Ajker Patrika

বিশ্বের প্রায় অর্ধেক মানুষ কথা বলে যে ১০টি ভাষায়

অনলাইন ডেস্ক
বিশ্বের প্রায় অর্ধেক মানুষ কথা বলে যে ১০টি ভাষায়

যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, কোন ভাষাগুলো সারা বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। জবাবে নির্দ্বিধায় হয়তো বলে দেবেন, ইংরেজি, বাংলা, আরবির নাম। তবে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহার হওয়া মাতৃভাষার তালিকায় এমন কিছু ভাষা রয়েছে, যেগুলো শুনলে হয়তো আপনি চমকে যাবেন। 

জার্মানির বাবেল ম্যাগাজিন বলছে, ১০টি ভাষা দিয়ে বিশ্বের প্রায় অর্ধেক মানুষ কথা বলে। 

বাবেল ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা মান্দারিন। চীনের এই ভাষায় ১৩০ কোটি মানুষ কথা বলে। সেই হিসাবে বিশ্বের প্রতি ছয়জনের মধ্যে একজন এই ভাষায় কথা বলে। এটি চীনের রাষ্ট্রভাষাও। 

মান্দারিনের পর বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়া ভাষা স্প্যানিশ। বিশ্বের প্রায় ৪৭ কোটি মানুষের মাতৃভাষা এটি। স্পেন ছাড়াও দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা ও যুক্তরাষ্ট্রের বিশাল অংশে রয়েছে এর ব্যবহার। 

স্প্যানিশ ভাষার পর সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়া মাতৃভাষা ইংরেজি। এটি বিশ্বের প্রায় ৩৭ কোটি মানুষের মাতৃভাষা। তবে ৯৭ কোটি ৮০ লাখের বেশি মানুষ দ্বিতীয় ভাষা হিসেবে এটি ব্যবহার করে। 

ইংরেজির পরই রয়েছে হিন্দির অবস্থান। ভারতে ২৩টি সরকারি ভাষা রয়েছে। এর মধ্যে একটি হিন্দি। প্রায় ৩৪ কোটি মানুষ এই ভাষায় কথা বলেন। এর সঙ্গে উর্দু ও পারস্য ভাষার মিল রয়েছে। 

সবচেয়ে বেশি ব্যবহৃত মাতৃভাষা মধ্যে পঞ্চম স্থানে রয়েছে আরবি। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কিছু দেশে এটি মাতৃভাষা হিসেবে ব্যবহৃত হয়। বিশ্বে আরবিতে কথা বলা মানুষের সংখ্যা প্রায় ৩২ কোটি। 

মাতৃভাষা হিসেবে ষষ্ঠ স্থানে রয়েছে পর্তুগিজ ভাষা। এই ভাষা মূলত ঔপনিবেশিক কারণে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়েছে। ব্রাজিল, অ্যাঙ্গোলা, মোজাম্বিক, কেপ ভার্দে, গিনি-বিসাও, সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে এবং ম্যাকাওর মতো দেশে এটি মাতৃভাষা হিসেবে ব্যবহৃত হয়। বিশ্বের প্রায় ২৩ কোট ২০ লাখ মানুষ একে মাতৃভাষা হিসেবে ব্যবহার করে। 

বিশ্বের অন্যতম বেশি ব্যবহৃত ভাষার মধ্যে রয়েছে বাংলা। এটি বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আন্দামান দ্বীপে ব্যবহৃত হয়। বিশ্বের প্রায় ২২ কোটি ৯০ লাখ মানুষের মাতৃভাষা বাংলা। 

জাতিসংঘের তালিকায় বিশ্বের সবচেয়ে কথিত ভাষার মধ্যে রয়েছে রুশ ভাষাও। বিশ্বের প্রায় ১৫ কোটি ৪০ লাখ মানুষ এই ভাষায় কথা বলেন। দস্তইয়েভস্কি, নাবোকভ, চেখভ, গোগল, তলস্তয় ও পুশকিনের মতো সাহিত্যিকেরা রুশ ভাষাতেই রচনা করেছেন কালজয়ী সব সাহিত্য। 

শীর্ষ ১০ মাতৃভাষার তালিকায় নবম অবস্থানে রয়েছে জাপানের ভাষার নাম। বিশ্বের প্রায় ১২ কোটি ৬০ লাখ মানুষ একে মাতৃভাষা হিসেবে ব্যবহার করে। জাপান ছাড়াও যুক্তরাষ্ট্র, ফিলিপাইন ও ব্রাজিলে জাপানের ভাষা ব্যবহার করা হয়। 

এ তালিকায় দশম স্থানে রয়েছে লহন্ডা ভাষা। পাকিস্তান ও ভারতের পাঞ্জাবের পশ্চিমাঞ্চলে এটি ব্যবহার হয়। একে মাতৃভাষা হিসেবে ব্যবহার করে বিশ্বের প্রায় ১১ কোটি ৮০ লাখ মানুষ। ব্রিটিশরা যখন চলে যায় তখন পাঞ্জাব দুই টুকরো হয়ে যায়। পরে লাখ লাখ লোক তাদের বাড়িঘর, ব্যবসা ও পরিবার পরিত্যাগ করে ব্রিটেনে চলে যায়। ব্রিটেনের পাশাপাশি বলিউডেও বেশ প্রভাব রয়েছে এই ভাষার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত