Ajker Patrika

আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৪ 

আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৪ 

আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। দেশটির ফায়ার সার্ভিস বিভাগ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ বুধবার ভোর ৪টার দিকে আলজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর তামানসারেতে এই দুর্ঘটনা ঘটে। 

হতাহতের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, রাজধানী আলজিয়ার্স থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দক্ষিণের শহর তামানসারেতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় ভোর চারটার দিকে একটি বাস এবং একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সংঘর্ষের ফলে সব মিলিয়ে ৩৪ জন যাত্রী পুড়ে নিহত হয়েছেন। আহত অবস্থায় ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। 
 
আফ্রিকার অন্যান্য দেশগুলোর মতো আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনা অতি সাধারণ বিষয়। সরকারি হিসেব অনুসারে ২০২২ সালে আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৯০৭ জন মানুষ নিহত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত