আগামী পাঁচ বছরের জন্য ঘর সাজাচ্ছেন ট্রাম্প। প্রশাসন সাজাতে একের পর এক দায়িত্বভার বণ্টন বুঝিয়ে দিচ্ছে বৈশ্বিক রাজনীতিতে প্রভাব বিস্তার করতে বেশ আটঘাট বেঁধেই নেমেছেন তিনি। আমেরিকার নিরাপত্তা পরিষদের ভার দিয়েছেন চীনের কট্টর সমালোচক মাইক ওয়াল্টজকে। তিনি আবার দীর্ঘ সময় ভারত–মার্কিন সম্পর্ক সামলানো ইন্ডিয়া ককাসেরও একজন।
বৈশ্বিক রাজনীতিতে চীনের আধিপত্য বিস্তার চেষ্টার তীব্র বিরোধিতা করেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণায়ও বারবার চীনের সমালোচনা করেছেন। আর তাঁর বিশ্বস্ত ওয়াল্টজও চীনের বিষয়ে নেতিবাচক মনোভাব পোষণ করেন। তাঁকে মার্কিন নিরাপত্তা পরিষদের দায়িত্ব দিয়ে ট্রাম্পও বিশ্বকে জানিয়ে দিলেন, চীনের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে তাঁর প্রশাসন।
এদিকে ইন্ডিয়া ককাস মাইক ওয়াল্টজের ট্রাম্প প্রশাসনে যুক্ত হওয়া ভারতের জন্য সুখবরই বলা যায়। ভারত–যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন ওয়াল্টজ। আর চীনের সঙ্গে ভারতের শীতল সম্পর্কও মার্কিন প্রশাসনের জন্য ইতিবাচক বিষয়।
মার্কিন সেনাবাহিনীর অভিজাত স্পেশাল ফোর্সেস ইউনিট গ্রিন বেরেটের সদস্য ছিলেন মাইক। অবসরপ্রাপ্ত এই কর্নেলের অভিজ্ঞতার বহর কাজে লাগাতে তাঁকে প্রশাসনে ভেড়ালেন ট্রাম্প।
প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্রনীতির কট্টর সমালোচক হিসেবেও পরিচিত ওয়াল্টজ। ইউক্রেন ইস্যুতেও ট্রাম্পের নীতির সঙ্গে তাঁর অবস্থানের মিল রয়েছে। ট্রাম্পের পররাষ্ট্রনীতির সঙ্গে তাঁর এই ভাবনার মিলও তাঁকে প্রশাসনে যুক্ত করতে ভূমিকা রেখেছে।
২০১৯ সাল থেকে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য এবং কংগ্রেসের সশস্ত্র পরিষেবা কমিটি, বিদেশ বিষয়ক কমিটি এবং গোয়েন্দা কমিটিতে কাজ করছেন ৫০ বছর বয়সী ওয়াল্টজ।
আগামী পাঁচ বছরের জন্য ঘর সাজাচ্ছেন ট্রাম্প। প্রশাসন সাজাতে একের পর এক দায়িত্বভার বণ্টন বুঝিয়ে দিচ্ছে বৈশ্বিক রাজনীতিতে প্রভাব বিস্তার করতে বেশ আটঘাট বেঁধেই নেমেছেন তিনি। আমেরিকার নিরাপত্তা পরিষদের ভার দিয়েছেন চীনের কট্টর সমালোচক মাইক ওয়াল্টজকে। তিনি আবার দীর্ঘ সময় ভারত–মার্কিন সম্পর্ক সামলানো ইন্ডিয়া ককাসেরও একজন।
বৈশ্বিক রাজনীতিতে চীনের আধিপত্য বিস্তার চেষ্টার তীব্র বিরোধিতা করেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণায়ও বারবার চীনের সমালোচনা করেছেন। আর তাঁর বিশ্বস্ত ওয়াল্টজও চীনের বিষয়ে নেতিবাচক মনোভাব পোষণ করেন। তাঁকে মার্কিন নিরাপত্তা পরিষদের দায়িত্ব দিয়ে ট্রাম্পও বিশ্বকে জানিয়ে দিলেন, চীনের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে তাঁর প্রশাসন।
এদিকে ইন্ডিয়া ককাস মাইক ওয়াল্টজের ট্রাম্প প্রশাসনে যুক্ত হওয়া ভারতের জন্য সুখবরই বলা যায়। ভারত–যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন ওয়াল্টজ। আর চীনের সঙ্গে ভারতের শীতল সম্পর্কও মার্কিন প্রশাসনের জন্য ইতিবাচক বিষয়।
মার্কিন সেনাবাহিনীর অভিজাত স্পেশাল ফোর্সেস ইউনিট গ্রিন বেরেটের সদস্য ছিলেন মাইক। অবসরপ্রাপ্ত এই কর্নেলের অভিজ্ঞতার বহর কাজে লাগাতে তাঁকে প্রশাসনে ভেড়ালেন ট্রাম্প।
প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্রনীতির কট্টর সমালোচক হিসেবেও পরিচিত ওয়াল্টজ। ইউক্রেন ইস্যুতেও ট্রাম্পের নীতির সঙ্গে তাঁর অবস্থানের মিল রয়েছে। ট্রাম্পের পররাষ্ট্রনীতির সঙ্গে তাঁর এই ভাবনার মিলও তাঁকে প্রশাসনে যুক্ত করতে ভূমিকা রেখেছে।
২০১৯ সাল থেকে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য এবং কংগ্রেসের সশস্ত্র পরিষেবা কমিটি, বিদেশ বিষয়ক কমিটি এবং গোয়েন্দা কমিটিতে কাজ করছেন ৫০ বছর বয়সী ওয়াল্টজ।
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে সারা বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়সহ বিভিন্ন দেশ গভীর শোক প্রকাশ করেছে। ভারত সরকার তাঁর প্রতি সম্মান জানিয়ে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিশ্বের উল্লেখযোগ্য প্রায় সকল রাষ্ট্র ও সরকার প্রধান তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন।
৭ ঘণ্টা আগেহাওয়াইয়ে ভ্রমণে গিয়ে মার্কিন সীমান্তরক্ষীদের হাতে দেহ তল্লাশি ও রাতভর আটকের শিকার হয়েছেন দুই জার্মান কিশোরী। পর্যাপ্ত সময়ের জন্য হোটেল বুকিং না থাকায় তাদের সন্দেহজনক মনে করে এই ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)।
৮ ঘণ্টা আগেপ্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় চার বছরের পুরোনো একটি মামলায় ভারতের প্রতিযোগিতা কমিশন তথা সিসিআই-এর সঙ্গে নিষ্পত্তিতে পৌঁছেছে। অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির বাজারে গুগল অনৈতিক ও প্রতিযোগিতাবিরোধী ব্যবসায়িক চর্চা করছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এই নিষ্পত্তি হয়েছে। গুগল,
৮ ঘণ্টা আগেভারতের সড়ক নিরাপত্তা সংকট অত্যন্ত ভয়াবহ। চলমান এই সমস্যা প্রতিদিন বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ২০২৩ সালে এই সংকট আরও তীব্র হয়েছে। জানা গেছে, সে বছর সড়ক দুর্ঘটনায় ভারতে ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর অর্থ প্রতিদিন ৪৭৪ জন বা প্রতি তিন মিনিটে প্রায় একজন মারা গেছেন।
৯ ঘণ্টা আগে