রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষা প্রধান নিহতের ঘটনায় উজবেক নাগরিক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫: ৫৬
রাশিয়ার পারমাণবিক, জীবাণু, রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর (এনবিসি) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ। ছবি: এএফপি

মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে জেনারেল ইগর কিরিলভ ও তাঁর সহকারী নিহতের ঘটনায় ২৯ বছর বয়সী একজন উজবেক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার বিবিসির এক প্রতিবেদনে রাশিয়ার নিরাপত্তা সংস্থার বরাতে এ তথ্য জানানো হয়।

রাশিয়ার পারমাণবিক, জীবাণু, রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর (এনবিসি) প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ। গতকাল মঙ্গলবার ভোরে একটি আবাসিক ভবনের বাইরে স্কুটারে লুকানো বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে মৃত্যু হয় তাঁর।

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) জনসংযোগ কেন্দ্র এক বিবৃতিতে জানায়, গ্রেপ্তার ২৯ বছর বয়সী উজবেক নাগরিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে অভিযুক্ত। এ কাজের জন্য তাঁকে ইউক্রেন থেকে নিয়োগ করা হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি।

রাষ্ট্রীয় মিডিয়া এজেন্সিগুলোর বরাতে রাশিয়ার নিরাপত্তা সংস্থা জানায়, অভিযুক্ত উজবেক নাগরিককে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা নিয়োগ করেছিল। ইউক্রেনের গোয়েন্দা সংস্থাও হত্যার দায় স্বীকার করেছে বলে গতকাল মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে জানা যায়।

এফএসবি জানায়, কিরিলভকে হত্যার বিনিময়ে ওই সন্দেহভাজন ব্যক্তিকে ১ লাখ ডলার পুরস্কার এবং ইউরোপে আশ্রয়ের অনুমতি পাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে গ্রেপ্তার ব্যক্তির পরিচয় বিস্তারিত জানায়নি সংস্থাটি।

বিবৃতিতে এফএসবি আরও জানায়, হাতে তৈরি একটি বিস্ফোরক ডিভাইস তিনি বৈদ্যুতিক স্কুটারে স্থাপন করেন। কিরিলভের বাসস্থান ভবনের প্রবেশদ্বারে স্কুটারটি পার্ক করে রাখেন। এরপর একটি ক্যামেরা সেট করেন তিনি। পরে একটা গাড়ি ভাড়া করে ক্যামেরার মাধ্যমে তাঁর নির্দেশ দাতাদের লাইভ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছিলেন। কিরিলভ বাড়ি থেকে বের হলেই তিনি বিস্ফোরণ ঘটান।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম রাশিয়ার ভেতরে কোনো শীর্ষ কর্মকর্তা নিহত হলেন।

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এই ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করে ‘অবশ্যম্ভাবী প্রতিশোধের’ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘ইউক্রেনের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে এই হত্যার জন্য চড়া মূল্য দিতে হবে।’

গত সোমবার কিরিলভের বিরুদ্ধে ইউক্রেন অভিযোগ আনে, তিনি নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যাপকভাবে ব্যবহার করেছেন। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছিল। ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে ৫৪ বছর বয়সী কিরিলভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য।

ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ দাবি করেছেন, কিরিলভের নেতৃত্বে ইউক্রেনে ৪ হাজার ৮০০ বারেরও বেশি রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। তবে মস্কো এ দাবি অস্বীকার করেছে বারবারই।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদন থেকে জানা যায়, কোস্ট্রোমা হাইয়ার মিলিটারি কমান্ড স্কুল অব কেমিক্যাল ডিফেন্সে পড়াশোনা করেন কিরিলভ। রুশ সেনাবাহিনীতে রেডিয়েশন, রাসায়নিক এবং জৈব (বায়োলজিক্যাল) প্রতিরক্ষা বাহিনীর প্রধানের অধীন পরিচালক হিসেবে কাজ করেন। এরপর ২০১৭ সালের এপ্রিলে এই বাহিনীর প্রধান হিসেবে মনোনীত হন কিরিলভ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই: জনপ্রশাসনসচিব

বাংলাদেশের কাছে হেরে বিব্রতকর রেকর্ডে উইন্ডিজ

বিশ্ব ইজতেমার ময়দানে আসলে কী ঘটেছিল?

এসবি প্রধানসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি, এসপি পদে ১৯ জনের পদোন্নতি

গুমের সঙ্গে জড়িত ২০ সরকারি কর্মকর্তার পাসপোর্ট স্থগিত, দেশত্যাগে নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত