Ajker Patrika

ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক সুইডিশের মৃত্যুদণ্ড 

অনলাইন ডেস্ক
আপডেট : ০৪ মে ২০২২, ১৭: ৩৮
ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক সুইডিশের মৃত্যুদণ্ড 

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানি বংশোদ্ভূত সুইডিশ নাগরিকের মৃত্যুদণ্ড এই মাসেই কার্যকর করবে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আহমেদ রেজা জালালি নামের ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বুধবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ—এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

আইএসএনএ জানিয়েছে, আগামী ২১ মে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। পেশায় চিকিৎসক ও গবেষক আহমেদ রেজা জালালিকে ২০১৬ সালে ইরানে একাডেমিক সফরে এসে গ্রেপ্তার হয়েছিলেন। 

আহমেদ রেজা জালালির মৃত্যুদণ্ডের বিষয় নিয়ে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো কোনো মন্তব্য করেনি। 

এই ঘোষণাটি এমন সময়ে এল যখন ২০১৯ সালে সুইডেনে গ্রেপ্তার হওয়া ইরানের বিচার বিভাগের সাবেক কর্মকর্তা হামিদ নূরীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে সুইডেন। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। ১৯৮৮ সালে ইরানের কারাজের গোহারদশত কারাগারে সরকারি নির্দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজনৈতিক বন্দীদের হত্যায় নেতৃস্থানীয় ভূমিকা পালন করার অভিযোগ রয়েছে নূরীর বিরুদ্ধে। সুইডিশ আইনের অধীনে, দেশটির আদালত বিদেশে সংঘটিত আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে অপরাধের জন্য সুইডিশ এবং অন্যান্য নাগরিকদের বিচার করতে পারে। 

তবে নূরীর বিচারকার্যের বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করেছিল দেশটির আপত্তি জানাতে। ইরান জানিয়েছে, নূরীর বিরুদ্ধে যেসব সুইডিশ কৌঁসুলিরা যেসব অভিযোগ এনেছেন তা ভিত্তিহীন ও বানোয়াট। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত