অনলাইন ডেস্ক
নারকেলের দুধ শুধু রান্নায় স্বাদ বৃদ্ধি করে না, এটি আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। নারকেলের দুধে এমন কিছু পুষ্টিগুণ রয়েছে—যা ওজন নিয়ন্ত্রণ, হৃৎপিণ্ডের যত্ন এবং হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, নারকেলের দুধে থাকা মিডিয়াম-চেইন ট্রাইগ্লিসারাইডস (MCTs) দ্রুত শক্তিতে পরিণত হয় এবং ফ্যাট কমাতে সাহায্য করে। তবে এর পরিমাণ নিয়ন্ত্রণ করা জরুরি, কারণ এটি ক্যালরি ও স্যাচুরেটেড ফ্যাটে ভরপুর।
নারকেল দুধ আসলে কী?
পরিপক্ব নারকেল থেকে নিষ্কাশিত একটি ক্রিমি তরল হলো নারকেল দুধ। এটি সম্পূর্ণ উদ্ভিদভিত্তিক। এই দুধ স্বাস্থ্যকর চর্বি এবং কম চিনি সমৃদ্ধ। নারকেল দুধ গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জনপ্রিয় খাবার। এমনকি নিরামিষ খাবারের জন্য আদর্শ। নারকেল থেকে দুধ তৈরি করতে এর শাঁস থেকে প্রথমে নারকেল ক্রিম বের করা হয়। এরপর নারকেল পানির সঙ্গে মিশিয়ে এটি তৈরি করা হয়। কিছু পাতলা নারকেল দুধ কম ক্যালরি যুক্ত এবং আরও হালকা হয়।
পুষ্টিগুণ
নারকেল দুধে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাংগানিজ এবং সেলেনিয়ামের মতো খনিজ উপাদান রয়েছে। এ ছাড়া এটি প্রাকৃতিকভাবে কম কার্বোহাইড্রেট ও ল্যাকটোজ মুক্ত তাই ডেইরি অ্যালার্জি বা নিরামিষ খাবারের জন্য আদর্শ। প্রতি কাপ নারকেল দুধে প্রায় ৫ গ্রাম প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা দ্রুত শক্তিতে রূপান্তরিত হয় এবং ওজন কমাতে সহায়তা করতে পারে।
স্বাস্থ্যের উপকারিতা
নারকেল দুধে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরকে ফ্রি র্যাডিকাল থেকে সুরক্ষা দেয়। ফলে দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমায়। এ ছাড়া লরিক অ্যাসিড কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং হৃদ্যন্ত্রের স্বাস্থ্যকে উন্নত করে। ওজন কমাতে সহায়তা MCT ফ্যাটি অ্যাসিড দ্রুত শক্তিতে পরিণত হয় এবং চর্বি পোড়াতে সাহায্য করে। নারকেল দুধ ক্ষুধা কমায়। অতিরিক্ত খাওয়া কিংবা স্ন্যাক্স খাওয়ার প্রবণতা হ্রাস করে বলেই ওজন কমাতে সহায়ক এটি। নারকেল দুধে থাকা লরিক অ্যাসিড পাচনতন্ত্রের উপকারী এবং অন্ত্রের প্রদাহ কমায়। ফলে ডেইরি অ্যালার্জির রোগীদের জন্যও ভালো।
সতর্কতা
নারকেল দুধ একটি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর হলেও সঠিক পরিমাণে খাওয়া উচিত। কারণ নারকেল দুধ পূর্ণ-চর্বিযুক্ত, ক্যালরি এবং স্যাচুরেটেড ফ্যাটে সমৃদ্ধ। ১/৪ থেকে ১/২ কাপ পর্যন্ত খেতে পারেন, যাতে অতিরিক্ত ক্যালরি ও চর্বি না যোগ হয়।
তবে নারিকেল হুইপড ক্রিমের মতো রেসিপিতে ব্যবহার করতে পারেন। কিংবা বা স্মুদিতে মিশিয়ে খেতে পারবেন। এটি ক্যালরি বাড়ানো ছাড়াই খাবারে একটি স্বাস্থ্যকর সংযোজন হতে পারে।
সূত্র: গালফ নিউজ
নারকেলের দুধ শুধু রান্নায় স্বাদ বৃদ্ধি করে না, এটি আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। নারকেলের দুধে এমন কিছু পুষ্টিগুণ রয়েছে—যা ওজন নিয়ন্ত্রণ, হৃৎপিণ্ডের যত্ন এবং হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, নারকেলের দুধে থাকা মিডিয়াম-চেইন ট্রাইগ্লিসারাইডস (MCTs) দ্রুত শক্তিতে পরিণত হয় এবং ফ্যাট কমাতে সাহায্য করে। তবে এর পরিমাণ নিয়ন্ত্রণ করা জরুরি, কারণ এটি ক্যালরি ও স্যাচুরেটেড ফ্যাটে ভরপুর।
নারকেল দুধ আসলে কী?
পরিপক্ব নারকেল থেকে নিষ্কাশিত একটি ক্রিমি তরল হলো নারকেল দুধ। এটি সম্পূর্ণ উদ্ভিদভিত্তিক। এই দুধ স্বাস্থ্যকর চর্বি এবং কম চিনি সমৃদ্ধ। নারকেল দুধ গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জনপ্রিয় খাবার। এমনকি নিরামিষ খাবারের জন্য আদর্শ। নারকেল থেকে দুধ তৈরি করতে এর শাঁস থেকে প্রথমে নারকেল ক্রিম বের করা হয়। এরপর নারকেল পানির সঙ্গে মিশিয়ে এটি তৈরি করা হয়। কিছু পাতলা নারকেল দুধ কম ক্যালরি যুক্ত এবং আরও হালকা হয়।
পুষ্টিগুণ
নারকেল দুধে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাংগানিজ এবং সেলেনিয়ামের মতো খনিজ উপাদান রয়েছে। এ ছাড়া এটি প্রাকৃতিকভাবে কম কার্বোহাইড্রেট ও ল্যাকটোজ মুক্ত তাই ডেইরি অ্যালার্জি বা নিরামিষ খাবারের জন্য আদর্শ। প্রতি কাপ নারকেল দুধে প্রায় ৫ গ্রাম প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা দ্রুত শক্তিতে রূপান্তরিত হয় এবং ওজন কমাতে সহায়তা করতে পারে।
স্বাস্থ্যের উপকারিতা
নারকেল দুধে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরকে ফ্রি র্যাডিকাল থেকে সুরক্ষা দেয়। ফলে দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমায়। এ ছাড়া লরিক অ্যাসিড কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং হৃদ্যন্ত্রের স্বাস্থ্যকে উন্নত করে। ওজন কমাতে সহায়তা MCT ফ্যাটি অ্যাসিড দ্রুত শক্তিতে পরিণত হয় এবং চর্বি পোড়াতে সাহায্য করে। নারকেল দুধ ক্ষুধা কমায়। অতিরিক্ত খাওয়া কিংবা স্ন্যাক্স খাওয়ার প্রবণতা হ্রাস করে বলেই ওজন কমাতে সহায়ক এটি। নারকেল দুধে থাকা লরিক অ্যাসিড পাচনতন্ত্রের উপকারী এবং অন্ত্রের প্রদাহ কমায়। ফলে ডেইরি অ্যালার্জির রোগীদের জন্যও ভালো।
সতর্কতা
নারকেল দুধ একটি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর হলেও সঠিক পরিমাণে খাওয়া উচিত। কারণ নারকেল দুধ পূর্ণ-চর্বিযুক্ত, ক্যালরি এবং স্যাচুরেটেড ফ্যাটে সমৃদ্ধ। ১/৪ থেকে ১/২ কাপ পর্যন্ত খেতে পারেন, যাতে অতিরিক্ত ক্যালরি ও চর্বি না যোগ হয়।
তবে নারিকেল হুইপড ক্রিমের মতো রেসিপিতে ব্যবহার করতে পারেন। কিংবা বা স্মুদিতে মিশিয়ে খেতে পারবেন। এটি ক্যালরি বাড়ানো ছাড়াই খাবারে একটি স্বাস্থ্যকর সংযোজন হতে পারে।
সূত্র: গালফ নিউজ
প্রতিদিন চা ও কফি পান করার অভ্যাস রয়েছে অনেকেরই। এবার এই অভ্যাসের একটি ভালো দিক খুঁজে পেয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। তাঁদের মতে, নিয়মিত কফি এবং চা পান করলে মুখ, গলা ও কণ্ঠনালী সম্পর্কিত ক্যানসারের ঝুঁকি কমতে পারে। নতুন এক গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে।
৩ দিন আগেস্বাস্থ্যকে ক্যাডারে অন্তর্ভুক্ত না রেখে আলাদা রাখার জন্য জনপ্রশাসন সংস্কার কমিশন যে সুপারিশ করতে যাচ্ছে, তা প্রত্যাখ্যান করেছে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন। একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব নীতিনির্ধারণী পদে স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তা পদায়নের দাবি জানিয়েছে সংগঠনটি।
৩ দিন আগেক্যানসার চিকিৎসায় একটি নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন দক্ষিণ কোরিয়ার গবেষকেরা। এই প্রযুক্তিতে ক্যানসার কোষগুলোকে মেরে ফেলার পরিবর্তে সেগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারে।
৪ দিন আগেদিনে কতবার মলত্যাগ করা হলো—সেটাকে আমরা বেশ গুরুত্ব দিয়ে থাকি। একেবারে না হওয়া কিংবা অতিরিক্ত হওয়া বিভিন্ন রোগের উপসর্গ হিসেবে ধরে ব্যবস্থাও নেওয়া হয়। বিশেষজ্ঞরা বলেন, এটি নির্ভর করে কিছু ব্যক্তিগত ও শারীরিক বিষয়ের ওপর। কিন্তু প্রস্রাবের হার কি একই রকম কোনো নির্ধারিত নিয়মের মধ্যে পড়ে?
৫ দিন আগে