ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়সহ ১০ সরকারি ওয়েবসাইটে সাইবার হামলা

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ২০: ১৪
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ২০: ৩৯
প্রতীকী ছবি

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় ও মিলানের দুটি বিমানবন্দরসহ অন্তত ১০টি সরকারি ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়ে সাময়িক সময়ের জন্য অচল হয়ে পড়েছে। আজ শনিবার দেশটির সাইবার সুরক্ষা সংস্থা জানিয়েছে, এই হামলার দায় স্বীকার করেছে নোনেম ০৫৭ (১৬) নামের একটি প্রো-রাশিয়ান হ্যাকার গ্রুপ।

আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, টেলিগ্রামে পাঠানো এক পোস্টে হ্যাকার গ্রুপটি লিখেছে, রুশবিরোধীরা তাদের প্রাপ্য সাইবার প্রতিক্রিয়া পেয়েছে।

সাইবার সুরক্ষা সংস্থার এক মুখপাত্র বলেন, এটি সম্ভবত ‘ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অব সার্ভিস’ (ডিডস) আক্রমণ, যেখানে অতিরিক্ত ডেটা ট্রাফিক পাঠিয়ে নেটওয়ার্ককে অচল করার চেষ্টা করা হয়। হামলার শিকার প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সহায়তা দেওয়া হয় এবং দুই ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

মিলানের লিনাতে ও মালপেনসা বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান এসইএর এক মুখপাত্র বলেন, সাইবার হামলার কারণে ফ্লাইট চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। যদিও বিমানবন্দরগুলোর ওয়েবসাইট অচল ছিল, তবে মোবাইল অ্যাপ স্বাভাবিকভাবে কাজ করেছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ লাখ ডলার পাচারের তথ্য না দিয়ে জরিমানা গুনল ব্র্যাক ব্যাংক

চীনের পর এবার ব্রহ্মপুত্রে বাঁধ দিতে চায় ভারতও, সংকটে পড়বে ভাটির বাস্তুতন্ত্র

‘৫৪ বছর আগের একটি সংবিধান আমাদের ভাবনাকে থামিয়ে দিবে—এটা মানতে রাজি না’

নিষিদ্ধ না হলে আ.লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই: সিইসি

জানি না ৩১ ডিসেম্বর ছাত্ররা কী ঘোষণা দেবে: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত