বিয়েবাড়িতে ভোজপুরি গান বাজানো নিয়ে বর-কনে পক্ষের মধ্যে তুমুল মারামারি। এ ঘটনায় কনের এক ভাই নিহত হয়েছেন, আহত আরও দুজন। এর মধ্যে বিয়ের আসর ছেড়ে পালিয়ে যান বর। পরে পুলিশ গিয়ে বরপক্ষের আটজনকে আটক করেছে।
ভারতের উত্তর প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
পুলিশের বরাতে এতে বলা হয়েছে—উত্তর প্রদেশের পাকৌলি লালা গ্রামের বাসিন্দা লালমোহন পাসোয়ানের মেয়ে সঞ্জনার সঙ্গে দেওরিয়ার যোগিয়া রুদ্রপুর গ্রামের রাহুলের বিয়ে ঠিক হয়। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে কনের বাড়িতে পৌঁছান বর এবং তাঁর পরিবারের লোকজন। সেখানে আচার হিসেবে ‘দ্বারপুজা’, ‘জয়মালা’ পালন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ দিন রাত ১০টা থেকে বর এবং কনের পরিবারের মধ্যে গন্ডগোল শুরু হয়। এর কেন্দ্রে ছিল ভোজপুরি গান। কনের পরিবার থেকে ভোজপুরি গান বাজানো বন্ধ করতে বলা হলেও বরের পরিবার এতে রাজি হয়নি।
এ নিয়ে তুমুল বাগ্বিতণ্ডা শুরু হলে কনের দুই ভাই অজয় পাসোয়ান, সত্যম পাসোয়ান এবং আত্মীয় রমা পাসোয়ানকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ ওঠে। পরে দ্রুত তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের গোরক্ষপুরের হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন মৃত্যু হয় অজয়ের। সত্যমের অবস্থাও আশঙ্কাজনক।
এ ঘটনা জানতে পেরে পুলিশ বিয়ে বাড়িতে গিয়ে বর এবং মূল অভিযুক্তদের পায়নি। তবে বরপক্ষের আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বিয়েবাড়িতে ভোজপুরি গান বাজানো নিয়ে বর-কনে পক্ষের মধ্যে তুমুল মারামারি। এ ঘটনায় কনের এক ভাই নিহত হয়েছেন, আহত আরও দুজন। এর মধ্যে বিয়ের আসর ছেড়ে পালিয়ে যান বর। পরে পুলিশ গিয়ে বরপক্ষের আটজনকে আটক করেছে।
ভারতের উত্তর প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
পুলিশের বরাতে এতে বলা হয়েছে—উত্তর প্রদেশের পাকৌলি লালা গ্রামের বাসিন্দা লালমোহন পাসোয়ানের মেয়ে সঞ্জনার সঙ্গে দেওরিয়ার যোগিয়া রুদ্রপুর গ্রামের রাহুলের বিয়ে ঠিক হয়। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে কনের বাড়িতে পৌঁছান বর এবং তাঁর পরিবারের লোকজন। সেখানে আচার হিসেবে ‘দ্বারপুজা’, ‘জয়মালা’ পালন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ দিন রাত ১০টা থেকে বর এবং কনের পরিবারের মধ্যে গন্ডগোল শুরু হয়। এর কেন্দ্রে ছিল ভোজপুরি গান। কনের পরিবার থেকে ভোজপুরি গান বাজানো বন্ধ করতে বলা হলেও বরের পরিবার এতে রাজি হয়নি।
এ নিয়ে তুমুল বাগ্বিতণ্ডা শুরু হলে কনের দুই ভাই অজয় পাসোয়ান, সত্যম পাসোয়ান এবং আত্মীয় রমা পাসোয়ানকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ ওঠে। পরে দ্রুত তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের গোরক্ষপুরের হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন মৃত্যু হয় অজয়ের। সত্যমের অবস্থাও আশঙ্কাজনক।
এ ঘটনা জানতে পেরে পুলিশ বিয়ে বাড়িতে গিয়ে বর এবং মূল অভিযুক্তদের পায়নি। তবে বরপক্ষের আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে সারা বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়সহ বিভিন্ন দেশ গভীর শোক প্রকাশ করেছে। ভারত সরকার তাঁর প্রতি সম্মান জানিয়ে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিশ্বের উল্লেখযোগ্য প্রায় সকল রাষ্ট্র ও সরকার প্রধান তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন।
৮ ঘণ্টা আগেহাওয়াইয়ে ভ্রমণে গিয়ে মার্কিন সীমান্তরক্ষীদের হাতে দেহ তল্লাশি ও রাতভর আটকের শিকার হয়েছেন দুই জার্মান কিশোরী। পর্যাপ্ত সময়ের জন্য হোটেল বুকিং না থাকায় তাদের সন্দেহজনক মনে করে এই ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)।
৯ ঘণ্টা আগেপ্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় চার বছরের পুরোনো একটি মামলায় ভারতের প্রতিযোগিতা কমিশন তথা সিসিআই-এর সঙ্গে নিষ্পত্তিতে পৌঁছেছে। অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির বাজারে গুগল অনৈতিক ও প্রতিযোগিতাবিরোধী ব্যবসায়িক চর্চা করছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এই নিষ্পত্তি হয়েছে। গুগল,
৯ ঘণ্টা আগেভারতের সড়ক নিরাপত্তা সংকট অত্যন্ত ভয়াবহ। চলমান এই সমস্যা প্রতিদিন বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ২০২৩ সালে এই সংকট আরও তীব্র হয়েছে। জানা গেছে, সে বছর সড়ক দুর্ঘটনায় ভারতে ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর অর্থ প্রতিদিন ৪৭৪ জন বা প্রতি তিন মিনিটে প্রায় একজন মারা গেছেন।
১০ ঘণ্টা আগে