Ajker Patrika

এক্সিওসের প্রতিবেদন

হামাসকে দূরে রেখে লেবাননে যুদ্ধবিরতিতে আগ্রহী হিজবুল্লাহ, শিগগির চুক্তি

অনলাইন ডেস্ক
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৯: ৩৯
লেবাননে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়ছে একটি শহর থেকে। ছবি: আনাদোলু
লেবাননে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়ছে একটি শহর থেকে। ছবি: আনাদোলু

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, লেবাননে যুদ্ধবিরতি নিয়ে গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে দূরত্ব বজায় রাখার ইঙ্গিত দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই লেবাননে যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তি সম্পন্ন হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, লেবাননে হিজবুল্লাহর সঙ্গে একটি যুদ্ধবিরতি কার্যকর করার লক্ষ্যে এরই মধ্যে ইসরায়েলি মন্ত্রিসভা, সেনা কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই গাজাবাসীর সমর্থনে ইসরায়েলে সীমিত পরিসরে আক্রমণ চালানো শুরু করে। শুরুতেই হিজবুল্লাহ ঘোষণা দিয়েছিল, গাজায় ইসরায়েলি আগ্রাসন শেষ না হলে তারা ইসরায়েলে আক্রমণ বন্ধ করবে না। জবাবে ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো শুরু করে। সর্বশেষ, গত ২৭ সেপ্টেম্বর ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ নিহত হন।

এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দূত আমোস হচস্টেইনের ইসরায়েলে আসন্ন সফর ইঙ্গিত দেয় যে, নেতানিয়াহু চুক্তির দিকে এগিয়ে যাওয়ার বিষয়টি সমর্থন করছেন এবং হচস্টেইন ইসরায়েলে যাওয়ার আগে ইসরায়েলিরা যুদ্ধবিরতির বিষয়ে কী সিদ্ধান্ত নেয় তার অপেক্ষায় ছিলেন। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ওয়াল্লা’ জানিয়েছে, বাইডেনের দূত আমোস হচস্টেইন ও ব্রেট ম্যাকগার্ক আজ বৃহস্পতিবার ইসরায়েল সফর করবেন, যাতে লেবাননের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি চুক্তি সম্পন্ন করা যায়।

তবে ওয়াল্লার এই তথ্য কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে হিজবুল্লাহর রাজনৈতিক পরিষদের উপপ্রধান মাহমুদ কামাতি যে বক্তব্য দিয়েছেন তার বিরোধী। কামাতি বলেছেন, হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে কোনো প্রকল্প বা রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করেনি। তাঁর কথায়, হিজবুল্লাহর বর্তমান অগ্রাধিকার যুদ্ধক্ষেত্র। তিনি জোর দিয়ে বলেন, ‘যুদ্ধের মধ্যে হিজবুল্লাহ কোনো আলোচনা মেনে নেবে না...আগ্রাসন থামুক, তবেই আমরা সব রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত।’

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন জানিয়েছে, লেবাননে যুদ্ধ বন্ধে কূটনৈতিক মীমাংসার সুযোগ এখনো আছে এবং তারা এটি অর্জনে কাজ চালিয়ে যাবে।

এক্সিওস আরও জানিয়েছে, সম্ভাব্য এই যুদ্ধবিরতি চুক্তিতে প্রথমে ৬০ দিনের একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এই সময়ে হিজবুল্লাহ তাদের ভারী অস্ত্রশস্ত্র লিতানি নদীর উত্তরে সরিয়ে নেবে। এরপর শুরু হবে চূড়ান্ত যুদ্ধবিরতি। অন্তর্বর্তী যুদ্ধবিরতির সময়ে লেবাননের সেনাবাহিনী প্রায় ৮ হাজার সৈন্য ইসরায়েল সীমান্তে মোতায়েন করবে এবং এই সময়কালে ইসরায়েলি সেনাবাহিনী ধীরে ধীরে নিজ সীমান্তে ফিরে যাবে।

উল্লেখ্য, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এবং হিজবুল্লাহ যোদ্ধাদের তীব্র প্রতিরোধের কারণে তারা দীর্ঘ দূরত্বে অগ্রসর হতে ব্যর্থ হয়েছে। হিজবুল্লাহর মতে, এ মাসের শুরুতে স্থল অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত ৯০ জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত