Ajker Patrika

সমকামী বিয়েতে অনুমোদন দিল চিলির পার্লামেন্টের নিম্নকক্ষ

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ০৮: ৩৭
সমকামী বিয়েতে অনুমোদন দিল চিলির পার্লামেন্টের নিম্নকক্ষ

সমকামী বিয়েতে অনুমোদন দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ চিলির পার্লামেন্টের নিম্নকক্ষ। স্থানীয় সময় মঙ্গলবার বিলটি পাস হয়। এই বিলটি এখন চিলির সিনেটে পাঠানো হবে। সেখানে পাস হলেই সমকামী বিয়ে বৈধ হবে বলে গণ্য করা হবে চিলিতে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চিলির নিম্নকক্ষে সমকামী বিয়ের বৈধ করার পক্ষে ৯৭টি এবং বিপক্ষে ৩৫টি ভোট পড়ে। এরই মধ্যে চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা সমকামী বিয়ের পক্ষ থেকে তাঁর সমর্থনের কথা জানিয়েছে। 

 চিলির দীর্ঘকাল ধরে একটি রক্ষণশীল খ্যাতি রয়েছে। তবে সম্প্রতি সময়ে অনেক চিলিয়ান সমকামী বিয়েকে সমর্থন করতে দেখা যাচ্ছে। 

চিলিতে সমকামীদের মধ্যে ‘সিভিল ইউনিয়ন' বৈধ করা হয়। বিতর্কিত এই আইনের অনুমোদনের পর চিলিতে সমকামীদের মধ্যে ‘পার্টনারশিপ' বা যৌথ জীবন বৈধতা পেয়েছে। তবে এতে তাঁরা বিয়ে করা দম্পতিদের মতো সুবিধা ভোগ করতে পারেন না। 

 চিলির সিনেট সমকামী বিয়ের বৈধতার বিলটিতে অনুমোদন দেওয়ার পর এটি প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরার কাছে যাবে। তিনি স্বাক্ষর করলে ৯০ দিনের মধ্যে এটি প্রজ্ঞাপন আকারে আইনে পরিণত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আট মাসের পরিচয়, চার মাসে ‘বাগদান’

সৌদি রাষ্ট্রদূত নিয়ে ভিন্ন কথা বলছে মডেল মেঘনার পরিবার

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মেঘনার সহযোগী সমির, পুলিশের প্রতিবেদন

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত