ডা. পূজা সাহা
প্রাচীনকালে দাঁতের কোনো সমস্যা হলে তার সমাধান ছিল অসুস্থ দাঁতটি উপড়ে ফেলা। আধুনিক এ সময়ে চিকিৎসাপদ্ধতিতে পরিবর্তন এসেছে। এখন চিন্তা করা হয় কীভাবে ওই আক্রান্ত দাঁতটি রাখা যায়। রুট ক্যানেল এ রকমই একটি আধুনিক চিকিৎসাপদ্ধতি।
রুট ক্যানেল হলো দাঁতের এমন একটি চিকিৎসা, যেখানে দাঁত না ফেলে দাঁতের আক্রান্ত পাল্প বা দন্তমজ্জা বের করে দাঁতকে সংরক্ষণ করে পুনরায় কর্মক্ষম করা হয়।
যেসব লক্ষণে রুট ক্যানেল
রুট ক্যানেল যেভাবে
প্রথমে ইনজেকশনের মাধ্যমে আক্রান্ত দাঁতের নার্ভকে সাময়িক অবশ বা অনুভূতিহীন করা হবে, যাতে চিকিৎসা চলাকালে রোগী কোনো ব্যথা না পায়। এরপর ওই দাঁতের মাঝে ছোট গর্ত করে আক্রান্ত দন্তমজ্জা বের করা হয়। উপযুক্ত পদ্ধতিতে দাঁতের ভেতরের সংক্রমণ পরিষ্কার করে বিশেষ ধরনের ওষুধ ও ড্রেসিং দিয়ে দাঁতটি পুরোপুরিভাবে সিল করে দেওয়া হয়। এরপর উপযুক্ত ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে দাঁতের গর্তটি ভরাট করে দেওয়া হয়।
এতে দাঁতের শক্তি কমে যায়। তাই অনেক ক্ষেত্রে দাঁতটি কর্মক্ষম রাখার জন্য রুট ক্যানেল করার পর ক্যাপ বা ক্রাউন করে দেওয়া হয়। তাতে দাঁত আগের মতো শক্তিশালী না হলেও ৮০ থেকে ৯০ শতাংশ শক্তিশালী ও কর্মক্ষম থাকে। পুরো প্রক্রিয়া কত দিনে শেষ হবে তা নির্ভর করে দাঁতটির অবস্থান ও অবস্থার ওপর। অনেক ক্ষেত্রে কয়েক দিনেও শেষ হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে অপেক্ষা করতে হয় পুরো একটি বছর!
রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতের সাধারণ দাঁতের তুলনায় একটু বেশি যত্ন নিতে হয়।
দাঁতের যত্নে যা করবেন
লেখক: ডেন্টাল সার্জন, সিকদার ডেন্টাল কেয়ার, ঢাকা
প্রাচীনকালে দাঁতের কোনো সমস্যা হলে তার সমাধান ছিল অসুস্থ দাঁতটি উপড়ে ফেলা। আধুনিক এ সময়ে চিকিৎসাপদ্ধতিতে পরিবর্তন এসেছে। এখন চিন্তা করা হয় কীভাবে ওই আক্রান্ত দাঁতটি রাখা যায়। রুট ক্যানেল এ রকমই একটি আধুনিক চিকিৎসাপদ্ধতি।
রুট ক্যানেল হলো দাঁতের এমন একটি চিকিৎসা, যেখানে দাঁত না ফেলে দাঁতের আক্রান্ত পাল্প বা দন্তমজ্জা বের করে দাঁতকে সংরক্ষণ করে পুনরায় কর্মক্ষম করা হয়।
যেসব লক্ষণে রুট ক্যানেল
রুট ক্যানেল যেভাবে
প্রথমে ইনজেকশনের মাধ্যমে আক্রান্ত দাঁতের নার্ভকে সাময়িক অবশ বা অনুভূতিহীন করা হবে, যাতে চিকিৎসা চলাকালে রোগী কোনো ব্যথা না পায়। এরপর ওই দাঁতের মাঝে ছোট গর্ত করে আক্রান্ত দন্তমজ্জা বের করা হয়। উপযুক্ত পদ্ধতিতে দাঁতের ভেতরের সংক্রমণ পরিষ্কার করে বিশেষ ধরনের ওষুধ ও ড্রেসিং দিয়ে দাঁতটি পুরোপুরিভাবে সিল করে দেওয়া হয়। এরপর উপযুক্ত ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে দাঁতের গর্তটি ভরাট করে দেওয়া হয়।
এতে দাঁতের শক্তি কমে যায়। তাই অনেক ক্ষেত্রে দাঁতটি কর্মক্ষম রাখার জন্য রুট ক্যানেল করার পর ক্যাপ বা ক্রাউন করে দেওয়া হয়। তাতে দাঁত আগের মতো শক্তিশালী না হলেও ৮০ থেকে ৯০ শতাংশ শক্তিশালী ও কর্মক্ষম থাকে। পুরো প্রক্রিয়া কত দিনে শেষ হবে তা নির্ভর করে দাঁতটির অবস্থান ও অবস্থার ওপর। অনেক ক্ষেত্রে কয়েক দিনেও শেষ হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে অপেক্ষা করতে হয় পুরো একটি বছর!
রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতের সাধারণ দাঁতের তুলনায় একটু বেশি যত্ন নিতে হয়।
দাঁতের যত্নে যা করবেন
লেখক: ডেন্টাল সার্জন, সিকদার ডেন্টাল কেয়ার, ঢাকা
সুস্থভাবে জীবনযাপন করার জন্য দেহের পুষ্টির চাহিদা মেটাতে হয়। সাধারণত পুষ্টির কথা ভাবলে মনে করি সবটুকুই আমার খাদ্য থেকেই অর্জন করি। তবে এই ধারণাটি ভুল বললেন বিজ্ঞানীরা। নতুন গবেষণায় বলা যায়, মানুষ কিছু পুষ্টি বায়ু থেকেও শোষণ করতে পারে!
৩ দিন আগেবিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে প্রভাবিত করে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। হৃদরোগ, স্ট্রোক, কিডনির ক্ষতি এবং দৃষ্টি শক্তিসহ বেশ কিছু গুরুতর স্বাস্থ্য সমস্যার প্রধান ঝুঁকির কারণ এটি। এই ধরনের ঝুঁকি কমানোর জন্য স্বাস্থ্যকর জীবনযাত্রা ও বিভিন্ন ধরনের ওষুধ সেবনের পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে সম্প্রতি যুক্তরাষ
৪ দিন আগেডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৩৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে আজ রোববার পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলো ৭৯ হাজার ৯৮৪ জন। মারা গেছে আরও আটজন।
৫ দিন আগেএমন সময়ে এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হলো, যখন ইংল্যান্ডে একটি লক্ষ্যভিত্তিক ফুসফুস স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি চালু করা হয়েছে। এই কর্মসূচির লক্ষ্য ২০২৫ সালের মার্চের মধ্যে সম্ভাব্য ৪০ শতাংশ ব্যক্তিকে স্ক্রিনিং করা এবং ২০৩০ সালের মধ্যে সবাইকে এর আওতায় আনা।
৬ দিন আগে