Ajker Patrika

সচেতনতাই রুখতে পারে স্তন ক্যানসার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সচেতনতাই রুখতে পারে স্তন ক্যানসার

বাংলাদেশে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে। চিকিৎসকের কাছে যেতে অনীহা, নিজের ও পরিবারের অবহেলা এবং দীর্ঘ মেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসার কারণে এ ব্যাধির শিকার হয়ে প্রতি বছর প্রাণ হারাচ্ছেন হাজারো নারী। এ ছাড়া অজ্ঞতা ও সচেতনতার অভাবে প্রান্তিক, এমনকি শহুরে নারীদেরও স্ক্রিনিং করানোর ক্ষেত্রে অনীহা রয়েছে। ফলে এ রোগে আক্রান্ত হওয়ার প্রবণতাও বাড়ছে।  ১৭টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্ল্যাটফর্ম বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের সঙ্গে রোটারি জেলা ৩২৮১ এর চল্লিশটি ক্লাব যৌথভাবে মাসব্যাপী কর্মসূচি শেষে মূল্যায়ন সভায় এ তথ্য উঠে এসেছে। 

আজ শনিবার এই জাতীয় প্রেসক্লাবে এই মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। 

 এর আগে মাসব্যাপী এ কর্মসূচিতে প্রশিক্ষণপ্রাপ্ত নারী চিকিৎসক দিয়ে ফ্রি প্রাথমিক পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, আল্ট্রাসনোগ্রাম, ম্যামোগ্রামসহ প্রয়োজনীয় পরীক্ষা সবার জন্য অর্ধেক খরচে ও অসচ্ছল নারীদের জন্য বিনা মূল্যে করানো হয়েছে। মূল্যায়ন সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের উদ্যোক্তা ও প্রধান সমন্বয়কারী ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। এ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সভায় মতামত ব্যক্ত করেন। 

ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, দেশে অধিকাংশ নারী স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতার অভাবে এবং সামাজিক ও ধর্মীয় কারণে শেষ পর্যায়ে (চতুর্থ পর্যায়) ডাক্তারের শরণাপন্ন হয়ে থাকেন। যখন রোগীকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব হয় না। 

চিকিৎসকেরা বলেন, গত পনেরো বছরে শহুরে নারীদের মধ্যে সচেতনতা বাড়লেও প্রান্তিক নারীরা পিছিয়ে আছেন। আবার শহুরে নারীরা সচেতন হলেও স্ক্রিনিংয়ের প্রতি অনীহা দেখান। তবে স্তন ক্যানসার ধরা পড়লেও ৯০ শতাংশ ক্ষেত্রেই সচেতনতা ও সময়মতো চিকিৎসা রোগীকে বাঁচিয়ে তুলতে পারে এবং সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত