Ajker Patrika

টোঙ্গায় ২ জনের করোনা শনাক্ত হওয়ায় লকডাউন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৩২
টোঙ্গায় ২ জনের করোনা শনাক্ত হওয়ায় লকডাউন

প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গায় দুইজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী সিওসি সোভালেনির বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

টোঙ্গার সিওসি সোভালেনি বলেন, রাজধানী নুকু'আলোফার বন্দরে দুজন করোনা রোগী শনাক্ত হয়েছে। টোঙ্গায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও সুনামির পর ওই বন্দর দিয়ে মানবিক সহায়তা আসছিল।

গতকাল মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে টোঙ্গার প্রধানমন্ত্রী সিওসি সোভালেনি জানান, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা থেকে টোঙ্গায় লকডাউন শুরু হবে। প্রতি ৪৮ ঘণ্টা পর পর পরিস্থিতি পর্যালোচনা করা হবে। তিনি বলেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের থামানো ও সংক্রমণ কমানো। কোনো নৌকাকে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যেতে দেওয়া হবে না। আর কোনো অভ্যন্তরীণ ফ্লাইট চলবে না।

গত অক্টোবরে টোঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

সম্প্রতি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর সুনামির ঘটনায় বিপর্যস্ত টোঙ্গা বর্তমানে বিদেশি মানবিক সহায়তার ওপর অনেক বেশি নির্ভরশীল। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশগুলো সেখানে পানীয় জল ও উদ্ধার সরঞ্জাম সরবরাহ করছে।

এর আগে টোঙ্গান কর্তৃপক্ষ তিন দিনের জন্য বিদেশি মানবিক সরবরাহগুলোকে বিচ্ছিন্ন অবস্থায় রেখে ভাইরাস ঠেকানোর ওপর জোর দিয়েছিল।

গত সপ্তাহে টোঙ্গায় অস্ট্রেলিয়ার ত্রাণবাহী জাহাজে ২৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়। ওই জাহাজে ৬০০ ক্রু সদস্য ছিলেন।

টোঙ্গার জনসংখ্যা ১ লাখ ৬ হাজার। এদের মধ্যে ৬০ শতাংশই টিকার পূর্ণ ডোজ নিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত