চশমা নিয়ে ভুল ধারণা

মো. আরমান বিন আজিজ
Thumbnail image

শিশুদের চশমা দরকার হলে কখনোই অবহেলা করবেন না। একজন চক্ষুবিশেষজ্ঞের পরামর্শে শিশুর জন্য চশমা নিন।

  • শাকসবজি ও ছোট মাছ খেলে চশমার পাওয়ার কম বাড়ে বা বাড়ে না, এটি ভুল ধারণা। চশমার পাওয়ার যা বাড়ার তা বাড়বেই। তবে শিশুর সামগ্রিক বিকাশ ও পুষ্টির জন্য শাকসবজি ও ছোট মাছের বিকল্প নেই। 
  • চশমা পরার সঙ্গে চশমার পাওয়ার বাড়া বা কমার কোনো সম্পর্ক নেই। তবে চিকিৎসক চশমা পরার পরামর্শ দিলে তা নিয়মিত পরাটাই জরুরি। 
  • একবার চশমা নিলে পাওয়ার বাড়তেই থাকে, এটিও ভুল ধারণা। চশমা নিন আর না-ই নিন, চোখের পাওয়ার যেটুকু বাড়ার তা বাড়বেই। 
  • ভুল চশমা পরলে চোখ ও মাথাব্যথার সঙ্গে চোখ থেকে পানিও পড়তে পারে। 
  • চশমা পরা বা না পরা নির্ভর করে নিজের ওপর। চশমা দিয়ে যদি দৃষ্টি ভালো হয়, তাহলে চশমা পরলে ভালো দেখবেন আর না পরলে দেখবেন না। পরুন আর না-ই পরুন, তাতে চোখ ‘খারাপ’ হয় না। তবে দৃষ্টিশক্তির পাশাপাশি আনুষঙ্গিক কিছু সমস্যা বেড়ে যেতে পারে। 
  • চশমার পাওয়ার বাড়লে মন খারাপ করার কিছু নেই, এটা জুতার মাপ বা সাইজ বাড়ার মতো বিষয়।


পরামর্শ দিয়েছেন: চক্ষুরোগ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সাবেক ফ্যাকাল্টি মেম্বার ও প্রশিক্ষক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ, কেন্দ্র, চট্টগ্রাম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত