চলতি দশকের বড় হুমকি ডেঙ্গু: ডব্লিউএইচও

আজকের পত্রিকা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৯: ৫০
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১১: ০৩

চলতি দশকে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল, দক্ষিণ ইউরোপ ও আফ্রিকার নতুন অংশে ডেঙ্গু একটি বড় হুমকি হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচওর প্রধান বিজ্ঞানী এর কারণ হিসেবে বলেন, উষ্ণ তাপমাত্রায় এডিস মশার ডেঙ্গু সংক্রমণের সুযোগ বাড়ে। খবর রয়টার্সের।

এশিয়া ও লাতিন আমেরিকার বেশির ভাগ অঞ্চলে বেশ কয়েক বছর ধরে একধরনের আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু। এই রোগে প্রতিবছর আনুমানিক ২০ হাজার মানুষ মারা যায়। ২০০০ সাল থেকে চলতি সময় পর্যন্ত বিশ্বব্যাপী ডেঙ্গু ইতিমধ্যে আট গুণ হয়েছে। মূলত জলবায়ু পরিবর্তনের পাশাপাশি নগরায়ণের ফলে ক্রমবর্ধমান হারে বাড়ছে এই রোগ।

 গত বছর বিশ্বে ৪২ লাখ লোকের ডেঙ্গু হয়েছিল। চলতি বছর ডেঙ্গু সংক্রমণের সংখ্যা রেকর্ড করতে পারে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। ডেঙ্গুতে বাংলাদেশ এযাবৎকালের সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখছে এ বছর। ইতিমধ্যে ডেঙ্গুতে ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

গত মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সংক্রামক রোগ বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন জেরেমি ফারার। তিনি সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘ডেঙ্গু সম্পর্কে আমাদের আরও সক্রিয়ভাবে কথা বা প্রচার চালাতে হবে।’ তিনি আরও বলেন, অনেক বড় বড় শহর অতিরিক্ত ডেঙ্গু রোগীর চাপ কীভাবে মোকাবিলা করবে সে জন্য সত্যিকার অর্থে দেশগুলোকে প্রস্তুত করতে হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত