Ajker Patrika

করোনায় বিশ্বে এক দিনে সাড়ে ৭ হাজারের বেশি মৃত্যু, শনাক্ত ৬ লাখ

আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১১: ৩৩
করোনায় বিশ্বে এক দিনে সাড়ে ৭ হাজারের বেশি মৃত্যু, শনাক্ত ৬ লাখ

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমেছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ৬২৮ জনের, যা আগের দিনের তুলনায় ৮১৬ জন কম। তবে মৃত্যু কমলেও গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৬ লাখ ১ হাজার ২১৮ জন, যা আগের দিনের তুলনায় ৩ হাজার ৬০১ জন বেশি। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৯৮ হাজার ১০৪ জনের। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১২১ জনের। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৮৩ লাখ ৯৭ হাজার ৪১৩ জনের এবং মারা গেছে ৭ লাখ ৮৯ হাজার ১২৯ জন। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৫১ জনের। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৩৭ হাজার ৩৭৪ জন। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছেন ৯২ লাখ ১৯ হাজার ৯১২ জন এবং মারা গেছেন ২ লাখ ৬০ হাজার ৩৩৫ জন। 

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৫ কোটি ৬৩ লাখ ২৫ হাজার ৭৯৯ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫১ লাখ ৪৬ হাজার ৬৭৯ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২৩ কোটি ১৫ লাখ ৩২ হাজার ২৫৯ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।      

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত