Ajker Patrika

চিলিতে দাবানলে ২৩ জনের প্রাণহানি

চিলিতে দাবানলে ২৩ জনের প্রাণহানি

চিলিতে ছড়িয়ে পড়েছে দাবানল। দেশটির নতুন আরেক অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। দাবানলে এ পর্যন্ত দেশটিতে ২৩ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অন্তত ৯৭৯ জন। আজ রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, অন্তত ১২টি বনাঞ্চলে আগুন ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিনির্বাপণ কর্মীরা আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত শনিবারের সর্বশেষ জরুরি আদেশটি আগে ঘোষিত বায়োবিও ও নুবল অঞ্চলের পাশাপাশি অ্যারাউকানিয়ার দক্ষিণাঞ্চলের জন্যও প্রযোজ্য হবে। 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেন, ‘আবহাওয়া পরিস্থিতির কারণে আগুন নিয়ন্ত্রণে আনা খুবই কঠিন হয়ে যাচ্ছে। অঞ্চলগুলো থেকে অন্তত ১১০০ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।’

দাবানলের আগুন নেভাতে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে চিলি। চিলির প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল বোরিক বলেন, ‘জরুরি পরিস্থিতি মোকাবিলায় বেশ কয়েকটি দেশকে এগিয়ে আসার অনুরোধ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত