Ajker Patrika

প্রেসিডেন্টের ভাতিজার শত শত যৌনদৃশ্য ফাঁস, ওলট-পালট নিরক্ষীয় গিনির রাজনীতি

অভিযুক্ত বালতাসার অ্যাবাং এনগোঙ্গা। ছবি: বিবিসি
অভিযুক্ত বালতাসার অ্যাবাং এনগোঙ্গা। ছবি: বিবিসি

সেন্ট্রাল আফ্রিকার দেশ নিরক্ষীয় গিনির আর্থিক তদন্ত সংস্থার পরিচালক বালতাসার অ্যাবাং এনগোঙ্গাকে অনেকেই ‘বেলো’ নামেও ডাকেন। ইতালি এবং স্প্যানিশ ভাষায় মূলত সুপুরুষ ব্যক্তিদের নির্দেশ করতে এই ডাকনামটি ব্যবহার করা হয়।

রোববার বিবিসি জানিয়েছে, আর্থিক গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তা এনগোঙ্গার কয়েক শ যৌনদৃশ্য অনলাইনে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে তাঁর সঙ্গে সঙ্গমরত অবস্থায় দেশটির অনেক মন্ত্রী-এমপি, এমনকি প্রেসিডেন্টের অনেক ঘনিষ্ঠ আত্মীয়ের স্ত্রীদেরও দেখা গেছে। ভিডিওগুলোর বেশির ভাগই দেশটির অর্থ মন্ত্রণালয়, এনগোঙ্গার অফিস, সরকারি বাংলো এবং বিভিন্ন হোটেল কক্ষে ধারণ করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, চাঞ্চল্যকর এই ফাঁসের ঘটনাটি নিরক্ষীয় গিনি রাজনীতিকে ওলট-পালট করে দিতে পারে। বিষয়টি শেষ পর্যন্ত দেশটির রাজনৈতিক অভিজাতদের মধ্যে ক্ষমতার জন্য একটি বৃহত্তর লড়াইয়ের অংশ হতে পারে।

পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আত্মপ্রকাশ করার সম্ভাবনা ছিল এনগোঙ্গারও। কারণ তিনি দেশটির দীর্ঘদিনের শাসক তিওডোরো ওবিয়াং এনগুয়েমা এমবাসোগোর ভাতিজা। ৮২ বছর বয়সী এমবাসোগো ১৯৭৯ সাল থেকে প্রায় ৪৫ বছর ধরে গিনির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিবিসি জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে গিনির সামাজিক যোগাযোগমাধ্যমগুলো প্লাবিত হয়ে গেছে উচ্চপদস্থ কর্মকর্তাদের স্ত্রী, আত্মীয়-স্বজন সহ অসংখ্য নারীর সঙ্গে এনগোঙ্গার যৌনতার ভিডিওতে। এসব ভিডিও হতবাক করে দিয়েছে দেশটির সাধারণ মানুষকে। কিছু কিছু ভিডিও দেখে মনে হয়েছে, যৌনতায় অংশ নেওয়া নারী ভিডিও ধারণের বিষয়ে সচেতন ছিলেন।

ঘটনার জের ধরে নিরক্ষীয় গিনির আলোচনার কেন্দ্রে এখন এনগোঙ্গা। ইতিমধ্যে তাঁকে পাবলিক ফান্ড আত্মসাৎ এবং গোপনে বিদেশে অর্থপাচারের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থার প্রধানের দায়িত্ব থেকেও। তাঁকে কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফাঁস হওয়া ভিডিওতে প্রেসিডেন্টের এক আত্মীয়াকেও তাঁর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। এ ছাড়া পুলিশের এক শীর্ষ কর্মকর্তার স্ত্রী এবং ভ্রাতৃবধূর সঙ্গেও এনগোঙ্গাকে যৌন সম্পর্কে লিপ্ত হতে দেখা গেছে।

অনেকেই ধারণা করছেন, একটি রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই এনগোঙ্গার সেক্স টেপগুলো ফাঁস করে দেওয়া হয়েছে। কারণ এগুলো প্রেসিডেন্ট এমবাসোগোর উত্তরসূরি হিসাবে তাঁর সম্ভাবনাকে হ্রাস করে দেবে। এমবাসোগোর শাসন নিয়েও ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রেসিডেন্ট এমবাসোগোর ছেলে তেওডোরো ওবিয়াং ম্যাঙ্গু দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ধারণা করা হচ্ছে, সেক্স টেপ ফাঁসের ঘটনায় তাঁরও হাত থাকতে পারে। কারণ তিনি সম্ভবত প্রতিদ্বন্দ্বীদের নির্মূল করতে চাইছেন। যদিও ভিডিওগুলো অনলাইন থেকে সরাতে বিভিন্ন মাধ্যমকে নির্দেশ দিয়েছেন তিনি।

এনগোঙ্গার সেক্স টেপগুলো প্রাথমিকভাবে টেলিগ্রামে প্রচারিত হতে শুরু করেছিল। পরে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও এসব ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বর্তমানে ভিডিওগুলোর ছড়িয়ে পড়া থামাতে টেলিকম কোম্পানিগুলোকে কাজ করার নির্দেশ দিয়েছে দেশটির প্রশাসন।

সেক্স টেপ ফাঁস হওয়ার নেপথ্যে এনগোঙ্গার কোনো আর্থিক জালিয়াতি তদন্তের ঘটনা জড়িত আছে কি-না তা-ও খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে, মন্ত্রী বা মন্ত্রী-পত্নীরা এই ধরনের তদন্তের মুখে ছিলেন কি-না বোঝার চেষ্টা চলেছে। আবার এমনও হতে পারে, এসব তদন্তের জালে ফেলে নারীদের ব্ল্যাকমেল শয্যাসঙ্গী করেছেন এনগোঙ্গা।

টেপগুলো ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নিরক্ষীয় গিনির রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত রয়ে গেছে। ক্ষমতাকেন্দ্রিক অন্তর্দ্বন্দ্ব, দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো দেশটির নেতৃত্বের ওপর দীর্ঘ ছায়া ফেলেছে। গুটি কয়েক অভিজাত দীর্ঘকাল ধরে নিরক্ষীয় গিনির সম্পদ ভোগ করছে। যদিও দেশটির অধিকাংশ মানুষই চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে অবসরে পাঠিয়েছে সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত