অনলাইন ডেস্ক
ইংরেজি নববর্ষের আগের দিন বুর্জ খলিফায় চোখ ধাঁধানো আতশবাজি দেখতে ভিড় করেন হাজার হাজার। এমনকি শুধু এই আতশবাজি দেখতেই অনেকে বিশ্বের নানা প্রান্ত থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভ্রমণ করেন।
খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এতদিন সবাই এই আতশবাজি বুর্জ পার্কে গিয়ে বিনা মূল্যেই উপভোগ করতে পারতেন। কিন্তু এখন আর ফ্রি থাকছে না। পর্যটকেরা তো বটেই, স্থানীয়দেরও এখন নিউ ইয়ার্স ইভের আতশবাজি দেখতে টিকিট কেটে ঢুকতে হবে।
বিশ্বের উচ্চতম এ ভবনে ইংরেজি নববর্ষের আগের দিনের আতশবাজির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকে ইমার প্রোপার্টিজ নামে একটি প্রতিষ্ঠান। সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইমারের নববর্ষের আগের দিনের উদ্যাপন সবার জন্য বিনা মূল্যে উপভোগের সুযোগ রয়েছে, তবে বুর্জ পার্কে বুর্জ খলিফার বিশ্ব–বিখ্যাত শো–এর সামনের সারির আসনে বসে অনন্য অভিজ্ঞতা পেতে হলে টিকিট কাটতে হবে।
প্রাপ্তবয়স্কদের টিকিটের দাম ধরা হয়েছে ৩০০ দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় ৯ হাজার টাকার কিছু বেশি, ৫ থেকে ১২ বছর বয়সীদের প্রবেশমূল্য ১৫০ দিরহাম বা সাড়ে ৪ হাজার টাকা। তবে পাঁচ বছরের কম বয়সী শিশুরা বিনা মূল্যেই পার্কে প্রবেশ করতে পারবে।
আগামী ১০ নভেম্বর থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান প্ল্যাটিনামলিস্টের ওয়েবসাইট থেকে টিকিট বিক্রি শুরু হবে। টিকিটধারীরা ২৬–৩০ ডিসেম্বরের মধ্যে দৈনিক বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত দুবাই মল, দুবাই হিলস মল এবং দুবাই ম্যারিনা মল থেকে ব্যাজ সংগ্রহ করতে পারবেন। বুর্জ পার্কে প্রবেশ এবং নির্দিষ্ট স্থান থেকে আতশবাজি দেখার জন্য অবশ্যই ব্যাজ সংগ্রহ করতে হবে।
টিকিটের সঙ্গে যা থাকছে
প্রতিটি টিকিটের বিপরীতে নির্ধারিত খাবারের স্টল থেকে একটি খাবার এবং দুটি পানীয় থাকছে। এ ছাড়া পার্কে বিভিন্ন ধরনের খাবারের ট্রাক, স্টল, লাইভ পারফরম্যান্স এবং অন্যান্য সুবিধা থাকবে। বুর্জ পার্কের দরজা খুলবে বিকেল ৪টায়।
সারা বিশ্বে লাখ লাখ মানুষ নির্দিষ্ট স্থানে গিয়ে এবং টেলিভিশনে নববর্ষ উদ্যাপন দেখে। মধ্যরাতের আতশবাজি ও শো উপভোগ করার জন্য ৩১ ডিসেম্বর বিকেল থেকেই হাজার হাজার মানুষ বুর্জ পার্কে প্রবেশ করতে শুরু করে।
ইংরেজি নববর্ষের আগের দিন বুর্জ খলিফায় চোখ ধাঁধানো আতশবাজি দেখতে ভিড় করেন হাজার হাজার। এমনকি শুধু এই আতশবাজি দেখতেই অনেকে বিশ্বের নানা প্রান্ত থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভ্রমণ করেন।
খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এতদিন সবাই এই আতশবাজি বুর্জ পার্কে গিয়ে বিনা মূল্যেই উপভোগ করতে পারতেন। কিন্তু এখন আর ফ্রি থাকছে না। পর্যটকেরা তো বটেই, স্থানীয়দেরও এখন নিউ ইয়ার্স ইভের আতশবাজি দেখতে টিকিট কেটে ঢুকতে হবে।
বিশ্বের উচ্চতম এ ভবনে ইংরেজি নববর্ষের আগের দিনের আতশবাজির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকে ইমার প্রোপার্টিজ নামে একটি প্রতিষ্ঠান। সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইমারের নববর্ষের আগের দিনের উদ্যাপন সবার জন্য বিনা মূল্যে উপভোগের সুযোগ রয়েছে, তবে বুর্জ পার্কে বুর্জ খলিফার বিশ্ব–বিখ্যাত শো–এর সামনের সারির আসনে বসে অনন্য অভিজ্ঞতা পেতে হলে টিকিট কাটতে হবে।
প্রাপ্তবয়স্কদের টিকিটের দাম ধরা হয়েছে ৩০০ দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় ৯ হাজার টাকার কিছু বেশি, ৫ থেকে ১২ বছর বয়সীদের প্রবেশমূল্য ১৫০ দিরহাম বা সাড়ে ৪ হাজার টাকা। তবে পাঁচ বছরের কম বয়সী শিশুরা বিনা মূল্যেই পার্কে প্রবেশ করতে পারবে।
আগামী ১০ নভেম্বর থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান প্ল্যাটিনামলিস্টের ওয়েবসাইট থেকে টিকিট বিক্রি শুরু হবে। টিকিটধারীরা ২৬–৩০ ডিসেম্বরের মধ্যে দৈনিক বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত দুবাই মল, দুবাই হিলস মল এবং দুবাই ম্যারিনা মল থেকে ব্যাজ সংগ্রহ করতে পারবেন। বুর্জ পার্কে প্রবেশ এবং নির্দিষ্ট স্থান থেকে আতশবাজি দেখার জন্য অবশ্যই ব্যাজ সংগ্রহ করতে হবে।
টিকিটের সঙ্গে যা থাকছে
প্রতিটি টিকিটের বিপরীতে নির্ধারিত খাবারের স্টল থেকে একটি খাবার এবং দুটি পানীয় থাকছে। এ ছাড়া পার্কে বিভিন্ন ধরনের খাবারের ট্রাক, স্টল, লাইভ পারফরম্যান্স এবং অন্যান্য সুবিধা থাকবে। বুর্জ পার্কের দরজা খুলবে বিকেল ৪টায়।
সারা বিশ্বে লাখ লাখ মানুষ নির্দিষ্ট স্থানে গিয়ে এবং টেলিভিশনে নববর্ষ উদ্যাপন দেখে। মধ্যরাতের আতশবাজি ও শো উপভোগ করার জন্য ৩১ ডিসেম্বর বিকেল থেকেই হাজার হাজার মানুষ বুর্জ পার্কে প্রবেশ করতে শুরু করে।
ডেনমার্কের অধীনে থাকা আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে আবারও যুক্তরাষ্ট্রের অংশ করার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় আজ বুধবার তিনি গ্রিনল্যান্ডের বাসিন্দাদের আরও ধনি বানিয়ে দেওয়ারও প্রলোভন দেখিয়েছেন। তবে ট্রাম্পের এমন প্রলোভনেও কোনো কাজ হয়নি। গ্রিনল্যান্ড
৩৮ মিনিট আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একটি চিঠি পেয়েছেন। যেখানে জেলেনস্কি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য আলোচনার টেবিলে বসতে আগ্রহ প্রকাশ করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে এসব কথা
১ ঘণ্টা আগে২০১৩ সালে বিশ্বের দীর্ঘতম চুম্বনের রেকর্ড গড়েছিলেন থাইল্যান্ডের এক্কাচাই ও লাকসানা তিরানারাত। কিন্তু প্রেমের এমন গৌরবজনক নজিরও তাঁদের এক ঘরে আটকে রাখতে পারেনি। বুধবার যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট তাঁদের বিচ্ছেদের খবর দিয়েছে।
২ ঘণ্টা আগেএকটি মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠানের কাছে পানামা খালের শেয়ার বিক্রি করছে চীনা প্রতিষ্ঠান সি কে হাচিসন হোল্ডিং। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, পানামা খালের প্রবেশমুখে দু’টি গুরুত্বপূর্ণ বন্দরের বেশির ভাগ শেয়ার ছিল হংকংভিত্তিক ওই প্রতিষ্ঠানের মালিকানায়। মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকরক নেতৃত্বাধীন একটি
২ ঘণ্টা আগে