স্পেনের বিখ্যাত অভিনেতা রোডলফো সানচো অ্যাগুয়েরের ছেলে ড্যানিয়েল স্যানচো ব্রনচালোকে গ্রেপ্তার করেছে থাইল্যান্ডের পুলিশ।
২৯ বছর বয়সী ব্রনচালোর বিরুদ্ধে অভিযোগ, তিনি ৪৪ বছর বয়সী এক কলম্বিয়ান চিকিৎসককে খুন করেছেন। শুধু তাই নয়, খুন করার পর চিকিৎসক অ্যারিয়েল ওর্তেগার মরদেহটি টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে লুকিয়ে রাখেন।
সোমবার থাইল্যান্ডের একটি আদালতে ব্রনচালোকে অভিযুক্ত করা হয়। এর আগে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় কোহ ফাঙ্গান দ্বীপের একটি ময়লার ভাগাড় থেকে ওর্তেগার কয়েকটি অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার করে পুলিশ। কোহ ফাঙ্গান দ্বীপটি পূর্ণিমা কিংবা চাঁদনি রাতে পার্টির জন্য সুপরিচিত।
ব্রনচালো দাবি করেছেন, তাঁর প্রতি মোহাবিষ্ট হয়ে ওর্তেগা তাঁকে জিম্মি করে রেখেছিলেন।
এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অজ্ঞাত ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার ঘটনার পরপরই গত বৃহস্পতিবার কোহ ফাঙ্গানের পুলিশ স্টেশনে গিয়ে ব্রনচালো জানান—ওর্তেগাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে ডিএনএ পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হন উদ্ধার করা অঙ্গ প্রত্যঙ্গগুলো ওর্তেগারই।
পরদিন পুলিশের জেরার মুখে ওর্তেগাকে হত্যার পর কেটে টুকরো টুকরো করার কথা স্বীকার করেন ব্রনচালো। পরে রোববার ওর্তেগার শরীরের অন্যান্য অংশ উদ্ধার করার জন্য পুলিশকে অন্তত সাতটি স্থানে নিয়ে যান তিনি।
তদন্তে দেখা গেছে, মরদেহের টুকরোগুলো লুকাতে প্লাস্টিকের ব্যাগ ছাড়াও একটি ছুরি, গ্লাভস এবং মেঝে পরিষ্কার করার জন্য এক বোতল রাসায়নিক কিনেছিলেন ব্রনচালো।
জানা গেছে, ব্রনচালো স্প্যানের নামকরা অভিনয় শিল্পী পরিবারের সন্তান। বাবার পাশাপাশি তাঁর মা সিলভিয়া ব্রনচালোও একজন অভিনেত্রী। ব্রনচালোর দাদাও অভিনেতা ছিলেন। এ অবস্থায় বিচারের ক্ষেত্রে পারিবারিক সম্মানের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে ব্রনচালোর পরিবার।
স্পেনের বিখ্যাত অভিনেতা রোডলফো সানচো অ্যাগুয়েরের ছেলে ড্যানিয়েল স্যানচো ব্রনচালোকে গ্রেপ্তার করেছে থাইল্যান্ডের পুলিশ।
২৯ বছর বয়সী ব্রনচালোর বিরুদ্ধে অভিযোগ, তিনি ৪৪ বছর বয়সী এক কলম্বিয়ান চিকিৎসককে খুন করেছেন। শুধু তাই নয়, খুন করার পর চিকিৎসক অ্যারিয়েল ওর্তেগার মরদেহটি টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে লুকিয়ে রাখেন।
সোমবার থাইল্যান্ডের একটি আদালতে ব্রনচালোকে অভিযুক্ত করা হয়। এর আগে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় কোহ ফাঙ্গান দ্বীপের একটি ময়লার ভাগাড় থেকে ওর্তেগার কয়েকটি অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার করে পুলিশ। কোহ ফাঙ্গান দ্বীপটি পূর্ণিমা কিংবা চাঁদনি রাতে পার্টির জন্য সুপরিচিত।
ব্রনচালো দাবি করেছেন, তাঁর প্রতি মোহাবিষ্ট হয়ে ওর্তেগা তাঁকে জিম্মি করে রেখেছিলেন।
এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অজ্ঞাত ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার ঘটনার পরপরই গত বৃহস্পতিবার কোহ ফাঙ্গানের পুলিশ স্টেশনে গিয়ে ব্রনচালো জানান—ওর্তেগাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে ডিএনএ পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হন উদ্ধার করা অঙ্গ প্রত্যঙ্গগুলো ওর্তেগারই।
পরদিন পুলিশের জেরার মুখে ওর্তেগাকে হত্যার পর কেটে টুকরো টুকরো করার কথা স্বীকার করেন ব্রনচালো। পরে রোববার ওর্তেগার শরীরের অন্যান্য অংশ উদ্ধার করার জন্য পুলিশকে অন্তত সাতটি স্থানে নিয়ে যান তিনি।
তদন্তে দেখা গেছে, মরদেহের টুকরোগুলো লুকাতে প্লাস্টিকের ব্যাগ ছাড়াও একটি ছুরি, গ্লাভস এবং মেঝে পরিষ্কার করার জন্য এক বোতল রাসায়নিক কিনেছিলেন ব্রনচালো।
জানা গেছে, ব্রনচালো স্প্যানের নামকরা অভিনয় শিল্পী পরিবারের সন্তান। বাবার পাশাপাশি তাঁর মা সিলভিয়া ব্রনচালোও একজন অভিনেত্রী। ব্রনচালোর দাদাও অভিনেতা ছিলেন। এ অবস্থায় বিচারের ক্ষেত্রে পারিবারিক সম্মানের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে ব্রনচালোর পরিবার।
যুক্তরাষ্ট্রে থাকাকালীন ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া। কসেনিয়া এই দিনেই একটি ইউক্রেনীয় দাতব্য সংস্থায় ৫১ ডলার (৩৯ পাউন্ড) দান করেছিলেন। রাশিয়ান ফেডারেশনের ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) তাঁকে ইউক্রেনীয় সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহকারী...
৩৩ মিনিট আগেসুদানের ভারপ্রাপ্ত বিচারমন্ত্রী মুয়াওইয়া ওসমান আদালতে বলেন, আরব আমিরাতের সমর্থন ও মদদে র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) ও তাদের মিত্র আরব মিলিশিয়া বাহিনী ২০২৩ সালে পশ্চিম দারফুরে মাসালিত গোত্রের বিরুদ্ধে সংঘটিত গণহত্যায় জড়িত ছিল। তিনি আদালতকে আমিরাতের এই সহায়তা বন্ধে জরুরি ব্যবস্থা নিতে অনুরোধ করেন।
৩ ঘণ্টা আগেসাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামার বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল কয়েক মাস ধরেই। বিষয়টি নিয়ে সাবেক প্রেসিডেন্ট বা ফার্স্ট লেডি কাউকে কথা বলতে শোনা যায়নি। তবে সম্প্রতি এক পডকাস্টে নিজে থেকেই বিষয়টি সামনে আনেন মিশেল ওবামা। অভিনেত্রী সোফিয়া বুশের উপস্থাপনায় ‘ওয়ার্ক ইন প্রগ্রেস’...
৭ ঘণ্টা আগেইসরায়েলি আগ্রাসনে আহত ফিলিস্তিনিদের আশ্রয় দেবে ইন্দোনেশিয়া। গতকাল বুধবার সাংবাদিকদের এ কথা জানান দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। তিনি জানান, প্রথম ধাপে এই সংখ্যা হাজারখানেক হতে পারে। তিনি বলেন, ‘ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনে আহতদের অস্থায়ীভাবে আশ্রয় দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া।’
৮ ঘণ্টা আগে