অনলাইন ডেস্ক
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং, টেক জায়ান্ট গুগল ও মাইক্রোসফট প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের জন্য ১০ লাখ ডলার করে অনুদান দিয়েছে। জ্বালানি কোম্পানি শেভরন, প্রযুক্তি কোম্পানি মেটা এবং অনলাইন রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবারও অনুদান দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বোয়িং বিবিসিকে জানিয়েছে, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে ১ মিলিয়ন ডলার অনুদান দেবে তারা। গুগল, মাইক্রোসফটও নিশ্চিত করেছে যে, তারা একই ধরনের অনুদান দিয়েছে। এ ছাড়া, তেল উৎপাদক প্রতিষ্ঠান শেভরন এবং প্রযুক্তি জায়ান্ট মেটা, অ্যামাজন, উবারও অনুদান দিয়েছে। ট্রাম্পের অভিষেক ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বোয়িং জানিয়েছে, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিষেক কমিটিগুলোর ক্ষেত্রে দুই দলের প্রতি সমর্থনের ঐতিহ্য বজায় রাখতে পেরে খুশি।’ প্রতিষ্ঠানটি আরও বলেছে, তারা গত তিনটি প্রেসিডেনশিয়াল অভিষেক তহবিলেও একই ধরনের অনুদান দিয়েছে।
সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে বোয়িংয়ের একাধিক বিমান নিরাপত্তা ও গুণগত মান সংকটে পড়েছে। প্রতিষ্ঠানটি তার হারানো ইমেজ পুনরুদ্ধার করতে কাজ করছে। এ ছাড়া, প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের ব্যক্তিগত রাষ্ট্রীয় বাহন এয়ার ফোর্স ওয়ান তৈরিতেও কাজ করছে। দুটি জেট বিমান আগামী বছরেই মাঠে নামবে বলে আশা করা হচ্ছে।
ট্রাম্প যখন প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হয়ে আসেন, তখন তিনি বোয়িংয়ের সঙ্গে প্রেসিডেন্টদের জন্য এয়ারফোর্স ওয়ান নির্মাণের চুক্তি পর্যালোচনা করতে বাধ্য করেন। কারণ ট্রাম্প মনে করেছিলেন, প্রথম চুক্তি অত্যন্ত ব্যয়বহুল ছিল।
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের জন্য অনুদান দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেটা ও অ্যামাজনের পর গুগল এই তালিকায় যুক্ত হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচার করবে। গুগলের গ্লোবাল হেড অব গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসি করণ ভাটিয়া বলেন, ‘গুগল ২০২৫ সালের অভিষেক অনুষ্ঠানে অনুদান দিতে পরে খুশি। আমরা এই অনুষ্ঠান ইউটিউবে ও আমাদের হোম পেজে সরাসরি সম্প্রচার করব।’
এদিকে, গাড়ি নির্মাতা কোম্পানি ফোর্ড, জেনারেল মোটরস, টয়োটাও ১ মিলিয়ন ডলার করে দান করেছে অভিষেক কমিটিতে। শেভরন নিশ্চিত করেছে, তারাও তহবিলটিতে দান করেছে, তবে কত দান করেছে তা জানাতে অস্বীকার করেছে।
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং, টেক জায়ান্ট গুগল ও মাইক্রোসফট প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের জন্য ১০ লাখ ডলার করে অনুদান দিয়েছে। জ্বালানি কোম্পানি শেভরন, প্রযুক্তি কোম্পানি মেটা এবং অনলাইন রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবারও অনুদান দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বোয়িং বিবিসিকে জানিয়েছে, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে ১ মিলিয়ন ডলার অনুদান দেবে তারা। গুগল, মাইক্রোসফটও নিশ্চিত করেছে যে, তারা একই ধরনের অনুদান দিয়েছে। এ ছাড়া, তেল উৎপাদক প্রতিষ্ঠান শেভরন এবং প্রযুক্তি জায়ান্ট মেটা, অ্যামাজন, উবারও অনুদান দিয়েছে। ট্রাম্পের অভিষেক ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বোয়িং জানিয়েছে, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিষেক কমিটিগুলোর ক্ষেত্রে দুই দলের প্রতি সমর্থনের ঐতিহ্য বজায় রাখতে পেরে খুশি।’ প্রতিষ্ঠানটি আরও বলেছে, তারা গত তিনটি প্রেসিডেনশিয়াল অভিষেক তহবিলেও একই ধরনের অনুদান দিয়েছে।
সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে বোয়িংয়ের একাধিক বিমান নিরাপত্তা ও গুণগত মান সংকটে পড়েছে। প্রতিষ্ঠানটি তার হারানো ইমেজ পুনরুদ্ধার করতে কাজ করছে। এ ছাড়া, প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের ব্যক্তিগত রাষ্ট্রীয় বাহন এয়ার ফোর্স ওয়ান তৈরিতেও কাজ করছে। দুটি জেট বিমান আগামী বছরেই মাঠে নামবে বলে আশা করা হচ্ছে।
ট্রাম্প যখন প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হয়ে আসেন, তখন তিনি বোয়িংয়ের সঙ্গে প্রেসিডেন্টদের জন্য এয়ারফোর্স ওয়ান নির্মাণের চুক্তি পর্যালোচনা করতে বাধ্য করেন। কারণ ট্রাম্প মনে করেছিলেন, প্রথম চুক্তি অত্যন্ত ব্যয়বহুল ছিল।
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের জন্য অনুদান দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেটা ও অ্যামাজনের পর গুগল এই তালিকায় যুক্ত হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচার করবে। গুগলের গ্লোবাল হেড অব গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসি করণ ভাটিয়া বলেন, ‘গুগল ২০২৫ সালের অভিষেক অনুষ্ঠানে অনুদান দিতে পরে খুশি। আমরা এই অনুষ্ঠান ইউটিউবে ও আমাদের হোম পেজে সরাসরি সম্প্রচার করব।’
এদিকে, গাড়ি নির্মাতা কোম্পানি ফোর্ড, জেনারেল মোটরস, টয়োটাও ১ মিলিয়ন ডলার করে দান করেছে অভিষেক কমিটিতে। শেভরন নিশ্চিত করেছে, তারাও তহবিলটিতে দান করেছে, তবে কত দান করেছে তা জানাতে অস্বীকার করেছে।
আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১৩ মিনিট আগেবিদায়ের আগে ৯ লাখের বেশি অভিবাসীর সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে বাইডেন প্রশাসন। এর ফলে ভেনেজুয়েলা, এল সালভাদর, ইউক্রেন ও সুদানের এই অভিবাসীরা আরও ১৮ মাস যুক্তরাষ্ট্রের থাকার ও কাজের নিশ্চয়তা পেলেন। আর মাত্র আট দিন পরই নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক। এমন সময়ে এই সিদ্ধান্তকে ‘কৌশলগত
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে বিপুলসংখ্যক ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বিখ্যাত হলিউড এলাকা হিসেবে পরিচিত এই এলাকার বাসিন্দাদের মধ্যে অনেকেই শোবিজ ইন্ডাস্ট্রির সেলিব্রিটি। বিপুল অর্থবিত্তের মানুষ এখানে বসবাস করেন।
১ ঘণ্টা আগেপ্যাসিফিক প্যালিসেইডস নামে পরিচিত এই অঞ্চলে জেমি লি কার্টিস ও বিলি ক্রিস্টালের মতো হলিউড তারকারা বাস করতেন। কিন্তু এখন আর কিছুই নেই এখানে। তদন্তকারীরা বলছেন, লস অ্যাঞ্জেলেসের পাহাড়বেষ্টিত পিয়েদ্রা মোরাদা ড্রাইভের একটি বাড়ির পেছন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এই বাড়ি ঘন জঙ্গলে ঘেরা একটি উপত্যকার ওপর অব
১ ঘণ্টা আগে