অনলাইন ডেস্ক
চলতি সপ্তাহে চতুর্থবারের মতো পরীক্ষামূলকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, পিয়ংইয়ংকে প্রতিহত করতে সিউল, টোকিও ও ওয়াশিংটনের যৌথ সামরিক মহড়ার জেরে আজ শনিবার ভোরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী কোরীয় উপদ্বীপের জলসীমায় বড় আকারের মহড়া চালানোর কয়েক দিন পরে গতকাল শুক্রবার পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্র সাবমেরিন প্রতিহত করার যৌথ মহড়ায় অংশ নেয় বলে জানা গেছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আরও জানিয়েছে, পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে ভোর ৬টা ৪৫ মিনিট থেকে সকাল ৭টা ৩ মিনিটের মধ্যে পূর্ব সাগরের দিকে ছোড়া দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা। উল্লেখ্য, ওই জলসীমা জাপান সাগর নামেও পরিচিত।
এই ঘটনাকে ‘চরম উসকানিমূলক’ দাবি করে সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে বলেছেন, ক্ষেপণাস্ত্রটি ঘণ্টায় প্রায় সাড়ে ৭ হাজার কিলোমিটার বেগে প্রায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত উড্ডয়ন করতে সক্ষম।
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করে টোকিও জানিয়েছে, ক্ষেপণাস্ত্র দুটি জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে অবতরণ করেছে। জাপানের উপ-প্রতিরক্ষামন্ত্রী তোশিরো ইনো বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলো অনিয়মিত গতিপথে উড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের দক্ষিণ কোরিয়া সফর শেষে সিউল ছাড়ার কয়েক ঘণ্টা পরই দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া।
চলতি সপ্তাহে চতুর্থবারের মতো পরীক্ষামূলকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, পিয়ংইয়ংকে প্রতিহত করতে সিউল, টোকিও ও ওয়াশিংটনের যৌথ সামরিক মহড়ার জেরে আজ শনিবার ভোরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী কোরীয় উপদ্বীপের জলসীমায় বড় আকারের মহড়া চালানোর কয়েক দিন পরে গতকাল শুক্রবার পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্র সাবমেরিন প্রতিহত করার যৌথ মহড়ায় অংশ নেয় বলে জানা গেছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আরও জানিয়েছে, পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে ভোর ৬টা ৪৫ মিনিট থেকে সকাল ৭টা ৩ মিনিটের মধ্যে পূর্ব সাগরের দিকে ছোড়া দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা। উল্লেখ্য, ওই জলসীমা জাপান সাগর নামেও পরিচিত।
এই ঘটনাকে ‘চরম উসকানিমূলক’ দাবি করে সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে বলেছেন, ক্ষেপণাস্ত্রটি ঘণ্টায় প্রায় সাড়ে ৭ হাজার কিলোমিটার বেগে প্রায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত উড্ডয়ন করতে সক্ষম।
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করে টোকিও জানিয়েছে, ক্ষেপণাস্ত্র দুটি জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে অবতরণ করেছে। জাপানের উপ-প্রতিরক্ষামন্ত্রী তোশিরো ইনো বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলো অনিয়মিত গতিপথে উড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের দক্ষিণ কোরিয়া সফর শেষে সিউল ছাড়ার কয়েক ঘণ্টা পরই দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যা আইসিসির ইতিহাসে একটি বিরল পদক্ষেপ।
৪ ঘণ্টা আগেযুক্তরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটির ওপর রহস্যজনক ড্রোন দেখা গেছে বলে জানিয়েছেন পেন্টাগনের কর্মকর্তারা। কিছু কিছু মহল এমনটাও বলছেন, অজানা উড়ন্ত বস্তুগুলো (ইউএফও) বহির্জাগতিক বা এলিয়েন টাইপ কিছু হতে পারে। এই ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ব্যবহার করে। সামরিক ঘাঁটির কাছাকাছি এমন
৪ ঘণ্টা আগেএকজনের বাড়ি ইউক্রেন, একজন যুক্তরাষ্ট্রের, জার্মানিরও আছেন একজন, অন্য দুজন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের। বাইকের হ্যান্ডেল ধরে শুধু রাস্তাই নয়, নিজেদের জীবনকেও নতুন করে আবিষ্কার করেছেন এই পাঁচ নারী।
৫ ঘণ্টা আগেদীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
৭ ঘণ্টা আগে