ডা. তাহমিদা খানম
বিয়ের পর দম্পতিরা স্বাভাবিকভাবে সন্তান কামনা করে থাকেন। বেশির ভাগ ক্ষেত্রে সুখী দাম্পত্য জীবনের অন্যতম নিয়ামক বিবেচিত হয় সন্তান। স্বাভাবিক উপায়ে সন্তান ধারণের ঘটনা না ঘটলে ছন্দে বাঁধা জীবনে তাল কেটে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে পৃথিবীর প্রতি সাত জোড়া দম্পতির মধ্যে এক জোড়া দম্পতি বন্ধ্যত্বের শিকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, বিশ্বে বর্তমানে ৪০ থেকে ৬০ শতাংশ দম্পতির ক্ষেত্রে পুরুষের সমস্যার কারণে সন্তান ধারণ হয় না। পুরুষের বন্ধ্যত্বের কারণ, লক্ষণ ও নিরাময়ে করণীয়গুলো মিলিয়ে নিন:
পুরুষের বন্ধ্যত্বের কারণ
কমপক্ষে এক বছর সন্তান ধারণে সক্ষম নারী সঙ্গীর সঙ্গে নিয়মিত অসংরক্ষিত যৌনমিলন সত্ত্বেও নারী সঙ্গীটি গর্ভধারণে ব্যর্থ হলে সে পুরুষকে বন্ধ্য বলা যাবে। পুরুষের ফার্টিলিটি বা উর্বরতার কয়েকটি প্রভাবক রয়েছে। যেমন:
১. ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষত্বহীনতা
২. দুর্বল যৌনাকাঙ্ক্ষা
৩. শুক্রাণুজনিত সমস্যা। এর মধ্যে আছে—
৪. পুরুষ হরমোন বা টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কম থাকা।
এ কারণগুলো কোনো কোনো ক্ষেত্রে জন্মগত, জিনগত বা দীর্ঘমেয়াদি অসুখ ও এর চিকিৎসাজনিত ফল থেকে হতে পারে। আবার কখনো ব্যক্তিগত ক্ষতিকর জীবনাচরণ, যৌনরোগ, পেশাগত ও পরিবেশগত ঝুঁকি ইত্যাদি কারণেও হতে পারে। এ ধরনের গুরুত্বপূর্ণ কিছু কারণ হলো—
পুরুষের বন্ধ্যত্বের লক্ষণ
বন্ধ্যত্বে আক্রান্ত পুরুষের মধ্যে যে লক্ষণগুলো প্রকাশ পেতে পারে—
বন্ধ্যত্ব নিরাময়ে করণীয়
সঠিক কারণ নির্ণয় সাপেক্ষে পুরুষের বন্ধ্যত্বের অধিকাংশ সমস্যাই নিরাময়যোগ্য। বিভিন্ন ধরনের আধুনিক চিকিৎসার পাশাপাশি খাদ্যাভ্যাস ও জীবনযাপন পদ্ধতির সঠিক পরিমার্জন দরকার।
১. ওষুধ
বন্ধ্যত্ব চিকিৎসায় ওষুধের প্রয়োগ করা হয় মূলত হরমোনজনিত সমস্যার ক্ষেত্রে এবং পুরুষত্বহীনতা দূর করে শুক্রাণুর সংখ্যাকে প্রভাবিত করার জন্য। এ ছাড়া যৌননালির সংক্রমণের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়।
২. সার্জারি
পুরুষ প্রজননতন্ত্রের কিছু কিছু সমস্যায় সার্জারির মাধ্যমে বন্ধ্যত্বের চিকিৎসা করা হয়। এর মধ্যে ভ্যারিকোসিল অপারেশন, বন্ধ হয়ে যাওয়া ভাস ডিফারেন্স খুলে দেওয়া ইত্যাদি। এ ছাড়া সরাসরি অণ্ডকোষ থেকে শুক্রাণু সংগ্রহ করে প্রজননের সহায়ক বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করা যায়।
৩. সহায়ক প্রজনন পদ্ধতি
ডিম্বাণুকে যেসব পদ্ধতিতে মানবদেহের বাইরে নিষিক্ত করার ব্যবস্থা করা হয়, সে পদ্ধতিগুলোকে সহায়ক প্রজনন বলে। ইন-ভিট্রো-ফার্টিলাইজেশন, ইন্ট্রোসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন ইত্যাদি এ ধরনের চিকিৎসা পদ্ধতির অন্তর্গত।
৪. খাদ্যাভ্যাস ও জীবনাচরণ
উর্বরতা বৃদ্ধিকারী খাদ্য়পরিকল্পনা অনুসরণ পুরুষের বন্ধ্যত্ব প্রতিরোধ ও প্রতিকারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রতিদিন সুষম ও স্বাস্থ্যকর খাবার খেতে হবে। পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি, ফলিক অ্যাসিড, জিংক, সেলেনিয়াম-সমৃদ্ধ খাবার, যেমন মাছ, মাংস, ডিম, দুধ ও দুধজাত খাবার, তাজা ও সবুজ শাকসবজি, ফল ইত্যাদি খাদ্যতালিকায় থাকতে হবে।
৫. ওজন নিয়ন্ত্রণে রাখাসহ নিয়মিত
শরীরচর্চার চেষ্টা করতে হবে। ধূমপান, অ্যালকোহল ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য় গ্রহণ বাদ দিতে হবে। উচ্চ তাপমাত্রার স্থানে দীর্ঘক্ষণ অবস্থান না করা, সামাজিকভাবে গ্রহণযোগ্য যৌন অভ্য়াস গড়ে তোলায় মনোযোগী হতে হবে।
ডা. তাহমিদা খানম, মেডিসিন বিশেষজ্ঞ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
ডাক্তারের পরামর্শ সম্পর্কিত আরও পড়ুন:
বিয়ের পর দম্পতিরা স্বাভাবিকভাবে সন্তান কামনা করে থাকেন। বেশির ভাগ ক্ষেত্রে সুখী দাম্পত্য জীবনের অন্যতম নিয়ামক বিবেচিত হয় সন্তান। স্বাভাবিক উপায়ে সন্তান ধারণের ঘটনা না ঘটলে ছন্দে বাঁধা জীবনে তাল কেটে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে পৃথিবীর প্রতি সাত জোড়া দম্পতির মধ্যে এক জোড়া দম্পতি বন্ধ্যত্বের শিকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, বিশ্বে বর্তমানে ৪০ থেকে ৬০ শতাংশ দম্পতির ক্ষেত্রে পুরুষের সমস্যার কারণে সন্তান ধারণ হয় না। পুরুষের বন্ধ্যত্বের কারণ, লক্ষণ ও নিরাময়ে করণীয়গুলো মিলিয়ে নিন:
পুরুষের বন্ধ্যত্বের কারণ
কমপক্ষে এক বছর সন্তান ধারণে সক্ষম নারী সঙ্গীর সঙ্গে নিয়মিত অসংরক্ষিত যৌনমিলন সত্ত্বেও নারী সঙ্গীটি গর্ভধারণে ব্যর্থ হলে সে পুরুষকে বন্ধ্য বলা যাবে। পুরুষের ফার্টিলিটি বা উর্বরতার কয়েকটি প্রভাবক রয়েছে। যেমন:
১. ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষত্বহীনতা
২. দুর্বল যৌনাকাঙ্ক্ষা
৩. শুক্রাণুজনিত সমস্যা। এর মধ্যে আছে—
৪. পুরুষ হরমোন বা টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কম থাকা।
এ কারণগুলো কোনো কোনো ক্ষেত্রে জন্মগত, জিনগত বা দীর্ঘমেয়াদি অসুখ ও এর চিকিৎসাজনিত ফল থেকে হতে পারে। আবার কখনো ব্যক্তিগত ক্ষতিকর জীবনাচরণ, যৌনরোগ, পেশাগত ও পরিবেশগত ঝুঁকি ইত্যাদি কারণেও হতে পারে। এ ধরনের গুরুত্বপূর্ণ কিছু কারণ হলো—
পুরুষের বন্ধ্যত্বের লক্ষণ
বন্ধ্যত্বে আক্রান্ত পুরুষের মধ্যে যে লক্ষণগুলো প্রকাশ পেতে পারে—
বন্ধ্যত্ব নিরাময়ে করণীয়
সঠিক কারণ নির্ণয় সাপেক্ষে পুরুষের বন্ধ্যত্বের অধিকাংশ সমস্যাই নিরাময়যোগ্য। বিভিন্ন ধরনের আধুনিক চিকিৎসার পাশাপাশি খাদ্যাভ্যাস ও জীবনযাপন পদ্ধতির সঠিক পরিমার্জন দরকার।
১. ওষুধ
বন্ধ্যত্ব চিকিৎসায় ওষুধের প্রয়োগ করা হয় মূলত হরমোনজনিত সমস্যার ক্ষেত্রে এবং পুরুষত্বহীনতা দূর করে শুক্রাণুর সংখ্যাকে প্রভাবিত করার জন্য। এ ছাড়া যৌননালির সংক্রমণের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়।
২. সার্জারি
পুরুষ প্রজননতন্ত্রের কিছু কিছু সমস্যায় সার্জারির মাধ্যমে বন্ধ্যত্বের চিকিৎসা করা হয়। এর মধ্যে ভ্যারিকোসিল অপারেশন, বন্ধ হয়ে যাওয়া ভাস ডিফারেন্স খুলে দেওয়া ইত্যাদি। এ ছাড়া সরাসরি অণ্ডকোষ থেকে শুক্রাণু সংগ্রহ করে প্রজননের সহায়ক বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করা যায়।
৩. সহায়ক প্রজনন পদ্ধতি
ডিম্বাণুকে যেসব পদ্ধতিতে মানবদেহের বাইরে নিষিক্ত করার ব্যবস্থা করা হয়, সে পদ্ধতিগুলোকে সহায়ক প্রজনন বলে। ইন-ভিট্রো-ফার্টিলাইজেশন, ইন্ট্রোসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন ইত্যাদি এ ধরনের চিকিৎসা পদ্ধতির অন্তর্গত।
৪. খাদ্যাভ্যাস ও জীবনাচরণ
উর্বরতা বৃদ্ধিকারী খাদ্য়পরিকল্পনা অনুসরণ পুরুষের বন্ধ্যত্ব প্রতিরোধ ও প্রতিকারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রতিদিন সুষম ও স্বাস্থ্যকর খাবার খেতে হবে। পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি, ফলিক অ্যাসিড, জিংক, সেলেনিয়াম-সমৃদ্ধ খাবার, যেমন মাছ, মাংস, ডিম, দুধ ও দুধজাত খাবার, তাজা ও সবুজ শাকসবজি, ফল ইত্যাদি খাদ্যতালিকায় থাকতে হবে।
৫. ওজন নিয়ন্ত্রণে রাখাসহ নিয়মিত
শরীরচর্চার চেষ্টা করতে হবে। ধূমপান, অ্যালকোহল ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য় গ্রহণ বাদ দিতে হবে। উচ্চ তাপমাত্রার স্থানে দীর্ঘক্ষণ অবস্থান না করা, সামাজিকভাবে গ্রহণযোগ্য যৌন অভ্য়াস গড়ে তোলায় মনোযোগী হতে হবে।
ডা. তাহমিদা খানম, মেডিসিন বিশেষজ্ঞ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
ডাক্তারের পরামর্শ সম্পর্কিত আরও পড়ুন:
ব্যথা উপশম এবং প্রদাহ কমানোর জন্য প্রাকৃতিক প্রতিকারের কথা বলতে গেলে অ্যাসপিরিনের মতো ওভার-দ্য-কাউন্টার ওষুধের তুলনায় লবঙ্গ কম নয়। এটি কার্যকর বিকল্প হতে পারে বলে অনেকে মত দিচ্ছেন এখন। লবঙ্গ একটি ছোট্ট, কিন্তু শক্তিশালী মসলা। এটি শত শত বছর ধরে বিশ্বব্যাপী রান্নার কাজে...
১ দিন আগে৩-৪ মাস আগে থেকে আমার মাসিক চলাকালীন স্তনের পাশে প্রচণ্ড ব্যথা হয়। আমার বয়স ৩৩ বছর। এর আগে কখনো এমন সমস্যা হয়নি। আমার একটি সন্তান আছে। তার বয়স ৭ বছর। অর্থাৎ আমার ক্ষেত্রে ব্রেস্ট ফিডিংয়ের বিষয় নেই এখন। হঠাৎ করে ব্যথা হওয়ায় কী করব বুঝতে পারছি না...
১ দিন আগেকাঁধে ব্যথার অনেক কারণের মধ্যে অন্যতম রোটেটর কাফ সিনড্রোম। এর একটি অংশ হলো ফ্রোজেন শোল্ডার...
১ দিন আগেঅনেকের ধারণা, শুধু গরমকালে পানিশূন্যতা হয়। কিন্তু বাস্তবতা হলো, শীতকালেও ডিহাইড্রেশন বা শরীরে পানির অভাব হতে পারে। শীতের শুরুতে আমরা নানা শারীরিক সমস্যার মুখোমুখি হই, যেমন ত্বক বা চুলের সমস্যা এবং বিভিন্ন স্বাস্থ্যজনিত জটিলতা। এর মধ্যে অন্যতম পানিশূন্যতা, যা শীতকালে কম গুরুত্ব দেওয়া হয়।
১ দিন আগে