কোলন ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে অ্যান্টিবায়োটিকের ব্যবহার। বিশেষ করে ৫০ বছরের কম বয়সীদের ক্ষেত্রে এই ঝুঁকিতে বেশি। চিকিৎসাবিষয়ক সাময়িকী অ্যানালস অব অনকোলজিতে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
স্কটল্যান্ডের প্রাথমিক চিকিৎসাকেন্দ্র থেকে প্রাপ্ত ২০ লাখ মানুষের তথ্য–উপাত্তের মধ্যে ৮ হাজার মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এই আট হাজার মানুষের মধ্যে কোলন ক্যানসারে আক্রান্ত এবং আক্রান্ত নন এমন ব্যক্তি ছিলেন। গবেষণায় দেখা গেছে, যারা অ্যান্টিবায়োটিক বেশি ব্যবহার করেছেন তাঁদের মধ্যে কোলন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। যাদের বয়স ৫০ বয়সের কম তাঁদের কোলন ক্যানসারে ঝুঁকি প্রায় ৫০ শতাংশ বেশি। আর যাদের বয়স ৫০ বয়সের বেশি তাঁদের অ্যান্টিবায়োটিক ব্যবহারে কোলন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৯ শতাংশ বেশি।
অপেক্ষাকৃত কম বয়সের মানুষেরা অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে কোলনের প্রথম অংশে (ডানপাশে) ক্যানসারে ভোগেন। এ নিয়ে গবেষণা প্রতিবেদনের জ্যেষ্ঠ লেখক অ্যাবারডিন রয়্যাল ইনফার্মারির কর্মকর্তা ড. লেসলিয়ে স্যামুয়েল জানান, কোলনের ডানপাশে বেশি তরল থাকে এবং প্রাকৃতিক জীবাণুগুলো (মাইক্রোবিয়ম) সেখানে থাকে।
ড. লেসলিয়ে স্যামুয়েল বলেন, অ্যান্টিবায়োটিক ব্যবহার কারণে অল্প বয়স্কদের মধ্যে মাইক্রোবিয়মে পরিবর্তন হয় কি-না তা আমরা এখন অনুসন্ধান করতে চাই। এটি কোলনকে ক্যানসার সংবেদনশীল করে তোলে।
গবেষণাটি ইএসএমও ওয়ার্ল্ড কংগ্রেস অন গ্যাস্ট্রো–ইনটেস্টাইনাল ক্যানসার–২০২১ অধিবেশনে উপস্থাপন করেছেন ইউনিভার্সিটি অব অ্যাবারডিনের প্রফেসর সারাহ পেরোট। তিনি দাবি করেন, জাঙ্কফুড, অ্যালকোহল, চিনি মেশানো পানীয় কোলন ক্যানসারে আক্রান্ত হওয়ার পেছনে বড় ভূমিকা রাখে। কিন্তু আমাদের গবেষণা অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার ওপর জোর দিচ্ছে। বিশেষ করে শিশু এবং তরুণদের ঝুঁকি বিবেচনা করা হয়েছে।
এ নিয়ে ইতালির ওসপেদেল সান মার্তিনো হাসপাতালের প্রফেসর অ্যালবের্তো সোব্রেরো বলেন, ২০ থেকে ৪০ বছর বয়সীদের কোলন ক্যানসার নির্ণয় কঠিন হয়ে পড়ে। কারণ তাঁরা পরীক্ষা করাতেই দেরি করে ফেলেন। এখন চিকিৎসকদের বোঝা উচিত যে তরুণেরাও কোলন ক্যানসারে আক্রান্ত হতে পারে।
কোলন ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে অ্যান্টিবায়োটিকের ব্যবহার। বিশেষ করে ৫০ বছরের কম বয়সীদের ক্ষেত্রে এই ঝুঁকিতে বেশি। চিকিৎসাবিষয়ক সাময়িকী অ্যানালস অব অনকোলজিতে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
স্কটল্যান্ডের প্রাথমিক চিকিৎসাকেন্দ্র থেকে প্রাপ্ত ২০ লাখ মানুষের তথ্য–উপাত্তের মধ্যে ৮ হাজার মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এই আট হাজার মানুষের মধ্যে কোলন ক্যানসারে আক্রান্ত এবং আক্রান্ত নন এমন ব্যক্তি ছিলেন। গবেষণায় দেখা গেছে, যারা অ্যান্টিবায়োটিক বেশি ব্যবহার করেছেন তাঁদের মধ্যে কোলন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। যাদের বয়স ৫০ বয়সের কম তাঁদের কোলন ক্যানসারে ঝুঁকি প্রায় ৫০ শতাংশ বেশি। আর যাদের বয়স ৫০ বয়সের বেশি তাঁদের অ্যান্টিবায়োটিক ব্যবহারে কোলন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৯ শতাংশ বেশি।
অপেক্ষাকৃত কম বয়সের মানুষেরা অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে কোলনের প্রথম অংশে (ডানপাশে) ক্যানসারে ভোগেন। এ নিয়ে গবেষণা প্রতিবেদনের জ্যেষ্ঠ লেখক অ্যাবারডিন রয়্যাল ইনফার্মারির কর্মকর্তা ড. লেসলিয়ে স্যামুয়েল জানান, কোলনের ডানপাশে বেশি তরল থাকে এবং প্রাকৃতিক জীবাণুগুলো (মাইক্রোবিয়ম) সেখানে থাকে।
ড. লেসলিয়ে স্যামুয়েল বলেন, অ্যান্টিবায়োটিক ব্যবহার কারণে অল্প বয়স্কদের মধ্যে মাইক্রোবিয়মে পরিবর্তন হয় কি-না তা আমরা এখন অনুসন্ধান করতে চাই। এটি কোলনকে ক্যানসার সংবেদনশীল করে তোলে।
গবেষণাটি ইএসএমও ওয়ার্ল্ড কংগ্রেস অন গ্যাস্ট্রো–ইনটেস্টাইনাল ক্যানসার–২০২১ অধিবেশনে উপস্থাপন করেছেন ইউনিভার্সিটি অব অ্যাবারডিনের প্রফেসর সারাহ পেরোট। তিনি দাবি করেন, জাঙ্কফুড, অ্যালকোহল, চিনি মেশানো পানীয় কোলন ক্যানসারে আক্রান্ত হওয়ার পেছনে বড় ভূমিকা রাখে। কিন্তু আমাদের গবেষণা অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার ওপর জোর দিচ্ছে। বিশেষ করে শিশু এবং তরুণদের ঝুঁকি বিবেচনা করা হয়েছে।
এ নিয়ে ইতালির ওসপেদেল সান মার্তিনো হাসপাতালের প্রফেসর অ্যালবের্তো সোব্রেরো বলেন, ২০ থেকে ৪০ বছর বয়সীদের কোলন ক্যানসার নির্ণয় কঠিন হয়ে পড়ে। কারণ তাঁরা পরীক্ষা করাতেই দেরি করে ফেলেন। এখন চিকিৎসকদের বোঝা উচিত যে তরুণেরাও কোলন ক্যানসারে আক্রান্ত হতে পারে।
পেস্তাবাদাম। পুরো পৃথিবীতে এই বাদাম বেশ জনপ্রিয়। দুবাইয়ে পেস্তাবাদামের চকলেট বারও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মিষ্টান্ন, আইসক্রিম, বিশেষ ডিশ সাজাতে পেস্তাবাদামের ব্যবহার বেড়েছে। খাবারের সৌন্দর্য আর পুষ্টি—দুটিরই পাওয়ারহাউস এই বাদাম। অল্প খেলেই পাওয়া যায় অনেক পুষ্টি।
১৭ ঘণ্টা আগেপুরুষদের জন্য নতুন এক জন্মনিয়ন্ত্রণ পিল তৈরি করেছেন বিজ্ঞানীরা। এটিতে কোনো হরমোন নেই। আরও সহজ করে বললে, এই ওষুধ খাওয়ার পর পুরুষের হরমোনে সেই অর্থে কোনো পরিবর্তন আসবে না। এর নাম ওয়াইসিটি-৫২৯। ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। বিজ্ঞান বিষয়ক সংবাদমাধ্যম সায়েন্স অ্যালার্টের প্রতিবেদন থেকে এ...
২১ ঘণ্টা আগেএকসময়কার আভিজাত্যের প্রতীক সেই ভুঁড়িই এখন চিন্তার কারণ। ভারতে বাড়ছে স্থূলতা সমস্যা। আর আপাত নিরীহ সেই ভুঁড়িই হয়তো সবচেয়ে বড় বিপদ ডেকে আনছে। ২০২১ সালে ভারতে ১৮ কোটি মানুষ ছিলেন স্থূল বা অতিরিক্ত ওজনের। বিশ্বে স্থূল মানুষের সংখ্যার দিক থেকে ভারতের অবস্থা ছিল দ্বিতীয়।
১ দিন আগেবিশ্বজুড়ে প্রাপ্তবয়স্কদের মৃত্যুর বড় কারণ হার্ট অ্যাটাক ও স্ট্রোক। তবে সম্প্রতি ব্রিটিশ একদল গবেষক এমন এক ধরনের রক্ত পরীক্ষার পদ্ধতি আবিষ্কার করেছেন, যাতে আগেভাগেই জানা যাবে হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ হৃৎপিণ্ডসংক্রান্ত বিভিন্ন রোগের ঝুঁকি। আর এতে খরচ পড়বে মাত্র ৫ পাউন্ড স্টারলিং বা বাংলাদেশি মুদ্রায় প
২ দিন আগে