শিপন মিয়া
পিউবারফনিয়া মূলত একটি কণ্ঠস্বরের রোগ। এটি অস্বাভাবিক কণ্ঠস্বর হিসেবেও পরিচিত। বয়ঃসন্ধিকালে ছেলে বা মেয়ে উভয়ের কণ্ঠস্বরের পরিবর্তন হয়ে থাকে। যখন এ স্বরের পরিবর্তন স্বাভাবিক শারীরিক পরিপক্বতার পরে আর সঞ্চারিত না হয়, তখন ওই ব্যক্তির কণ্ঠস্বর অস্বাভাবিক হয়ে যায়। এটি সাধারণত ১১ থেকে ১৫ বছর বয়সের মধ্যে শুরু হয়। ছেলেদের স্বর সাধারণত মেয়েদের মতো এবং মেয়েদের কণ্ঠস্বর শিশুদের মতোই থেকে যায়।
লক্ষণ
কারণ
সাধারণত পিউবারফনিয়া রোগীদের শারীরবৃত্তীয় কোনো অস্বাভাবিকতা লক্ষ করা যায় না। তবে, মানসিক কারণের ফলে বা আবেগময় কারণে এ রোগ হতে পারে। বর্তমান গবেষকেরা মনে করেন যে, কণ্ঠস্বর নিয়ন্ত্রণ করার প্রচেষ্টাও পিউবারফনিয়ার একটি কারণ হতে পারে। বয়ঃসন্ধিকালে যখন কণ্ঠস্বরের পরিবর্তন ঘটে, তখন অস্বস্তি বোধ থেকে অনেকেই আগের কণ্ঠ ধরে রাখতে চায়। আবার শিশু সুলভ কণ্ঠকে সামাজিকভাবে ‘অপরিপক্ব’ মনে করা হয়। তা ছাড়া কণ্ঠস্বরের অনুপযুক্ত ব্যবহার থেকে এটি হতে পারে। অনেক সময় গলার যে অংশ হতে স্বর বের হয় অর্থাৎ ভোকাল ফোল্ডের চারপাশের মাংসপেশির টানের কারণে পিউবারফনিয়া দেখা দিতে পারে।
প্রাদুর্ভাব
সাধারণত মেয়েদের তুলনায় ছেলেদের মধ্যে এটি বেশি দেখা যায়। কারণ, ল্যারেনজিয়াল বৃদ্ধি সাধারণত ছেলেদের মধ্যে ঘটতে দেখা যায়। বাংলাদেশে পিউবারফনিয়ার প্রাদুর্ভাব নিয়ে এখন পর্যন্ত তেমন কোনো গবেষণার তথ্য পাওয়া যায়নি।
ব্যক্তি থেকে ব্যক্তির পেশা, পরিবেশ, পরিবারের সদস্য এবং সামগ্রিক ব্যক্তিত্ব- সবকিছুর ওপর এ রোগের প্রভাব ব্যাপকভাবে দেখা যায়। পিউবারফনিয়ায় আক্রান্ত ব্যক্তিকে মানসিক, সামাজিক, পেশাদারি সম্পর্কসহ সব ক্ষেত্রে অসুবিধা ভোগ করতে হয়।
চিকিৎসা
পিউবারফনিয়ার চিকিৎসায় স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট সাধারণভাবে অন্যতম ভূমিকা পালন করেন। একজন দক্ষ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট ভয়েস থেরাপি প্রদান করে থাকেন। ভোকাল কর্ড অনুশীলনের মাধ্যমে একজন থেরাপিস্ট এই সেবা প্রদান করে থাকেন। সাধারণত ১-২ সপ্তাহ এই চিকিৎসাসেবা গ্রহণ করলে রোগীর সমস্যা সমাধান হয়ে থাকে।
লেখক: ইন্টার্ন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, বিএইচপিআই সিআরপি
পিউবারফনিয়া মূলত একটি কণ্ঠস্বরের রোগ। এটি অস্বাভাবিক কণ্ঠস্বর হিসেবেও পরিচিত। বয়ঃসন্ধিকালে ছেলে বা মেয়ে উভয়ের কণ্ঠস্বরের পরিবর্তন হয়ে থাকে। যখন এ স্বরের পরিবর্তন স্বাভাবিক শারীরিক পরিপক্বতার পরে আর সঞ্চারিত না হয়, তখন ওই ব্যক্তির কণ্ঠস্বর অস্বাভাবিক হয়ে যায়। এটি সাধারণত ১১ থেকে ১৫ বছর বয়সের মধ্যে শুরু হয়। ছেলেদের স্বর সাধারণত মেয়েদের মতো এবং মেয়েদের কণ্ঠস্বর শিশুদের মতোই থেকে যায়।
লক্ষণ
কারণ
সাধারণত পিউবারফনিয়া রোগীদের শারীরবৃত্তীয় কোনো অস্বাভাবিকতা লক্ষ করা যায় না। তবে, মানসিক কারণের ফলে বা আবেগময় কারণে এ রোগ হতে পারে। বর্তমান গবেষকেরা মনে করেন যে, কণ্ঠস্বর নিয়ন্ত্রণ করার প্রচেষ্টাও পিউবারফনিয়ার একটি কারণ হতে পারে। বয়ঃসন্ধিকালে যখন কণ্ঠস্বরের পরিবর্তন ঘটে, তখন অস্বস্তি বোধ থেকে অনেকেই আগের কণ্ঠ ধরে রাখতে চায়। আবার শিশু সুলভ কণ্ঠকে সামাজিকভাবে ‘অপরিপক্ব’ মনে করা হয়। তা ছাড়া কণ্ঠস্বরের অনুপযুক্ত ব্যবহার থেকে এটি হতে পারে। অনেক সময় গলার যে অংশ হতে স্বর বের হয় অর্থাৎ ভোকাল ফোল্ডের চারপাশের মাংসপেশির টানের কারণে পিউবারফনিয়া দেখা দিতে পারে।
প্রাদুর্ভাব
সাধারণত মেয়েদের তুলনায় ছেলেদের মধ্যে এটি বেশি দেখা যায়। কারণ, ল্যারেনজিয়াল বৃদ্ধি সাধারণত ছেলেদের মধ্যে ঘটতে দেখা যায়। বাংলাদেশে পিউবারফনিয়ার প্রাদুর্ভাব নিয়ে এখন পর্যন্ত তেমন কোনো গবেষণার তথ্য পাওয়া যায়নি।
ব্যক্তি থেকে ব্যক্তির পেশা, পরিবেশ, পরিবারের সদস্য এবং সামগ্রিক ব্যক্তিত্ব- সবকিছুর ওপর এ রোগের প্রভাব ব্যাপকভাবে দেখা যায়। পিউবারফনিয়ায় আক্রান্ত ব্যক্তিকে মানসিক, সামাজিক, পেশাদারি সম্পর্কসহ সব ক্ষেত্রে অসুবিধা ভোগ করতে হয়।
চিকিৎসা
পিউবারফনিয়ার চিকিৎসায় স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট সাধারণভাবে অন্যতম ভূমিকা পালন করেন। একজন দক্ষ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট ভয়েস থেরাপি প্রদান করে থাকেন। ভোকাল কর্ড অনুশীলনের মাধ্যমে একজন থেরাপিস্ট এই সেবা প্রদান করে থাকেন। সাধারণত ১-২ সপ্তাহ এই চিকিৎসাসেবা গ্রহণ করলে রোগীর সমস্যা সমাধান হয়ে থাকে।
লেখক: ইন্টার্ন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, বিএইচপিআই সিআরপি
পেস্তাবাদাম। পুরো পৃথিবীতে এই বাদাম বেশ জনপ্রিয়। দুবাইয়ে পেস্তাবাদামের চকলেট বারও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মিষ্টান্ন, আইসক্রিম, বিশেষ ডিশ সাজাতে পেস্তাবাদামের ব্যবহার বেড়েছে। খাবারের সৌন্দর্য আর পুষ্টি—দুটিরই পাওয়ারহাউস এই বাদাম। অল্প খেলেই পাওয়া যায় অনেক পুষ্টি।
১৫ ঘণ্টা আগেপুরুষদের জন্য নতুন এক জন্মনিয়ন্ত্রণ পিল তৈরি করেছেন বিজ্ঞানীরা। এটিতে কোনো হরমোন নেই। আরও সহজ করে বললে, এই ওষুধ খাওয়ার পর পুরুষের হরমোনে সেই অর্থে কোনো পরিবর্তন আসবে না। এর নাম ওয়াইসিটি-৫২৯। ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। বিজ্ঞান বিষয়ক সংবাদমাধ্যম সায়েন্স অ্যালার্টের প্রতিবেদন থেকে এ...
১৯ ঘণ্টা আগেএকসময়কার আভিজাত্যের প্রতীক সেই ভুঁড়িই এখন চিন্তার কারণ। ভারতে বাড়ছে স্থূলতা সমস্যা। আর আপাত নিরীহ সেই ভুঁড়িই হয়তো সবচেয়ে বড় বিপদ ডেকে আনছে। ২০২১ সালে ভারতে ১৮ কোটি মানুষ ছিলেন স্থূল বা অতিরিক্ত ওজনের। বিশ্বে স্থূল মানুষের সংখ্যার দিক থেকে ভারতের অবস্থা ছিল দ্বিতীয়।
২০ ঘণ্টা আগেবিশ্বজুড়ে প্রাপ্তবয়স্কদের মৃত্যুর বড় কারণ হার্ট অ্যাটাক ও স্ট্রোক। তবে সম্প্রতি ব্রিটিশ একদল গবেষক এমন এক ধরনের রক্ত পরীক্ষার পদ্ধতি আবিষ্কার করেছেন, যাতে আগেভাগেই জানা যাবে হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ হৃৎপিণ্ডসংক্রান্ত বিভিন্ন রোগের ঝুঁকি। আর এতে খরচ পড়বে মাত্র ৫ পাউন্ড স্টারলিং বা বাংলাদেশি মুদ্রায় প
২ দিন আগে