অনলাইন ডেস্ক
স্পেনের বিখ্যাত অভিনেতা রোডলফো সানচো অ্যাগুয়েরের ছেলে ড্যানিয়েল স্যানচো ব্রনচালোকে গ্রেপ্তার করেছে থাইল্যান্ডের পুলিশ।
২৯ বছর বয়সী ব্রনচালোর বিরুদ্ধে অভিযোগ, তিনি ৪৪ বছর বয়সী এক কলম্বিয়ান চিকিৎসককে খুন করেছেন। শুধু তাই নয়, খুন করার পর চিকিৎসক অ্যারিয়েল ওর্তেগার মরদেহটি টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে লুকিয়ে রাখেন।
সোমবার থাইল্যান্ডের একটি আদালতে ব্রনচালোকে অভিযুক্ত করা হয়। এর আগে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় কোহ ফাঙ্গান দ্বীপের একটি ময়লার ভাগাড় থেকে ওর্তেগার কয়েকটি অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার করে পুলিশ। কোহ ফাঙ্গান দ্বীপটি পূর্ণিমা কিংবা চাঁদনি রাতে পার্টির জন্য সুপরিচিত।
ব্রনচালো দাবি করেছেন, তাঁর প্রতি মোহাবিষ্ট হয়ে ওর্তেগা তাঁকে জিম্মি করে রেখেছিলেন।
এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অজ্ঞাত ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার ঘটনার পরপরই গত বৃহস্পতিবার কোহ ফাঙ্গানের পুলিশ স্টেশনে গিয়ে ব্রনচালো জানান—ওর্তেগাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে ডিএনএ পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হন উদ্ধার করা অঙ্গ প্রত্যঙ্গগুলো ওর্তেগারই।
পরদিন পুলিশের জেরার মুখে ওর্তেগাকে হত্যার পর কেটে টুকরো টুকরো করার কথা স্বীকার করেন ব্রনচালো। পরে রোববার ওর্তেগার শরীরের অন্যান্য অংশ উদ্ধার করার জন্য পুলিশকে অন্তত সাতটি স্থানে নিয়ে যান তিনি।
তদন্তে দেখা গেছে, মরদেহের টুকরোগুলো লুকাতে প্লাস্টিকের ব্যাগ ছাড়াও একটি ছুরি, গ্লাভস এবং মেঝে পরিষ্কার করার জন্য এক বোতল রাসায়নিক কিনেছিলেন ব্রনচালো।
জানা গেছে, ব্রনচালো স্প্যানের নামকরা অভিনয় শিল্পী পরিবারের সন্তান। বাবার পাশাপাশি তাঁর মা সিলভিয়া ব্রনচালোও একজন অভিনেত্রী। ব্রনচালোর দাদাও অভিনেতা ছিলেন। এ অবস্থায় বিচারের ক্ষেত্রে পারিবারিক সম্মানের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে ব্রনচালোর পরিবার।
স্পেনের বিখ্যাত অভিনেতা রোডলফো সানচো অ্যাগুয়েরের ছেলে ড্যানিয়েল স্যানচো ব্রনচালোকে গ্রেপ্তার করেছে থাইল্যান্ডের পুলিশ।
২৯ বছর বয়সী ব্রনচালোর বিরুদ্ধে অভিযোগ, তিনি ৪৪ বছর বয়সী এক কলম্বিয়ান চিকিৎসককে খুন করেছেন। শুধু তাই নয়, খুন করার পর চিকিৎসক অ্যারিয়েল ওর্তেগার মরদেহটি টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে লুকিয়ে রাখেন।
সোমবার থাইল্যান্ডের একটি আদালতে ব্রনচালোকে অভিযুক্ত করা হয়। এর আগে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় কোহ ফাঙ্গান দ্বীপের একটি ময়লার ভাগাড় থেকে ওর্তেগার কয়েকটি অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার করে পুলিশ। কোহ ফাঙ্গান দ্বীপটি পূর্ণিমা কিংবা চাঁদনি রাতে পার্টির জন্য সুপরিচিত।
ব্রনচালো দাবি করেছেন, তাঁর প্রতি মোহাবিষ্ট হয়ে ওর্তেগা তাঁকে জিম্মি করে রেখেছিলেন।
এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অজ্ঞাত ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার ঘটনার পরপরই গত বৃহস্পতিবার কোহ ফাঙ্গানের পুলিশ স্টেশনে গিয়ে ব্রনচালো জানান—ওর্তেগাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে ডিএনএ পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হন উদ্ধার করা অঙ্গ প্রত্যঙ্গগুলো ওর্তেগারই।
পরদিন পুলিশের জেরার মুখে ওর্তেগাকে হত্যার পর কেটে টুকরো টুকরো করার কথা স্বীকার করেন ব্রনচালো। পরে রোববার ওর্তেগার শরীরের অন্যান্য অংশ উদ্ধার করার জন্য পুলিশকে অন্তত সাতটি স্থানে নিয়ে যান তিনি।
তদন্তে দেখা গেছে, মরদেহের টুকরোগুলো লুকাতে প্লাস্টিকের ব্যাগ ছাড়াও একটি ছুরি, গ্লাভস এবং মেঝে পরিষ্কার করার জন্য এক বোতল রাসায়নিক কিনেছিলেন ব্রনচালো।
জানা গেছে, ব্রনচালো স্প্যানের নামকরা অভিনয় শিল্পী পরিবারের সন্তান। বাবার পাশাপাশি তাঁর মা সিলভিয়া ব্রনচালোও একজন অভিনেত্রী। ব্রনচালোর দাদাও অভিনেতা ছিলেন। এ অবস্থায় বিচারের ক্ষেত্রে পারিবারিক সম্মানের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে ব্রনচালোর পরিবার।
এখন পর্যন্ত প্রায় অর্ধশত প্রতারিত নারীর তথ্য পেয়েছে দ্য গার্ডিয়ান। যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে শঙ্কা করা হচ্ছে। ভুক্তভোগীদের বয়ান ও স্বাধীনভাবে তদন্তের পর এই ইস্যু নিয়ে গত বৃহস্পতিবার থেকে অনুসন্ধানী প্রতিবেদনের সিরিজ ‘স্পাই কপস’ প্রচার শুরু করেছে ব্রিটিশ গণমাধ্যমটি। আর এরপরই এ নিয়ে শুরু হয়
২১ মিনিট আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘নাৎসি’ আখ্যা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, ইহুদি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন জেলেনস্কি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণমাধ্যম ক্রাসনায়া জভেজদাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেন লাভরভ। জেলেনস্কি রুশ সংস্কৃতিকে সম্মান করেন না বলে
২৮ মিনিট আগেগাজা ইস্যুতে আবারও জরুরি বৈঠকে বসতে যাচ্ছে আরব দেশগুলো। আগামীকাল মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত হবে বৈঠক। আলোচনা হবে, যুদ্ধবিরতি, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের হুমকি, মার্কিন প্রেসিডেন্টের গাজা দখল সংক্রান্ত হুমকিসহ ফিলিস্তিনের সার্বিক ইস্যু নিয়েই।
৩১ মিনিট আগেরাশিয়া থেকে নর্ড স্ট্রিম-২ পাইপলাইনের মাধ্যমে ইউরোপে, বিশেষ করে জার্মানিতে গ্যাস সরবরাহ করা হতো। তবে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে গ্যাস গ্রহণ করা বন্ধ করে দেয়।
১ ঘণ্টা আগে