Ajker Patrika

দেশে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি শিথিল 

বিশেষ প্রতিনিধি, ঢাকা
দেশে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি শিথিল 

দেশে করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্যবিধি শিথিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে এখন থেকে থাকছে না মাস্ক পরার বাধ্যবাধকতা। বাংলাদেশে ভ্রমণের জন্য কোনো বন্দরে দেখাতে হবে না টিকা কার্ড ও করোনা পরীক্ষার সনদ। বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা প্রত্যাহার করায় এই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ। গত ২৪ তারিখ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ও লাইন ডিরেক্টার (সিডিসি) অধ্যাপক নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে স্বাস্থ্যবিধি শিথিলের কথা বলা হয়।  

স্বাস্থ্য অধিদপ্তরের চিঠিতে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও করোনা সংক্রমণের হার হ্রাস পেয়েছে। এ ছাড়া গত এক বছরে কোভিড-১৯ মহামারির কারণে হাসপাতালে ভর্তির হার কমেছে। গত ৫ মে অনুষ্ঠিত কোভিড-১৯ বিষয়ক বিশ্বস্বাস্থ্য সংস্থার আইএইচআর ইমার্জেন্সি কমিটির ১৫তম সভায় চলমান কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থার অবসান করা হয়। 

এই পরিস্থিতিতে বিশ্বস্বাস্থ্য সংস্থার সঙ্গে একমত পোষণ করে কোভিড-১৯ সংক্রান্ত বাংলাদেশ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৬৩তম সভায় করোনার সর্বশেষ পরিস্থিতি ও বিশ্বস্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক ঘোষণার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটির পরামর্শ অনুযায়ী বাংলাদেশের আন্তর্জাতিক (বিমান, স্থাল এবং সমুদ্র) বন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের কোভিড-১৯ সংক্রান্ত ভ্রমণ চাহিদার বিষয়ে চারটি নির্দেশনা প্রদান করা হয়েছে ১. বিদেশ থেকে বাংলাদেশে আসা যাত্রীদের কোভিড-১৯ আরটিপিসিআর পরীক্ষা ও টিকা সনদ প্রদর্শনের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো। ২. বাংলাদেশ থেকে অন্যান্য দেশে ভ্রমণের ক্ষেত্রে সে দেশের শর্তানুযায়ী ব্যবস্থা নিতে হবে। ৩. মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ কোভিড-১৯ প্রতিরোধে করনীয়সমূহ শিথিল করা হলো। তবে উচ্চ ঝুঁকিপূর্ণ স্থান যেমন হাসপাতাল এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাঁদের সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করতে হবে। ৪. হজ যাত্রীদের সৌদি আরব প্রবেশে শর্ত মেনে চলতে হবে এবং মার্স ভাইরাস প্রতিরোধে উটের সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত