অনলাইন ডেস্ক
মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলো রাজধানী নেপিডোতে আজ বৃহস্পতিবার জান্তা বাহিনীর দুটি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে। এ দাবি সত্যি হলে দেশ পরিচালনায় হিমশিম খাওয়া জান্তা সরকারের ভাবমূর্তির প্রতি এ ঘটনা হবে এক বড় আঘাত। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসে জান্তা সরকার। এ পরিপ্রেক্ষিতে সামরিক শাসনের বিরোধিতা করে গঠিত হয় জান্তাবিরোধী গোষ্ঠীগুলোর জোট দ্য ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি)। এই জোটই আজ মিয়ানমারের রাজধানীতে ড্রোন হামলার দাবি করেছে। তবে ব্যবহৃত ড্রোন, অস্ত্রের বা ক্ষয়ক্ষতির ব্যাপারে বিস্তারিত জানায়নি এনইউজি।
এক বিবৃতিতে এনইউজি বলেছে, সামরিক বাহিনীর সদর দপ্তর এবং বিমান ঘাঁটি উভয়কেই লক্ষ্য করে নেপিডোতে ড্রোন হামলা চালানো হয়েছিল। প্রাথমিকভাবে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এনইউজি জোটের নেপিডো শাখার একজন মুখপাত্র জানিয়েছেন, জোটের প্রতিরক্ষা বিভাগের নির্দেশে পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) এই হামলা চালিয়েছে। উল্লেখ্য, মিয়ানমারে বর্তমানে জান্তাবিরোধী সব সশস্ত্র গোষ্ঠীর জোট হচ্ছে পিডিএফ।
মিয়ানমারের সার্বভৌমত্বের একমাত্র রক্ষক হিসেবে নিজেদের দাবি করে এর সামরিক বাহিনী। বিদ্রোহীদের দাবি সত্যি হলে জান্তা বাহিনীর বিশ্বাসযোগ্যতাও নষ্ট হতে পারে। ১৯৬২ সালে ব্রিটিশদের শাসন অবসানের পর এবারই সবচেয়ে শক্ত চ্যালেঞ্জের সম্মুখীন জান্তা বাহিনী। জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিপক্ষে কোণঠাসা অবস্থায় রয়েছে মিয়ানমার জান্তা।
সামরিক সরকারের ক্ষমতার কেন্দ্র হচ্ছে রাজধানী নেপিডো। জান্তার বেশির ভাগ প্রতিরক্ষা সরঞ্জামই এখানে রাখা।
মিয়ানমারের সামরিক সরকারের সমর্থক দুটি বেসরকারি গণমাধ্যম দাবি করেছে, ড্রোনগুলোকে সফলভাবে গুলি করে ভূপাতিত করা হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
গত সপ্তাহে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মিয়ানমারের ক্ষমতাসীন জেনারেল মিন অং হ্লাইং বলেছিলেন, সামরিক বাহিনী সাময়িকভাবে ক্ষমতায় আছে। সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করতে জনগণ ও সেনাবাহিনীর মধ্যে ঐক্যের আহ্বান জানান তিনি। জান্তাপ্রধান আরও বলেন, বিদ্রোহীদের পেছনে বিদেশি সমর্থন রয়েছে এবং তারা দেশটিকে ধ্বংস করতে চাইছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের জান্তা সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত প্রকট আকার ধারণ করেছে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণে জান্তা সদস্যরা একের পর এক ঘাঁটি হারিয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিচ্ছেন। সরকারি বাহিনীর হাতছাড়া হয়েছে বেশ কয়েকটি শহর ও ঘাঁটি।
আরও পড়ুন:
মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলো রাজধানী নেপিডোতে আজ বৃহস্পতিবার জান্তা বাহিনীর দুটি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে। এ দাবি সত্যি হলে দেশ পরিচালনায় হিমশিম খাওয়া জান্তা সরকারের ভাবমূর্তির প্রতি এ ঘটনা হবে এক বড় আঘাত। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসে জান্তা সরকার। এ পরিপ্রেক্ষিতে সামরিক শাসনের বিরোধিতা করে গঠিত হয় জান্তাবিরোধী গোষ্ঠীগুলোর জোট দ্য ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি)। এই জোটই আজ মিয়ানমারের রাজধানীতে ড্রোন হামলার দাবি করেছে। তবে ব্যবহৃত ড্রোন, অস্ত্রের বা ক্ষয়ক্ষতির ব্যাপারে বিস্তারিত জানায়নি এনইউজি।
এক বিবৃতিতে এনইউজি বলেছে, সামরিক বাহিনীর সদর দপ্তর এবং বিমান ঘাঁটি উভয়কেই লক্ষ্য করে নেপিডোতে ড্রোন হামলা চালানো হয়েছিল। প্রাথমিকভাবে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এনইউজি জোটের নেপিডো শাখার একজন মুখপাত্র জানিয়েছেন, জোটের প্রতিরক্ষা বিভাগের নির্দেশে পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) এই হামলা চালিয়েছে। উল্লেখ্য, মিয়ানমারে বর্তমানে জান্তাবিরোধী সব সশস্ত্র গোষ্ঠীর জোট হচ্ছে পিডিএফ।
মিয়ানমারের সার্বভৌমত্বের একমাত্র রক্ষক হিসেবে নিজেদের দাবি করে এর সামরিক বাহিনী। বিদ্রোহীদের দাবি সত্যি হলে জান্তা বাহিনীর বিশ্বাসযোগ্যতাও নষ্ট হতে পারে। ১৯৬২ সালে ব্রিটিশদের শাসন অবসানের পর এবারই সবচেয়ে শক্ত চ্যালেঞ্জের সম্মুখীন জান্তা বাহিনী। জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিপক্ষে কোণঠাসা অবস্থায় রয়েছে মিয়ানমার জান্তা।
সামরিক সরকারের ক্ষমতার কেন্দ্র হচ্ছে রাজধানী নেপিডো। জান্তার বেশির ভাগ প্রতিরক্ষা সরঞ্জামই এখানে রাখা।
মিয়ানমারের সামরিক সরকারের সমর্থক দুটি বেসরকারি গণমাধ্যম দাবি করেছে, ড্রোনগুলোকে সফলভাবে গুলি করে ভূপাতিত করা হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
গত সপ্তাহে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মিয়ানমারের ক্ষমতাসীন জেনারেল মিন অং হ্লাইং বলেছিলেন, সামরিক বাহিনী সাময়িকভাবে ক্ষমতায় আছে। সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করতে জনগণ ও সেনাবাহিনীর মধ্যে ঐক্যের আহ্বান জানান তিনি। জান্তাপ্রধান আরও বলেন, বিদ্রোহীদের পেছনে বিদেশি সমর্থন রয়েছে এবং তারা দেশটিকে ধ্বংস করতে চাইছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের জান্তা সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত প্রকট আকার ধারণ করেছে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণে জান্তা সদস্যরা একের পর এক ঘাঁটি হারিয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিচ্ছেন। সরকারি বাহিনীর হাতছাড়া হয়েছে বেশ কয়েকটি শহর ও ঘাঁটি।
আরও পড়ুন:
যুদ্ধবিরতির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যের একটি সূত্র গতকাল রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে এই বিষয়টি জানিয়েছে। তবে, যুদ্ধবিরতির আশা থাকলেও লেবাননে ইসরায়েলি
১৩ মিনিট আগেইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কেবল গ্রেপ্তারি পরোয়ানা জারিই যথেষ্ট নয়। তাঁর বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করা উচিত। গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের তীব্র
৪১ মিনিট আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জনগণের চুরি যাওয়া ম্যান্ডেট পুনরুদ্ধার ও দেশটির সংবিধানের ২৬ তম সংশোধনী বাতিলে সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ‘চূড়ান্ত ডাক’ দিয়েছিলেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার সমর্থক দেশটির বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে রওনা হন গতকাল রোববার। তবে তারা সেদিন...
২ ঘণ্টা আগেবাংলাদেশের আশ্রয় শিবিরগুলো থেকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর ৩ থেকে ৫ হাজার যোদ্ধা সংগ্রহের ব্যাপকতার প্রতিবেদন প্রকাশ করেছে। এ ছাড়া, আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের ব্যর্থ আলোচনা, জান্তার পক্ষ থেকে রোহিঙ্গা যোদ্ধাদের অর্থ এবং নাগরিকত্বের প্রস্তাব এবং বিদ্রোহীদের সঙ্গে কিছু বাংলাদেশি কর্মকর্তার...
৩ ঘণ্টা আগে