃহিণী। তাঁর বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই। তাঁর স্বামী বিদেশে থাকেন। তবে অতি সম্প্রতি ওই নারীর স্বামীও দেশে আসেননি।’
তবে এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। তাঁরা বলেন, ‘এই ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই। এটি আগেও দেশে পাওয়া গেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার হার খুবই কম। আমাদের আরও সতর্ক হতে হবে। মাস্ক পরা, হাত ধোয়া, হাইজিন মেনটেইন করা, প্রচুর পানি পান করতে হবে। যাদের দুই থেকে তিনটি রোগের জটিলতা আছে, যাদের বয়স ৫ বছরের কম ও ৬৫ বছরের বেশি, তারা এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়বেন।’
ইনফ্লুয়েঞ্জা ধরনের এই ভাইরাসে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বহুসংখ্যক ব্যক্তি আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তবে ভাইরাসটি সম্পর্কে এখনো কোনো সতর্কতা জারি করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আক্রান্ত ওই রোগী বর্তমানে ঢাকা সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে। বর্তমানে সেখানে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তবে রোগীর অবস্থা আগের চেয়ে ভালো হচ্ছে বলে জানা গেছে।
আক্রান্ত ওই নারীকে গতকাল এই হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর গ্রীন রোডের সেন্ট্রাল হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এইচএমপিভি ভাইরাস শনাক্ত হওয়ায় তাঁকে সংক্রামক ব্যাধি হাসপাতালে নেওয়া হয়।
এশিয়ার কয়েকটি দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) শনাক্ত হয়েছে। কোনো কোনো অঞ্চলে ভাইরাসটির জন্য উদ্বেগজনক পরিস্থিতি দেখা দিয়েছে। রোববার বাংলাদেশে একজনের শরীরে এই ভাইরাস শনাক্তের কথা জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
৪ ঘণ্টা আগেবয়স, ওজন, উচ্চতা এবং কায়িক শ্রমের ওপর ভিত্তি করে পরিমাণমতো সঠিক খাবার আমাদের খেতে হয়। এটাই ডায়েট। কিন্তু সবাই মনে করি, ডায়েট মানেই ‘ওজন কমানো’। একজন গর্ভবতী যা খাবেন, সেটা তাঁর ডায়েট। তেমনি একজন কিডনি রোগী যেটা খাবেন, সেটা তাঁর ডায়েট। প্রত্যেক মানুষের ডায়েটের ধরনও আলাদা হবে। তাই সবার আগে শরীরের...
২ দিন আগেস্ক্যাবিস হলো ক্ষুদ্র অণুজীবের সংক্রমণে তৈরি হওয়া ছোঁয়াচে চর্মরোগ। এ রোগে আক্রান্ত রোগীর ত্বকে প্রচণ্ড চুলকানি হয়। পরে লাল ফুসকুড়ি ও পানি ফুসকুড়ি দেখা যায়। সাধারণত হাতের আঙুলের ফাঁকে, পুরুষাঙ্গে, অণ্ডকোষে, তলপেটে ও থাইয়ের ওপরের অংশে এ রোগ বেশি দেখা...
২ দিন আগেশীতকালে গাছের পুরোনো পাতা পড়ে। বসন্তে নতুন পাতায় ভরে গাছপালা নতুন শক্তির জানান দেয়। মানুষও নিজের শরীরে শক্তি সঞ্চয় করতে পারে সবুজ পাতা থেকে। শীতে ধনেপাতা, পুদিনাপাতা, তুলসী, শজনেপাতা, থানকুনি অথবা তেলাকুচাপাতা সহজে ভর্তা, জুস বা চায়ের মতো খাওয়া যায়। তবে এগুলো জুস করে খেলে উপকার পাওয়া যায়।
২ দিন আগে