অনলাইন ডেস্ক
এইচআইভি ভাইরাসের নতুন একটি ধরন পাওয়ার কথা জানিয়েছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। নেদারল্যান্ডসে এই ধরনটি পাওয়া গেছে। তবে আধুনিক চিকিৎসাব্যবস্থার কারণে এই ধরনে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন গবেষকেরা।
বিজ্ঞানভিত্তিক সাময়িকী সায়েন্সে এসংক্রান্ত একটি গবেষণা প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়, ভিবি নামে এইডসের নতুন ধরনে আক্রান্তদের রক্তে অন্যান্য ধরনে আক্রান্তদের চেয়ে ৩ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৫ গুণ বেশি ভাইরাস থাকে। এটি রোগ প্রতিরোধক্ষমতা দ্রুত ধ্বংস করে।
তবে গবেষণায় বলা হয়েছে, চিকিৎসা শুরু হওয়ার পর অন্যান্য ধরনে আক্রান্তদের মতো ভিবি ধরনে আক্রান্তদের শরীরেও রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হয়।
বার্তা সংস্থা এএফপিকে গবেষণাটির প্রধান লেখক অক্সফোর্ডের মহামারি বিশেষজ্ঞ ক্রিস উইম্যান্ট বলেন, এই নতুন ধরনে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
গবেষকেরা বলছেন, ৮০ ও ৯০-এর দশকে নেদারল্যান্ডসে নতুন ধরনটি ছড়ায়। তবে ২০১০ সালের পর এই ধরনে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করে।
গবেষণা দলের সদস্য ক্রিস্টোফ ফ্রেজার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের গবেষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনার গুরুত্বের ওপর জোর দেয়। এইচআইভির ঝুঁকিতে থাকা ব্যক্তিদের রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা করাতে হবে। তারপরে অবিলম্বে চিকিৎসা করা হবে।’
এই গবেষণা থেকে বোঝা যায় যে ভাইরাসগুলো আরও ভাইরাল হয়ে উঠতে পারে। সম্প্রতি করোনার ক্ষেত্রেও এমন উদাহরণ পাওয়া গেছে। করোনার অতিসংক্রামক ডেলটার ভাইরাল ক্ষমতা অন্যান্য ধরনের চেয়ে বেশি ছিল।
গবেষকেরা জানান, ১০৯ জনের মধ্যে ভিবি ধরন পাওয়া গেছে, যাঁদের মধ্যে মাত্র চারজন ছিলেন নেদারল্যান্ডসের বাইরের। তবে তাঁরা পশ্চিম ইউরোপের।
এইচআইভি ভাইরাসের নতুন একটি ধরন পাওয়ার কথা জানিয়েছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। নেদারল্যান্ডসে এই ধরনটি পাওয়া গেছে। তবে আধুনিক চিকিৎসাব্যবস্থার কারণে এই ধরনে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন গবেষকেরা।
বিজ্ঞানভিত্তিক সাময়িকী সায়েন্সে এসংক্রান্ত একটি গবেষণা প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়, ভিবি নামে এইডসের নতুন ধরনে আক্রান্তদের রক্তে অন্যান্য ধরনে আক্রান্তদের চেয়ে ৩ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৫ গুণ বেশি ভাইরাস থাকে। এটি রোগ প্রতিরোধক্ষমতা দ্রুত ধ্বংস করে।
তবে গবেষণায় বলা হয়েছে, চিকিৎসা শুরু হওয়ার পর অন্যান্য ধরনে আক্রান্তদের মতো ভিবি ধরনে আক্রান্তদের শরীরেও রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হয়।
বার্তা সংস্থা এএফপিকে গবেষণাটির প্রধান লেখক অক্সফোর্ডের মহামারি বিশেষজ্ঞ ক্রিস উইম্যান্ট বলেন, এই নতুন ধরনে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
গবেষকেরা বলছেন, ৮০ ও ৯০-এর দশকে নেদারল্যান্ডসে নতুন ধরনটি ছড়ায়। তবে ২০১০ সালের পর এই ধরনে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করে।
গবেষণা দলের সদস্য ক্রিস্টোফ ফ্রেজার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের গবেষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনার গুরুত্বের ওপর জোর দেয়। এইচআইভির ঝুঁকিতে থাকা ব্যক্তিদের রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা করাতে হবে। তারপরে অবিলম্বে চিকিৎসা করা হবে।’
এই গবেষণা থেকে বোঝা যায় যে ভাইরাসগুলো আরও ভাইরাল হয়ে উঠতে পারে। সম্প্রতি করোনার ক্ষেত্রেও এমন উদাহরণ পাওয়া গেছে। করোনার অতিসংক্রামক ডেলটার ভাইরাল ক্ষমতা অন্যান্য ধরনের চেয়ে বেশি ছিল।
গবেষকেরা জানান, ১০৯ জনের মধ্যে ভিবি ধরন পাওয়া গেছে, যাঁদের মধ্যে মাত্র চারজন ছিলেন নেদারল্যান্ডসের বাইরের। তবে তাঁরা পশ্চিম ইউরোপের।
ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৩৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে আজ রোববার পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলো ৭৯ হাজার ৯৮৪ জন। মারা গেছে আরও আটজন।
১২ ঘণ্টা আগেএমন সময়ে এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হলো, যখন ইংল্যান্ডে একটি লক্ষ্যভিত্তিক ফুসফুস স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি চালু করা হয়েছে। এই কর্মসূচির লক্ষ্য ২০২৫ সালের মার্চের মধ্যে সম্ভাব্য ৪০ শতাংশ ব্যক্তিকে স্ক্রিনিং করা এবং ২০৩০ সালের মধ্যে সবাইকে এর আওতায় আনা।
২ দিন আগেসারা বিশ্বে হাম ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত বছর বিশ্বে ১০ লাখের বেশি মানুষ হামে আক্রান্ত হয়েছে। এই সংখ্যাটি ২০২২ সালের চেয়ে ২০ শতাংশ বেশি। বিশ্ব স্বাস্থ্য সংখ্যা (ডব্লিউএইচও) এবং ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর যৌথ গবেষণায় এই তথ্য জানা গেছে। হামের টিকা প্রদা
২ দিন আগেশীত এসে গেছে। এ ঋতুতে আবহাওয়া দীর্ঘ সময়ের জন্য বদলে যায়। ফলে এর প্রভাব পড়ে শরীরের ওপর। শীতের নেতিবাচক প্রভাব কমাতে শক্তিশালী করে তুলতে হবে রোগ প্রতিরোধক্ষমতা।
২ দিন আগে