Ajker Patrika

আলজেরিয়ায় দাবানলে ২৫ সেনাসদস্যসহ নিহত ৪২ 

আলজেরিয়ায় দাবানলে ২৫ সেনাসদস্যসহ নিহত ৪২ 

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় গ্রাম এবং বনাঞ্চলে দাবানলে ২৫ সেনাসদস্যসহ কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবউন একটি টুইট বার্তায় এমনটি জানিয়েছেন। 

জানা গেছে, গত সপ্তাহ থেকে ওই অঞ্চলে দাবানল শুরু হয়েছে। টুইট বার্তায় আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবউন বলেন, কাবিলি অঞ্চল থেকে সেনারা ১০০ জন বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। ওই অঞ্চলে যাযাবরেরা বাস করেন। 

এদিকে আলজেরিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত ১১ জন সেনা অগ্নিদগ্ধ হয়েছেন। 
 
এর আগে আলজেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, কমপক্ষে সাতজন বেসামরিক নাগরিক আগুনে পুড়ে মারা গেছেন। 

 গত সোমবার কাবিলি অঞ্চলের একাধিক অঞ্চলে দাবানলের তীব্রতা বৃদ্ধি পায়। পরে সেখানকার বাসিন্দাদের উদ্ধারের জন্য সেনা পাঠায় দেশটির সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে অবসরে পাঠিয়েছে সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত