অনলাইন ডেস্ক
ইউক্রেনে অবস্থিত ‘কুসুম ফার্মাসিউটিক্যালস’ নামে একটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে কিছু ভিডিও ও ছবি শেয়ার করে এমন অভিযোগ করে ভারতে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাস। ইউক্রেনীয় দূতাবাসের অভিযোগ, রাশিয়া ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ ভারতীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দূতাবাস এক বিবৃতিতে বলেছে, আজ একটি রুশ ক্ষেপণাস্ত্র ইউক্রেনে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানি ‘কুসুম ফার্মাসিউটিক্যালস’-এর গুদামে আঘাত হেনেছে। ভারতের সঙ্গে ‘বিশেষ বন্ধুত্ব’ রয়েছে, মস্কো এমন দাবি করলেও ইচ্ছাকৃতভাবে তারা ভারতীয় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। যার ফলে শিশু ও বয়স্কদের জন্য প্রয়োজনীয় ওষুধ ধ্বংস হয়ে গেছে।
অন্যদিকে ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিসও এ অভিযোগ করেছেন। তিনি জানান, রুশ হামলায় একটি বড় ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস হয়েছে। তবে তিনি বলেছেন, এই হামলা মিসাইল নয়, রাশিয়ান ড্রোন দ্বারা পরিচালিত হয়েছে।
এক্সের এক পোস্টে মার্টিন হ্যারিস বলেছেন, ‘আজ সকালে রুশ ড্রোন কিয়েভের একটি প্রধান ওষুধ কোম্পানির গুদাম সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। এখানে থাকা বয়স্ক ও শিশুদের প্রয়োজনীয় ওষুধের মজুত পুড়ে ছাই হয়ে গেছে। ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।’
মার্টিন হ্যারিস একটি ছবিও পোস্ট করেছেন, যেখানে গুদাম বলে মনে হওয়া কাঠামো থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে এবং পাশে একটি অগ্নিনির্বাপক গাড়িও দেখা গেছে।
ইউক্রেনে অবস্থিত ‘কুসুম ফার্মাসিউটিক্যালস’ নামে একটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে কিছু ভিডিও ও ছবি শেয়ার করে এমন অভিযোগ করে ভারতে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাস। ইউক্রেনীয় দূতাবাসের অভিযোগ, রাশিয়া ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ ভারতীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দূতাবাস এক বিবৃতিতে বলেছে, আজ একটি রুশ ক্ষেপণাস্ত্র ইউক্রেনে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানি ‘কুসুম ফার্মাসিউটিক্যালস’-এর গুদামে আঘাত হেনেছে। ভারতের সঙ্গে ‘বিশেষ বন্ধুত্ব’ রয়েছে, মস্কো এমন দাবি করলেও ইচ্ছাকৃতভাবে তারা ভারতীয় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। যার ফলে শিশু ও বয়স্কদের জন্য প্রয়োজনীয় ওষুধ ধ্বংস হয়ে গেছে।
অন্যদিকে ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিসও এ অভিযোগ করেছেন। তিনি জানান, রুশ হামলায় একটি বড় ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস হয়েছে। তবে তিনি বলেছেন, এই হামলা মিসাইল নয়, রাশিয়ান ড্রোন দ্বারা পরিচালিত হয়েছে।
এক্সের এক পোস্টে মার্টিন হ্যারিস বলেছেন, ‘আজ সকালে রুশ ড্রোন কিয়েভের একটি প্রধান ওষুধ কোম্পানির গুদাম সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। এখানে থাকা বয়স্ক ও শিশুদের প্রয়োজনীয় ওষুধের মজুত পুড়ে ছাই হয়ে গেছে। ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।’
মার্টিন হ্যারিস একটি ছবিও পোস্ট করেছেন, যেখানে গুদাম বলে মনে হওয়া কাঠামো থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে এবং পাশে একটি অগ্নিনির্বাপক গাড়িও দেখা গেছে।
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে সারা বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়সহ বিভিন্ন দেশ গভীর শোক প্রকাশ করেছে। ভারত সরকার তাঁর প্রতি সম্মান জানিয়ে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিশ্বের উল্লেখযোগ্য প্রায় সকল রাষ্ট্র ও সরকার প্রধান তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন।
৮ ঘণ্টা আগেহাওয়াইয়ে ভ্রমণে গিয়ে মার্কিন সীমান্তরক্ষীদের হাতে দেহ তল্লাশি ও রাতভর আটকের শিকার হয়েছেন দুই জার্মান কিশোরী। পর্যাপ্ত সময়ের জন্য হোটেল বুকিং না থাকায় তাদের সন্দেহজনক মনে করে এই ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)।
৯ ঘণ্টা আগেপ্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় চার বছরের পুরোনো একটি মামলায় ভারতের প্রতিযোগিতা কমিশন তথা সিসিআই-এর সঙ্গে নিষ্পত্তিতে পৌঁছেছে। অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির বাজারে গুগল অনৈতিক ও প্রতিযোগিতাবিরোধী ব্যবসায়িক চর্চা করছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এই নিষ্পত্তি হয়েছে। গুগল,
১০ ঘণ্টা আগেভারতের সড়ক নিরাপত্তা সংকট অত্যন্ত ভয়াবহ। চলমান এই সমস্যা প্রতিদিন বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ২০২৩ সালে এই সংকট আরও তীব্র হয়েছে। জানা গেছে, সে বছর সড়ক দুর্ঘটনায় ভারতে ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর অর্থ প্রতিদিন ৪৭৪ জন বা প্রতি তিন মিনিটে প্রায় একজন মারা গেছেন।
১০ ঘণ্টা আগে