অনলাইন ডেস্ক
ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে একটি মানবিক উদ্যোগ নিয়ে নজির স্থাপন করল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশি এক নারীকে তাঁর প্রয়াত ভাইকে শেষবারের মতো দেখার ব্যবস্থা করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার গঙ্গুলাই গ্রামে আব্দুল খালিদ মণ্ডল নামে এক ব্যক্তি মারা যান। ওই ব্যক্তির বোন ও কিছু আত্মীয় বাংলাদেশ–ভারত সীমান্তবর্তী মেহেরপুর জেলার বুড়িপোতা গ্রামে বাস করেন।
মৃত ভাইয়ের মুখ শেষবার দেখার ইচ্ছা প্রকাশ করেন এপারে বসবাস করা বোন। এ বিষয়ে বিএসএফ এবং বিজিবির মধ্যে যোগাযোগ হয়। দুই বাহিনীর সমন্বয়ে ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে (জিরো লাইন) দেখা করার ব্যবস্থা করা হয়।
খালিদ মণ্ডলের বোন এবং পরিবারের অন্য সদস্যরা মুস্তাফাপুর সীমান্তে তাঁকে শেষবারের মতো দেখতে পান। এ সময় তাঁরা বিএসএফ ও বিজিবিকে এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।
সম্প্রতি বিভিন্ন কারণে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননার অভিযোগ ও সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের ঘটনায় ভারতে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। এর জেরে আগরতলায় বাংলাদেশি উপ–হাইকমিশনেও হামলার ঘটনা ঘটে। এ ছাড়া, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর সহিংসতা নিয়ে ভারতের অভিযোগ কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। এমন পরিস্থিতিতে বিজিবি–বিএসএফ এই মানবিক উদ্যোগ সীমান্তে বেশ সাড়া ফেলেছে।
ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে একটি মানবিক উদ্যোগ নিয়ে নজির স্থাপন করল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশি এক নারীকে তাঁর প্রয়াত ভাইকে শেষবারের মতো দেখার ব্যবস্থা করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার গঙ্গুলাই গ্রামে আব্দুল খালিদ মণ্ডল নামে এক ব্যক্তি মারা যান। ওই ব্যক্তির বোন ও কিছু আত্মীয় বাংলাদেশ–ভারত সীমান্তবর্তী মেহেরপুর জেলার বুড়িপোতা গ্রামে বাস করেন।
মৃত ভাইয়ের মুখ শেষবার দেখার ইচ্ছা প্রকাশ করেন এপারে বসবাস করা বোন। এ বিষয়ে বিএসএফ এবং বিজিবির মধ্যে যোগাযোগ হয়। দুই বাহিনীর সমন্বয়ে ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে (জিরো লাইন) দেখা করার ব্যবস্থা করা হয়।
খালিদ মণ্ডলের বোন এবং পরিবারের অন্য সদস্যরা মুস্তাফাপুর সীমান্তে তাঁকে শেষবারের মতো দেখতে পান। এ সময় তাঁরা বিএসএফ ও বিজিবিকে এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।
সম্প্রতি বিভিন্ন কারণে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননার অভিযোগ ও সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের ঘটনায় ভারতে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। এর জেরে আগরতলায় বাংলাদেশি উপ–হাইকমিশনেও হামলার ঘটনা ঘটে। এ ছাড়া, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর সহিংসতা নিয়ে ভারতের অভিযোগ কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। এমন পরিস্থিতিতে বিজিবি–বিএসএফ এই মানবিক উদ্যোগ সীমান্তে বেশ সাড়া ফেলেছে।
২০১৮ সালে টানা ১৭ দিন নিজের মৃত শাবককে বহন করে ১ হাজার মাইলেরও বেশি পথ পাড়ি দিয়ে বিশ্বজুড়ে হৃদয় কেড়েছিল ‘তাহলিকোয়া’ নামে পরিচিতি পাওয়া এবং গবেষকদের কাছে ‘জে-৩৫’ হিসেবে চিহ্নিত একটি মা তিমি। দুঃখজনকভাবে সাউদার্ন রেসিডেন্ট সেই অর্কা তিমিটিকে আবারও একই রকম শোক প্রদর্শন করতে হয়েছে।
১ ঘণ্টা আগেথাইল্যান্ডে ভুলবশত মারাত্মক মাদকের মিশ্রণ সেবন করার পর ব্যাংককের একটি হোটেলের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল রেবেকা টার্নারকে। তাই তাঁর পরিবার অবৈধ মাদক সেবন না করার জন্য অন্যদের পরামর্শ দিয়েছে।
২ ঘণ্টা আগেফেসবুক ও ইনস্টাগ্রামে স্বাধীন ফ্যাক্টচেকার ব্যবহারের পরিবর্তে নতুন ‘কমিউনিটি নোটস’ পদ্ধতি চালু করতে যাচ্ছে মেটা। এর মাধ্যমে কোনো পোস্টের সত্যতা যাচাইয়ের দায়িত্ব মূলত ব্যবহারকারীদের ওপরই ছেড়ে দেওয়া হবে।
৩ ঘণ্টা আগেআজ মঙ্গলবার নিউজউইক জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে জেটব্লু এয়ারলাইনসের একটি বিমানের ল্যান্ডিং গিয়ার থেকে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
৪ ঘণ্টা আগে