ডা. এম ইয়াছিন আলী
ইদানীং ঘুম থেকে উঠে মেঝেতে পা রাখলে কিংবা অনেকক্ষণ বসে থাকার পর উঠে দাঁড়ালে পায়ের তলায় তীব্র ব্যথা হয়। আবার খানিক হাঁটাহাঁটি করলে ব্যথা কিছুটা কমে আসে। এ রকমভাবে খানিকক্ষণ বসে থাকার পর উঠে প্রথমে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়, এরপর আস্তে আস্তে ব্যথা কমে আসে।
এই সমস্যা সাধারণত দুটি কারণে হয়ে থাকে। প্রথমত, প্লান্টার ফ্যাসায়টিস এবং দ্বিতীয়ত, ক্যালকেনিয়াম স্পার।
ক্যালকেনিয়াম স্পারের ক্ষেত্রে এক্স-রে রিপোর্টে দেখা যায়, পায়ের গোড়ালির প্রধান হাড় বা ক্যালকেনিয়ামের নিচের দিকে ছোট হুকের হাড় বৃদ্ধি পায়। এ জন্য ওষুধের
পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসায় ভালো ফল পাওয়া যায়।
যা করবেন এবং করবেন না
» সব সময় নরম জুতা ব্যবহার
» হাঁটাচলার সময় হিল কুশন ব্যবহার
» শক্ত জায়গায় খুব বেশি সময় ধরে দাঁড়িয়ে না থাকা
» শক্ত জায়গায় বেশি হাঁটাচলা না করা
» ভারী কোনো জিনিস বহন করা থেকে বিরত থাকা
» সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় মেরুদণ্ড সোজা রাখা
» যথাসম্ভব গোড়ালির ব্যবহার কম করা
» ব্যথা থাকা অবস্থায় কোনো ধরনের ব্যায়াম না করা
» হাইহিল জুতা না পরা
» ওজন কমানো ও নিয়ন্ত্রণে রাখা।
চিকিৎসা
» পূর্ণ বিশ্রামে থাকবেন এবং কিছু ব্যায়াম জেনে-বুঝে করবেন।
» পেছনে খোলা থাকে এমন জুতা ব্যবহার ভালো। তবে নিচু হিলের জুতা পরতে হবে।
» বেশি প্রদাহ হলে গোড়ালির পেছনে বরফ দেবেন।
» বেশি ব্যথা হলে প্যারাসিটামল-জাতীয় ওষুধ খাবেন।
» চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না।
পরামর্শ দিয়েছেন: ডা. এম ইয়াছিন আলী ,বাত, ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা
ইদানীং ঘুম থেকে উঠে মেঝেতে পা রাখলে কিংবা অনেকক্ষণ বসে থাকার পর উঠে দাঁড়ালে পায়ের তলায় তীব্র ব্যথা হয়। আবার খানিক হাঁটাহাঁটি করলে ব্যথা কিছুটা কমে আসে। এ রকমভাবে খানিকক্ষণ বসে থাকার পর উঠে প্রথমে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়, এরপর আস্তে আস্তে ব্যথা কমে আসে।
এই সমস্যা সাধারণত দুটি কারণে হয়ে থাকে। প্রথমত, প্লান্টার ফ্যাসায়টিস এবং দ্বিতীয়ত, ক্যালকেনিয়াম স্পার।
ক্যালকেনিয়াম স্পারের ক্ষেত্রে এক্স-রে রিপোর্টে দেখা যায়, পায়ের গোড়ালির প্রধান হাড় বা ক্যালকেনিয়ামের নিচের দিকে ছোট হুকের হাড় বৃদ্ধি পায়। এ জন্য ওষুধের
পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসায় ভালো ফল পাওয়া যায়।
যা করবেন এবং করবেন না
» সব সময় নরম জুতা ব্যবহার
» হাঁটাচলার সময় হিল কুশন ব্যবহার
» শক্ত জায়গায় খুব বেশি সময় ধরে দাঁড়িয়ে না থাকা
» শক্ত জায়গায় বেশি হাঁটাচলা না করা
» ভারী কোনো জিনিস বহন করা থেকে বিরত থাকা
» সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় মেরুদণ্ড সোজা রাখা
» যথাসম্ভব গোড়ালির ব্যবহার কম করা
» ব্যথা থাকা অবস্থায় কোনো ধরনের ব্যায়াম না করা
» হাইহিল জুতা না পরা
» ওজন কমানো ও নিয়ন্ত্রণে রাখা।
চিকিৎসা
» পূর্ণ বিশ্রামে থাকবেন এবং কিছু ব্যায়াম জেনে-বুঝে করবেন।
» পেছনে খোলা থাকে এমন জুতা ব্যবহার ভালো। তবে নিচু হিলের জুতা পরতে হবে।
» বেশি প্রদাহ হলে গোড়ালির পেছনে বরফ দেবেন।
» বেশি ব্যথা হলে প্যারাসিটামল-জাতীয় ওষুধ খাবেন।
» চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না।
পরামর্শ দিয়েছেন: ডা. এম ইয়াছিন আলী ,বাত, ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা
সুস্থভাবে জীবনযাপন করার জন্য দেহের পুষ্টির চাহিদা মেটাতে হয়। সাধারণত পুষ্টির কথা ভাবলে মনে করি সবটুকুই আমার খাদ্য থেকেই অর্জন করি। তবে এই ধারণাটি ভুল বললেন বিজ্ঞানীরা। নতুন গবেষণায় বলা যায়, মানুষ কিছু পুষ্টি বায়ু থেকেও শোষণ করতে পারে!
৩ দিন আগেবিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে প্রভাবিত করে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। হৃদরোগ, স্ট্রোক, কিডনির ক্ষতি এবং দৃষ্টি শক্তিসহ বেশ কিছু গুরুতর স্বাস্থ্য সমস্যার প্রধান ঝুঁকির কারণ এটি। এই ধরনের ঝুঁকি কমানোর জন্য স্বাস্থ্যকর জীবনযাত্রা ও বিভিন্ন ধরনের ওষুধ সেবনের পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে সম্প্রতি যুক্তরাষ
৪ দিন আগেডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৩৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে আজ রোববার পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলো ৭৯ হাজার ৯৮৪ জন। মারা গেছে আরও আটজন।
৫ দিন আগেএমন সময়ে এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হলো, যখন ইংল্যান্ডে একটি লক্ষ্যভিত্তিক ফুসফুস স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি চালু করা হয়েছে। এই কর্মসূচির লক্ষ্য ২০২৫ সালের মার্চের মধ্যে সম্ভাব্য ৪০ শতাংশ ব্যক্তিকে স্ক্রিনিং করা এবং ২০৩০ সালের মধ্যে সবাইকে এর আওতায় আনা।
৬ দিন আগে