অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ডেসমন্ড টুটু মারা গেছেন। নোবেলজয়ী এই কৃষ্ণাঙ্গ অধিকারকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা ৯০ বছর বয়সে আজ রোববার মারা যান বলে দেশটির সরকার জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১৯৯০-এর দশকের শেষ দিকে প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হন টুটু। গত কয়েক বছরে বেশ কয়েকবার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। প্রতিবারই ক্যানসার-সংক্রান্ত জটিলতার কারণেই তাঁকে হাসপাতালে যেতে হয়েছে।
আর্চবিশপ ডেসমন্ড টুটু আইপি ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও আর্চবিশপ কার্যালয়ের সমন্বয়ক ড. রামফেলা মামফেলের দেওয়া এক বিবৃতির মাধ্যমে এই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ডেসমন্ড টুটুর পরিবারের পক্ষে দেওয়া ওই বিবৃতিতে মামফেলে বলেন, ‘আজ সকালে কেপটাউনের ওয়েসিস ফ্রেইল কেয়ার সেন্টারে ৯০ বছর বয়সে তিনি মারা গেছেন।’
তবে বিবৃতিতে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
ডেসমন্ড টুটু ১৯৮৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। বর্ণবাদের বিরুদ্ধে তাঁর শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলনের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। এর এক দশক পর তিনি সেই শ্বেতাঙ্গ প্রশাসনের পতনের সাক্ষী হন এবং ট্রুথ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
ডেসমন্ড টুটুর প্রয়াণে শোক জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা।
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ডেসমন্ড টুটু মারা গেছেন। নোবেলজয়ী এই কৃষ্ণাঙ্গ অধিকারকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা ৯০ বছর বয়সে আজ রোববার মারা যান বলে দেশটির সরকার জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১৯৯০-এর দশকের শেষ দিকে প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হন টুটু। গত কয়েক বছরে বেশ কয়েকবার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। প্রতিবারই ক্যানসার-সংক্রান্ত জটিলতার কারণেই তাঁকে হাসপাতালে যেতে হয়েছে।
আর্চবিশপ ডেসমন্ড টুটু আইপি ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও আর্চবিশপ কার্যালয়ের সমন্বয়ক ড. রামফেলা মামফেলের দেওয়া এক বিবৃতির মাধ্যমে এই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ডেসমন্ড টুটুর পরিবারের পক্ষে দেওয়া ওই বিবৃতিতে মামফেলে বলেন, ‘আজ সকালে কেপটাউনের ওয়েসিস ফ্রেইল কেয়ার সেন্টারে ৯০ বছর বয়সে তিনি মারা গেছেন।’
তবে বিবৃতিতে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
ডেসমন্ড টুটু ১৯৮৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। বর্ণবাদের বিরুদ্ধে তাঁর শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলনের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। এর এক দশক পর তিনি সেই শ্বেতাঙ্গ প্রশাসনের পতনের সাক্ষী হন এবং ট্রুথ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
ডেসমন্ড টুটুর প্রয়াণে শোক জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যা আইসিসির ইতিহাসে একটি বিরল পদক্ষেপ।
৭ ঘণ্টা আগেযুক্তরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটির ওপর রহস্যজনক ড্রোন দেখা গেছে বলে জানিয়েছেন পেন্টাগনের কর্মকর্তারা। কিছু কিছু মহল এমনটাও বলছেন, অজানা উড়ন্ত বস্তুগুলো (ইউএফও) বহির্জাগতিক বা এলিয়েন টাইপ কিছু হতে পারে। এই ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ব্যবহার করে। সামরিক ঘাঁটির কাছাকাছি এমন
৭ ঘণ্টা আগেএকজনের বাড়ি ইউক্রেন, একজন যুক্তরাষ্ট্রের, জার্মানিরও আছেন একজন, অন্য দুজন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের। বাইকের হ্যান্ডেল ধরে শুধু রাস্তাই নয়, নিজেদের জীবনকেও নতুন করে আবিষ্কার করেছেন এই পাঁচ নারী।
৭ ঘণ্টা আগেদীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
৯ ঘণ্টা আগে