Ajker Patrika

বিনা মূল্যের খাবার থেকে ঘুমের কক্ষ—মাইক্রোসফটের কর্মীরা যেসব সুবিধা পান

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২৩: ৩০
বিনা মূল্যের খাবার থেকে ঘুমের কক্ষ—মাইক্রোসফটের কর্মীরা যেসব সুবিধা পান

কর্মিবান্ধব নানা পরিষেবা ও সংস্কৃতির জন্য টেক জায়ান্ট মাইক্রোসফটের সুখ্যাতি রয়েছে। কর্মীদের জন্য চমৎকার ক্যাম্পাস, বিনা মূল্যের খাবার, ঘুমানোর কক্ষ, কাজ ও ব্যক্তিজীবনের মধ্যে ভারসাম্য এবং কর্মক্ষেত্রে নমনীয় পরিবেশ রয়েছে মাইক্রোসফটে। এ ধরনের সব সুবিধার কথা জানিয়ে সামাজিক প্ল্যাটফর্মে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।

মাইক্রোসফটের একজন সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রকৌশলী ভিডিওটি পোস্ট করেছেন। এই ভিডিওর চিত্রগ্রহণ করা হয়েছে হায়দরাবাদে কোম্পানির ৫৪ একরের বিশাল কমপ্লেক্সে। সেখানে মাইক্রোসফটের কর্মীরাই বলেন, তারা কী কী সুবিধা পাচ্ছেন।

মাইক্রোসফটের সদর দপ্তর।কর্মক্ষেত্রে প্রতি তলায় সার্বক্ষণিক খোলা রয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন স্বাদের খাবার। কফি বিরতির জন্য রয়েছে অনানুষ্ঠানিক বৈঠকের জায়গা। সেই সঙ্গে যেকোনো জায়গা থেকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে কর্মীদের। পুরো সপ্তাহ পরার মতো কোম্পানি থেকে দেওয়া হয় যথেষ্টসংখ্যক টি-শার্ট।

কর্মক্ষেত্রে ঘুমের কক্ষ, এআই থেকে শুরু করে গেমিংয়ের সুবিধা মিলিয়ে কাজ ও ব্যক্তিজীবনের ভারসাম্য বজায়ের জন্য প্রয়োজনীয় নানা সুবিধাই দেয় মাইক্রোসফট।

মাইক্রোসফট অফিসে ঘুমানোর কক্ষ।মাইক্রোসফটের ওয়েবসাইট অনুসারে, কোম্পানির কমপ্লেক্সে রয়েছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স ও ফার্মেসির সুবিধা। এ ছাড়া, ৮০০ আসনবিশিষ্ট অ্যাম্ফিথিয়েটার, ওয়াইফাই সংযোগসহ শীতাতপনিয়ন্ত্রিত বাস পরিষেবা, কর্মীদের জন্য ব্যাংকিং এবং এটিএম সুবিধা, প্রশিক্ষক ও সব আধুনিক সরঞ্জামসহ জিমনেশিয়াম রয়েছে কর্মীদের জন্য। পাশাপাশি রয়েছে ইয়োগা ও অ্যারোবিকস ক্লাসের সুবিধা।

পোস্ট করার পর থেকে এ পর্যন্ত ভিডিওটিতে লাইক রিঅ্যাকশন এসেছে ২০ হাজারে বেশি। মাইক্রোসফটও অনুমোদন করেছে ভিডিওটিকে। কমেন্ট করে কর্মীর পোস্টটিকে সাধুবাদ দিয়েছে মাইক্রোসফট।

এক ব্যক্তি কমেন্ট করেছেন, ‘আমরা যারা মাইক্রোসফটের কর্মী নই, তারা ঈর্ষান্বিত।’ মাইক্রোসফটের এক কর্মী মজা করে লিখেছেন, ‘আমরা মাইক্রোসফটের কর্মী বলেই অফিসে বসে রিলস বানানোর সময় আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আট মাসের পরিচয়, চার মাসে ‘বাগদান’

সৌদি রাষ্ট্রদূত নিয়ে ভিন্ন কথা বলছে মডেল মেঘনার পরিবার

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মেঘনার সহযোগী সমির, পুলিশের প্রতিবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত