ভারতের কর্ণাটক রাজ্যের বহিষ্কৃত বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে একটি অনুষ্ঠানে তিনি এমন বক্তব্য দিয়েছিলেন বলে অভিযোগ। তিন সপ্তাহের ব্যবধানে এটি তাঁর বিরুদ্ধে দ্বিতীয় বিদ্বেষমূলক বক্তব্যের মামলা।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি হিন্দু হিতরক্ষণা সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল যৌথভাবে আয়োজিত একটি সমাবেশ করে। সেখানে বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতা এবং এক হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে প্রতিবাদ জানানো হয়। ঈশ্বরাপ্পা সমাবেশে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
শিবমোগা পুলিশ ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা করেছে। এ বছর বিজেপি ঈশ্বরাপ্পাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে ছয় বছরের জন্য বহিষ্কার করে। এ বছর শিবমোগা লোকসভা আসন থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৩০ হাজার ভোট পান।
এর আগে গত ১৬ নভেম্বর তাঁর বিরুদ্ধে একটি মামলা হয়। অভিযোগ ছিল, ৭৬ বছর বয়সী সাবেক এই বিজেপি নেতা মুসলমানদের হুমকি দিয়েছেন এবং উসকানিমূলক মন্তব্য করেছেন। এই মন্তব্য তিনি ওয়াক্ফ বিতর্ক নিয়ে কংগ্রেস সরকারের বিরুদ্ধে আক্রমণের সময় করেছিলেন।
কর্ণাটকের সাবেক উপ-মুখ্যমন্ত্রী ঈশ্বরাপ্পা কর্ণাটক বিজেপি প্রধান বি ওয়াই বিজয়েন্দ্র এবং তাঁর বাবা প্রবীণ নেতা বি এস ইয়েদিয়ুরাপ্পার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, তাঁর ছেলে কেঈ কান্তেশকে হাভেরি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট দেওয়া হয়নি।
ইয়েদিয়ুরাপ্পা এবং প্রয়াত এইচ এন অনন্ত কুমারের সঙ্গে ঈশ্বরাপ্পা কর্ণাটকে বিজেপিকে তৃণমূল থেকে গড়ে তোলার কৃতিত্বের দাবিদার।
ভারতের কর্ণাটক রাজ্যের বহিষ্কৃত বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে একটি অনুষ্ঠানে তিনি এমন বক্তব্য দিয়েছিলেন বলে অভিযোগ। তিন সপ্তাহের ব্যবধানে এটি তাঁর বিরুদ্ধে দ্বিতীয় বিদ্বেষমূলক বক্তব্যের মামলা।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি হিন্দু হিতরক্ষণা সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল যৌথভাবে আয়োজিত একটি সমাবেশ করে। সেখানে বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতা এবং এক হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে প্রতিবাদ জানানো হয়। ঈশ্বরাপ্পা সমাবেশে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
শিবমোগা পুলিশ ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা করেছে। এ বছর বিজেপি ঈশ্বরাপ্পাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে ছয় বছরের জন্য বহিষ্কার করে। এ বছর শিবমোগা লোকসভা আসন থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৩০ হাজার ভোট পান।
এর আগে গত ১৬ নভেম্বর তাঁর বিরুদ্ধে একটি মামলা হয়। অভিযোগ ছিল, ৭৬ বছর বয়সী সাবেক এই বিজেপি নেতা মুসলমানদের হুমকি দিয়েছেন এবং উসকানিমূলক মন্তব্য করেছেন। এই মন্তব্য তিনি ওয়াক্ফ বিতর্ক নিয়ে কংগ্রেস সরকারের বিরুদ্ধে আক্রমণের সময় করেছিলেন।
কর্ণাটকের সাবেক উপ-মুখ্যমন্ত্রী ঈশ্বরাপ্পা কর্ণাটক বিজেপি প্রধান বি ওয়াই বিজয়েন্দ্র এবং তাঁর বাবা প্রবীণ নেতা বি এস ইয়েদিয়ুরাপ্পার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, তাঁর ছেলে কেঈ কান্তেশকে হাভেরি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট দেওয়া হয়নি।
ইয়েদিয়ুরাপ্পা এবং প্রয়াত এইচ এন অনন্ত কুমারের সঙ্গে ঈশ্বরাপ্পা কর্ণাটকে বিজেপিকে তৃণমূল থেকে গড়ে তোলার কৃতিত্বের দাবিদার।
প্রবল ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে চীনের রাজধানী বেইজিং ও দেশটির উত্তরাঞ্চল। গতকাল দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ৫০ কেজির কম ওজনের মানুষ ‘সহজে এই ঝড়ে উড়ে যেতে পারে’।
১০ ঘণ্টা আগেইউক্রেনে অবস্থিত ‘কুসুম ফার্মাসিউটিক্যালস’ নামে একটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে কিছু ভিডিও ও ছবি শেয়ার করে এমন অভিযোগ করে ভারতে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাস।
১১ ঘণ্টা আগেফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালানোয় দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সর্বস্তরের বাংলাদেশিরা। বাংলাদেশিদের এই বিক্ষোভ নিয়ে খবর প্রকাশ করেছে প্রভাবশালী ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। সেখানে নেতানিয়াহুর ছবিতে জুতা পেটানোর বিষয়টি মূল শিরোনামে উল্লেখ করা হয়েছে।
১২ ঘণ্টা আগেপ্রবল ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে চীনের রাজধানী বেইজিং ও দেশটির উত্তরাঞ্চল। ঝড়ের সঙ্গে বাতাসের কারণে রাজধানী বেইজিংয়ে বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। এ ছাড়া দেশটির উত্তরাঞ্চলের সঙ্গে স্থগিত করা হয়েছে ট্রেন চলাচল।
১৩ ঘণ্টা আগে