Ajker Patrika

ভারতে কর্মী নিয়োগ শুরু করেছে ইলন মাস্কের টেসলা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ০০
ইলন মাস্কের টেসলা ভারতে কর্মী নিয়োগ শুরু করেছে। ছবি: সংগৃহীত
ইলন মাস্কের টেসলা ভারতে কর্মী নিয়োগ শুরু করেছে। ছবি: সংগৃহীত

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা ভারতে কর্মী নিয়োগ শুরু করেছে। এই নিয়োগের বিষয়টি স্পষ্টতই ইঙ্গিত দেয় যে, কোম্পানিটি শিগগিরই ভারতের বাজারে প্রবেশের পরিকল্পনা করছে। এই নিয়োগের ঘোষণা এল এমন এক সময়, যখন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি গতকাল সোমবার লিংকডইনে ১৩টি পদের জন্য প্রার্থী চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। এসব পদের মধ্যে কাস্টমার সার্ভিস বা গ্রাহকসেবা ও ব্যাকএন্ড সংশ্লিষ্ট বিভিন্ন পদ উল্লেখযোগ্য।

বিজ্ঞপ্তি অনুসারে, সার্ভিস টেকনিশিয়ান ও বিভিন্ন উপদেষ্টার ভূমিকা সংবলিত পাঁচটি পদে মুম্বাই ও দিল্লি উভয় জায়গাতেই নিয়োগ দেওয়া হবে। আর কাস্টমার এনগেজমেন্ট ম্যানেজার এবং ডেলিভারি অপারেশনস স্পেশালিস্টের মতো কিছু পদের নিয়োগ শুধুমাত্র মুম্বাইয়ের জন্য করা হবে।

টেসলা এবং ভারত সরকারের মধ্যে কয়েক বছর ধরে আলোচনা চললেও উচ্চ শুল্কের কারণে কোম্পানিটি এত দিন দেশটিতে প্রবেশ করেনি। তবে ভারত সরকার সম্প্রতি ৪০ হাজার মার্কিন ডলারের বেশি মূল্যের বিলাসবহুল গাড়ির ওপর মৌলিক কাস্টমস শুল্ক ১১০ শতাংশ থেকে কমিয়ে ৭০ শতাংশ করেছে।

ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজার এখনো চীনের তুলনায় ছোট। তবে এটি টেসলার জন্য একটি সম্ভাব্য ক্ষেত্র হয়ে উঠতে পারে, বিশেষ করে, এমন সময়ে যখন কোম্পানিটি এক দশকের মধ্যে প্রথমবারের মতো বৈদ্যুতিক গাড়ির বার্ষিক বিক্রিতে পতনের সম্মুখীন হয়েছে। গত বছর ভারতে প্রায় ১ লাখ বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে, যেখানে চীনে এই সংখ্যা ছিল ১ কোটি ১০ লাখ।

টেসলার ভারতে প্রবেশের পরিকল্পনা এমন এক সময় সামনে এসেছে, যখন মোদি ওয়াশিংটনে ইলন মাস্ক এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের পর ট্রাম্প জানান, মোদি যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে আলোচনা শুরু করতে এবং মার্কিন সামরিক সরঞ্জাম কেনা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন, যার মধ্যে রয়েছে ভারতকে ভবিষ্যতে এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহের সম্ভাব্য পদক্ষেপ।

মাস্ক ট্রাম্পের প্রশাসনের গুরুত্বপূর্ণ সদস্য হলেও ট্রাম্প স্পষ্ট করেননি যে, মাস্ক মোদির সঙ্গে বেসরকারি কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে দেখা করেছেন, নাকি সরকারি কর্মকর্তা হিসেবে দেখা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত