Ajker Patrika

করোনায় গড় আয়ু কমেছে ২ বছরের বেশি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৯: ২৫
করোনায় গড় আয়ু কমেছে ২ বছরের বেশি

করোনা মহামারির কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে আমেরিকার পুরুষদের গড় আয়ু কমেছে দুই বছরের বেশি। এ ছাড়া অধিকাংশ দেশে নারীদের তুলনায় পুরুষের গড় আয়ু কমেছে। আজ সোমবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। গবেষণা প্রতিবেদনটি আন্তর্জাতিক জার্নাল এপিডেমিওলজিতে প্রকাশিত হয়েছে। 

গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে আমেরিকা, চিলি ও ইউরোপের মোট ২৯টি দেশের মধ্যে ২২টি দেশের জনগণের গড় আয়ু কমে ৬ মাস। ২০২০ সালে ২৯টি দেশের মধ্যে গড় আয়ু কমেছে ২৭টি দেশের।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর কারণে অধিকাংশ দেশের গড় আয়ু কমেছে। এর মধ্যে আমেরিকাতে করোনায় মৃত্যুর অধিকাংশই ৬০ বছরের নিচে। কিন্তু ইউরোপে যারা মারা গেছেন তাদের অধিকাংশের বয়স ৬০ বছর বয়সের বেশি। 

গবেষক দলের সহকারী প্রধান ড. রিধি কাশ্যপ বলেন, আমাদের গবেষণায় দেখানো হয়েছে কিভাবে করোনা মহামারি একটি দেশের ওপর সরাসরি কতটুকু বিধ্বংসী প্রভাব ফেলেছে। এ ছাড়া অধিকাংশ দেশে নারীদের তুলনায় পুরুষের গড় আয়ু কমেছে। বিশেষ করে আমেরিকায় করোনার কারণে একটি উল্লেখযোগ্য সংখ্যক পুরুষের মৃত্যুর কারণে গড় আয়ু ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ২ বছরের বেশি কমেছে। 

কাশ্যপ আরও বলেন, বৈশ্বিকভাবে এই গবেষণার কলেবর আরও বাড়ানোর জন্য অনুন্নত ও উন্নয়নশীল দেশে করোনায় মৃতদের তথ্যগুলো প্রয়োজন। এই তথ্য পেলে বৈশ্বিকভাবে গড় আয়ুর ওপর করোনার প্রভাব সম্পর্কে জানা সম্ভব হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আট মাসের পরিচয়, চার মাসে ‘বাগদান’

সৌদি রাষ্ট্রদূত নিয়ে ভিন্ন কথা বলছে মডেল মেঘনার পরিবার

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মেঘনার সহযোগী সমির, পুলিশের প্রতিবেদন

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত