অনলাইন ডেস্ক
সময়টা আজ থেকে ৪২ বছর আগে। চিলিতে তখন অগস্তো পিনোশের স্বৈরশাসন চলছে। সে সময় দেশটির এক মায়ের বুক খালি করে এক শিশুকে চুরি করে নিয়ে গিয়েছিল কেউ। অবশেষে সেই চুরি যাওয়া শিশু ৪২ বছর পর তাঁর মায়ের কাছে ফিরেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হারিয়ে যাওয়া সেই শিশু এখন ৪২ বছরের যুবক জিমি লিপার্ট। পেশায় আইনজীবী। বসবাস যুক্তরাষ্ট্রে। সম্প্রতি মায়ের খোঁজ পেয়ে কয়েক হাজার মাইল পাড়ি দিয়ে পৌঁছেছেন চিলিতে। পথে বিমানে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে একটি ভিডিও শেয়ার করেন।
ভিডিওতে জিমি বলেন, ‘তিনি (মা) আমার ব্যাপারে ভালো করে কিছু জানতেনও না। কারণ তারা (চোর) আমাকে নিয়ে গিয়েছিল। আমার মাকে বলা হয়েছিল, আমি মরে গেছি।’ জিমি আরও বলেন, ‘তিনি (মা) পরে আমার মরদেহ দেখতে চাইলে হাসপাতালের লোকজন বলেছিল, তারা আমার দেহ ফেলে দিয়েছে।’
জিমি লিপার্ট মায়ের ব্যাপারে আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমরা কখনোই একে অপরকে জড়িয়ে ধরিনি, কখনোই আলিঙ্গন করিনি।’
জিমি লিপার্টের মায়ের নাম মারিয়া অ্যাঞ্জেলিকা গঞ্জালেজ। তিনি চিলির রাজধানী সান্তিয়াগো থেকে ৭৪০ কিলোমিটার দূরের ভালদিভিয়া নামে একটি এলাকায় বসবাস করেন। লিপার্ট মায়ের খোঁজে সেখানেই যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা যায়, লিপার্ট এক হাতে ফুলের তোড়া নিয়ে মায়ের দিকে এগিয়ে যাচ্ছেন। একপর্যায়ে মাকে আলিঙ্গন করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন লিপার্ট।
জিমি লিপার্টের সঙ্গে তাঁর স্ত্রী ও দুই কন্যাও গিয়েছিলেন ভালদিভিয়ায়।
জিমি লিপার্টকে তাঁর মায়ের কাছে ফিরিয়ে দিতে সবচেয়ে বেশি সহায়তা করেছে মানুষের ডিএনএ ট্রেসিং নিয়ে কাজ করা প্রতিষ্ঠান মাই হেরিটেজ এবং চিলির বেসরকারি প্রতিষ্ঠান নস বোসকামোস। এই প্রতিষ্ঠান পিনোশের ১৭ বছরে স্বৈরশাসনের সময় যেসব শিশু বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহায়তা করে। উল্লেখ্য, চিলিতে অগস্তো পিনোশের স্বৈরশাসন শেষ হয় ১৯৯০ সালে।
নস বোসকামোসের প্রতিষ্ঠাতা কনস্ত্যাঞ্জা দেল রিও নিজেও পিনোশের শাসনামলে হারিয়ে গিয়েছিলেন। নিজের প্রকৃত বাবা-মাকে ফিরে না পেয়ে তিনি প্রতিষ্ঠানটি শুরু করেন। যাত্রার পর থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি চার শতাধিক মানুষকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে।
দেল রিও জিমি লিপার্টের মায়ের কাছে ফেরার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘এটি সেই স্বৈরশাসনের সময়ে হাজারো শিশু পাচারের ঘটনার মধ্যে একটি মাত্র। এসব শিশুকে মৃত বলে ঘোষণা করে ১০ থেকে ১৫ হাজার ডলারের বিনিময়ে বিক্রি করে দেওয়া হতো।’
সময়টা আজ থেকে ৪২ বছর আগে। চিলিতে তখন অগস্তো পিনোশের স্বৈরশাসন চলছে। সে সময় দেশটির এক মায়ের বুক খালি করে এক শিশুকে চুরি করে নিয়ে গিয়েছিল কেউ। অবশেষে সেই চুরি যাওয়া শিশু ৪২ বছর পর তাঁর মায়ের কাছে ফিরেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হারিয়ে যাওয়া সেই শিশু এখন ৪২ বছরের যুবক জিমি লিপার্ট। পেশায় আইনজীবী। বসবাস যুক্তরাষ্ট্রে। সম্প্রতি মায়ের খোঁজ পেয়ে কয়েক হাজার মাইল পাড়ি দিয়ে পৌঁছেছেন চিলিতে। পথে বিমানে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে একটি ভিডিও শেয়ার করেন।
ভিডিওতে জিমি বলেন, ‘তিনি (মা) আমার ব্যাপারে ভালো করে কিছু জানতেনও না। কারণ তারা (চোর) আমাকে নিয়ে গিয়েছিল। আমার মাকে বলা হয়েছিল, আমি মরে গেছি।’ জিমি আরও বলেন, ‘তিনি (মা) পরে আমার মরদেহ দেখতে চাইলে হাসপাতালের লোকজন বলেছিল, তারা আমার দেহ ফেলে দিয়েছে।’
জিমি লিপার্ট মায়ের ব্যাপারে আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমরা কখনোই একে অপরকে জড়িয়ে ধরিনি, কখনোই আলিঙ্গন করিনি।’
জিমি লিপার্টের মায়ের নাম মারিয়া অ্যাঞ্জেলিকা গঞ্জালেজ। তিনি চিলির রাজধানী সান্তিয়াগো থেকে ৭৪০ কিলোমিটার দূরের ভালদিভিয়া নামে একটি এলাকায় বসবাস করেন। লিপার্ট মায়ের খোঁজে সেখানেই যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা যায়, লিপার্ট এক হাতে ফুলের তোড়া নিয়ে মায়ের দিকে এগিয়ে যাচ্ছেন। একপর্যায়ে মাকে আলিঙ্গন করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন লিপার্ট।
জিমি লিপার্টের সঙ্গে তাঁর স্ত্রী ও দুই কন্যাও গিয়েছিলেন ভালদিভিয়ায়।
জিমি লিপার্টকে তাঁর মায়ের কাছে ফিরিয়ে দিতে সবচেয়ে বেশি সহায়তা করেছে মানুষের ডিএনএ ট্রেসিং নিয়ে কাজ করা প্রতিষ্ঠান মাই হেরিটেজ এবং চিলির বেসরকারি প্রতিষ্ঠান নস বোসকামোস। এই প্রতিষ্ঠান পিনোশের ১৭ বছরে স্বৈরশাসনের সময় যেসব শিশু বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহায়তা করে। উল্লেখ্য, চিলিতে অগস্তো পিনোশের স্বৈরশাসন শেষ হয় ১৯৯০ সালে।
নস বোসকামোসের প্রতিষ্ঠাতা কনস্ত্যাঞ্জা দেল রিও নিজেও পিনোশের শাসনামলে হারিয়ে গিয়েছিলেন। নিজের প্রকৃত বাবা-মাকে ফিরে না পেয়ে তিনি প্রতিষ্ঠানটি শুরু করেন। যাত্রার পর থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি চার শতাধিক মানুষকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে।
দেল রিও জিমি লিপার্টের মায়ের কাছে ফেরার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘এটি সেই স্বৈরশাসনের সময়ে হাজারো শিশু পাচারের ঘটনার মধ্যে একটি মাত্র। এসব শিশুকে মৃত বলে ঘোষণা করে ১০ থেকে ১৫ হাজার ডলারের বিনিময়ে বিক্রি করে দেওয়া হতো।’
ভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
১৮ মিনিট আগেমানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। গতকাল নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
২৪ মিনিট আগেআয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করায় বেনিয়ামিন নেতানিয়াহু আয়ারল্যান্ডে এলে তাকে গ্রেপ্তার করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি প
২ ঘণ্টা আগেনিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘মানবতার শত্রু’ বলে অবহিত করেছেন নেতানিয়াহু। হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত, মানবতাকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ সেটি মানবতার শত্রুতে পরিণত হয়েছে।
২ ঘণ্টা আগে