বিশেষ প্রতিনিধি, ঢাকা
দেশে করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্যবিধি শিথিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে এখন থেকে থাকছে না মাস্ক পরার বাধ্যবাধকতা। বাংলাদেশে ভ্রমণের জন্য কোনো বন্দরে দেখাতে হবে না টিকা কার্ড ও করোনা পরীক্ষার সনদ। বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা প্রত্যাহার করায় এই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ। গত ২৪ তারিখ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ও লাইন ডিরেক্টার (সিডিসি) অধ্যাপক নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে স্বাস্থ্যবিধি শিথিলের কথা বলা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের চিঠিতে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও করোনা সংক্রমণের হার হ্রাস পেয়েছে। এ ছাড়া গত এক বছরে কোভিড-১৯ মহামারির কারণে হাসপাতালে ভর্তির হার কমেছে। গত ৫ মে অনুষ্ঠিত কোভিড-১৯ বিষয়ক বিশ্বস্বাস্থ্য সংস্থার আইএইচআর ইমার্জেন্সি কমিটির ১৫তম সভায় চলমান কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থার অবসান করা হয়।
এই পরিস্থিতিতে বিশ্বস্বাস্থ্য সংস্থার সঙ্গে একমত পোষণ করে কোভিড-১৯ সংক্রান্ত বাংলাদেশ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৬৩তম সভায় করোনার সর্বশেষ পরিস্থিতি ও বিশ্বস্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক ঘোষণার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটির পরামর্শ অনুযায়ী বাংলাদেশের আন্তর্জাতিক (বিমান, স্থাল এবং সমুদ্র) বন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের কোভিড-১৯ সংক্রান্ত ভ্রমণ চাহিদার বিষয়ে চারটি নির্দেশনা প্রদান করা হয়েছে ১. বিদেশ থেকে বাংলাদেশে আসা যাত্রীদের কোভিড-১৯ আরটিপিসিআর পরীক্ষা ও টিকা সনদ প্রদর্শনের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো। ২. বাংলাদেশ থেকে অন্যান্য দেশে ভ্রমণের ক্ষেত্রে সে দেশের শর্তানুযায়ী ব্যবস্থা নিতে হবে। ৩. মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ কোভিড-১৯ প্রতিরোধে করনীয়সমূহ শিথিল করা হলো। তবে উচ্চ ঝুঁকিপূর্ণ স্থান যেমন হাসপাতাল এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাঁদের সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করতে হবে। ৪. হজ যাত্রীদের সৌদি আরব প্রবেশে শর্ত মেনে চলতে হবে এবং মার্স ভাইরাস প্রতিরোধে উটের সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে।
দেশে করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্যবিধি শিথিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে এখন থেকে থাকছে না মাস্ক পরার বাধ্যবাধকতা। বাংলাদেশে ভ্রমণের জন্য কোনো বন্দরে দেখাতে হবে না টিকা কার্ড ও করোনা পরীক্ষার সনদ। বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা প্রত্যাহার করায় এই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ। গত ২৪ তারিখ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ও লাইন ডিরেক্টার (সিডিসি) অধ্যাপক নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে স্বাস্থ্যবিধি শিথিলের কথা বলা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের চিঠিতে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও করোনা সংক্রমণের হার হ্রাস পেয়েছে। এ ছাড়া গত এক বছরে কোভিড-১৯ মহামারির কারণে হাসপাতালে ভর্তির হার কমেছে। গত ৫ মে অনুষ্ঠিত কোভিড-১৯ বিষয়ক বিশ্বস্বাস্থ্য সংস্থার আইএইচআর ইমার্জেন্সি কমিটির ১৫তম সভায় চলমান কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থার অবসান করা হয়।
এই পরিস্থিতিতে বিশ্বস্বাস্থ্য সংস্থার সঙ্গে একমত পোষণ করে কোভিড-১৯ সংক্রান্ত বাংলাদেশ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৬৩তম সভায় করোনার সর্বশেষ পরিস্থিতি ও বিশ্বস্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক ঘোষণার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটির পরামর্শ অনুযায়ী বাংলাদেশের আন্তর্জাতিক (বিমান, স্থাল এবং সমুদ্র) বন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের কোভিড-১৯ সংক্রান্ত ভ্রমণ চাহিদার বিষয়ে চারটি নির্দেশনা প্রদান করা হয়েছে ১. বিদেশ থেকে বাংলাদেশে আসা যাত্রীদের কোভিড-১৯ আরটিপিসিআর পরীক্ষা ও টিকা সনদ প্রদর্শনের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো। ২. বাংলাদেশ থেকে অন্যান্য দেশে ভ্রমণের ক্ষেত্রে সে দেশের শর্তানুযায়ী ব্যবস্থা নিতে হবে। ৩. মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ কোভিড-১৯ প্রতিরোধে করনীয়সমূহ শিথিল করা হলো। তবে উচ্চ ঝুঁকিপূর্ণ স্থান যেমন হাসপাতাল এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাঁদের সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করতে হবে। ৪. হজ যাত্রীদের সৌদি আরব প্রবেশে শর্ত মেনে চলতে হবে এবং মার্স ভাইরাস প্রতিরোধে উটের সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে।
দীর্ঘদিনেও নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন না হওয়ায় অধিকাংশ মেডিকেল টেকনোলজিস্টদের চাকরির বয়স উত্তীর্ণ হয়ে গেছে। এ অবস্থায় উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ সম্পন্ন না হলে আবেদনকারীরা সরকারি চাকরি পাবেন না। সরকারের পক্ষ থেকে
১০ ঘণ্টা আগেবদলি বা পদায়নকৃত কর্মকর্তারা আগামী ৬ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৯ মার্চ হতে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন মর্মে গণ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে
১০ ঘণ্টা আগেদেশে জিকা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্তের এক দশক পর এবার ভাইরাসটির ক্লাস্টার (গুচ্ছ) সংক্রমণ অর্থাৎ এক স্থানে একাধিক ব্যক্তির শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। একই এলাকার পাঁচ ব্যক্তির সংক্রমণের বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক উদরাময়...
১২ ঘণ্টা আগেস্বাস্থ্যকর খাবার যদি বেশি খাওয়া হয় তাহলে সেটি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। হেলদি ফ্যাটযুক্ত খাবার অতিরিক্ত গ্রহণে ক্যালরি বেড়ে যেতে পারে, ফাইবারযুক্ত খাবার অতিরিক্ত গ্রহণ পেটে গ্যাস ও অস্বস্তির কারণ হতে পারে। আবার অতিরিক্ত প্রোটিনসমৃদ্ধ খাবার কিডনির ওপর চাপ সৃষ্টি করতে পারে। তাই যেকোনো খাবারের...
১৫ ঘণ্টা আগে