অনলাইন ডেস্ক
কানাডা চলতি ২০২৫ সালের জন্য স্পনসর ভিসা স্থগিত করেছে। ফলে বাবা–মা এবং দাদা–দাদিদের স্থায়ী বাসিন্দা হিসেবে স্পনসর করার জন্য আর নতুন আবেদন গ্রহণ করা হবে না।
ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) ঘোষণা করেছে, ২০২৫ সালের পুরোটা সময়, তারা কেবল ২০২৪ সালে দাখিল করা বাবা–মা এবং দাদা-দাদিদের এই প্রোগ্রামের অধীনে ফ্যামিলি স্পনসরশিপ আবেদনগুলো প্রক্রিয়া করবে।
২০২৫ সালে সর্বোচ্চ ১৫ হাজার স্পনসরশিপ আবেদন প্রক্রিয়া করার পরিকল্পনা রয়েছে।
যেসব কানাডীয় নাগরিক এবং স্থায়ী বাসিন্দা তাঁদের বাবা–মা ও দাদা-দাদিদের কানাডায় দীর্ঘ সময় ধরে তাঁদের সঙ্গে থাকার জন্য আনতে চান, তাঁরা সুপার ভিসার মাধ্যমে আত্মীয়দের স্পনসর করতে পারেন। এটি তাঁদের আত্মীয়দের একসঙ্গে পাঁচ বছর পর্যন্ত কানাডায় থাকার অনুমতি দিতে পারে।
বাবা–মা ও দাদা–দাদিদের স্পনসর প্রোগ্রাম কী?
বাবা–মা ও দাদা–দাদিদের স্পনসর প্রোগ্রামের (পিজিপি) আওতায় কানাডীয় নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং নিবন্ধিত ভারতীয়দের তাঁদের বাবা–মা বা দাদা–দাদিদের কানাডার স্থায়ী বাসিন্দা হিসেবে স্পনসর করার অনুমতি দেওয়া হয়।
স্পনসরদের বিপুল আগ্রহের তুলনায় সীমিত সংস্থানের কারণ উল্লেখ করে পিজিপি একটি লটারি সিস্টেম ব্যবহার করে আবেদন করতে বলে। ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত আইআরসিসি ২০২০ সালের ইনটেক পিরিয়ডে ফর্ম জমা দেওয়া স্পনসরদের এই ব্যবস্থায় আবেদন করতে বলেছে।
স্পনসর স্থগিত কারণ কী?
আইআরসিসি ২০২৫ সালের জন্য স্থায়ী বাসিন্দা হওয়ার অনুমতি দেওয়ার লক্ষ্য ২০ শতাংশ কমিয়েছে। এই কাটছাঁটের একটি অংশ বাবা–মা এবং দাদা–দাদিদের প্রোগ্রামের অধীনে স্থায়ী বাসিন্দাদের জন্য বরাদ্দ কমানো। ২০২৫ সালের লক্ষ্য হচ্ছে, পিজিপি–এর মাধ্যমে স্পনসর করা ২৪ হাজার ৫০০ বিদেশি নাগরিককে স্থায়ী বাসিন্দা হওয়ার অনুমিত দেওয়া হবে।
২০২৩ সালে প্রকাশিত আগের ইমিগ্রেশন স্তরের পরিকল্পনায়, আইআরসিসি ২০২৪ সালের জন্য ৩২ হাজার এবং ২০২৫ সালের জন্য ৩৪ হাজার বিদেশিকে স্থায়ী বাসিন্দা হওয়ার অনুমতি দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল।
কানাডা চলতি ২০২৫ সালের জন্য স্পনসর ভিসা স্থগিত করেছে। ফলে বাবা–মা এবং দাদা–দাদিদের স্থায়ী বাসিন্দা হিসেবে স্পনসর করার জন্য আর নতুন আবেদন গ্রহণ করা হবে না।
ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) ঘোষণা করেছে, ২০২৫ সালের পুরোটা সময়, তারা কেবল ২০২৪ সালে দাখিল করা বাবা–মা এবং দাদা-দাদিদের এই প্রোগ্রামের অধীনে ফ্যামিলি স্পনসরশিপ আবেদনগুলো প্রক্রিয়া করবে।
২০২৫ সালে সর্বোচ্চ ১৫ হাজার স্পনসরশিপ আবেদন প্রক্রিয়া করার পরিকল্পনা রয়েছে।
যেসব কানাডীয় নাগরিক এবং স্থায়ী বাসিন্দা তাঁদের বাবা–মা ও দাদা-দাদিদের কানাডায় দীর্ঘ সময় ধরে তাঁদের সঙ্গে থাকার জন্য আনতে চান, তাঁরা সুপার ভিসার মাধ্যমে আত্মীয়দের স্পনসর করতে পারেন। এটি তাঁদের আত্মীয়দের একসঙ্গে পাঁচ বছর পর্যন্ত কানাডায় থাকার অনুমতি দিতে পারে।
বাবা–মা ও দাদা–দাদিদের স্পনসর প্রোগ্রাম কী?
বাবা–মা ও দাদা–দাদিদের স্পনসর প্রোগ্রামের (পিজিপি) আওতায় কানাডীয় নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং নিবন্ধিত ভারতীয়দের তাঁদের বাবা–মা বা দাদা–দাদিদের কানাডার স্থায়ী বাসিন্দা হিসেবে স্পনসর করার অনুমতি দেওয়া হয়।
স্পনসরদের বিপুল আগ্রহের তুলনায় সীমিত সংস্থানের কারণ উল্লেখ করে পিজিপি একটি লটারি সিস্টেম ব্যবহার করে আবেদন করতে বলে। ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত আইআরসিসি ২০২০ সালের ইনটেক পিরিয়ডে ফর্ম জমা দেওয়া স্পনসরদের এই ব্যবস্থায় আবেদন করতে বলেছে।
স্পনসর স্থগিত কারণ কী?
আইআরসিসি ২০২৫ সালের জন্য স্থায়ী বাসিন্দা হওয়ার অনুমতি দেওয়ার লক্ষ্য ২০ শতাংশ কমিয়েছে। এই কাটছাঁটের একটি অংশ বাবা–মা এবং দাদা–দাদিদের প্রোগ্রামের অধীনে স্থায়ী বাসিন্দাদের জন্য বরাদ্দ কমানো। ২০২৫ সালের লক্ষ্য হচ্ছে, পিজিপি–এর মাধ্যমে স্পনসর করা ২৪ হাজার ৫০০ বিদেশি নাগরিককে স্থায়ী বাসিন্দা হওয়ার অনুমিত দেওয়া হবে।
২০২৩ সালে প্রকাশিত আগের ইমিগ্রেশন স্তরের পরিকল্পনায়, আইআরসিসি ২০২৪ সালের জন্য ৩২ হাজার এবং ২০২৫ সালের জন্য ৩৪ হাজার বিদেশিকে স্থায়ী বাসিন্দা হওয়ার অনুমতি দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল।
২০১৮ সালে টানা ১৭ দিন নিজের মৃত শাবককে বহন করে ১ হাজার মাইলেরও বেশি পথ পাড়ি দিয়ে বিশ্বজুড়ে হৃদয় কেড়েছিল ‘তাহলিকোয়া’ নামে পরিচিতি পাওয়া এবং গবেষকদের কাছে ‘জে-৩৫’ হিসেবে চিহ্নিত একটি মা তিমি। দুঃখজনকভাবে সাউদার্ন রেসিডেন্ট সেই অর্কা তিমিটিকে আবারও একই রকম শোক প্রদর্শন করতে হয়েছে।
৯ ঘণ্টা আগেথাইল্যান্ডে ভুলবশত মারাত্মক মাদকের মিশ্রণ সেবন করার পর ব্যাংককের একটি হোটেলের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল রেবেকা টার্নারকে। তাই তাঁর পরিবার অবৈধ মাদক সেবন না করার জন্য অন্যদের পরামর্শ দিয়েছে।
১০ ঘণ্টা আগেআজ মঙ্গলবার নিউজউইক জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে জেটব্লু এয়ারলাইনসের একটি বিমানের ল্যান্ডিং গিয়ার থেকে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
১২ ঘণ্টা আগেগাজার মানুষকে সাহায্য ও কিছুটা স্বস্তি দেওয়ার জন্য যাঁরা সেখানে কাজ করছেন, তাঁরাও এখন ডুবে যাচ্ছেন হতাশার গভীরে। যেমন ওলগা শেরেভকো। জাতিসংঘের মানবিক সমন্বয় অফিসের একজন কর্মী হিসেবে গাজায় এখন পর্যন্ত তিনি চার বছর কাটিয়েছেন। এর মধ্যে তাঁর সর্বশেষ ছয় মাসই কেটেছে চলমান যুদ্ধের মধ্যে।
১৩ ঘণ্টা আগে