অনলাইন ডেস্ক
মিয়ানমারের উত্তরাঞ্চলের শান রাজ্যের মোট ১০টি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীদের যৌথ বাহিনী। গত ২৭ অক্টোবর থেকে আরাকান আর্মি (এএ), মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) এবং তাআং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) যৌথভাবে দেশটির জান্তা বাহিনীর বিরুদ্ধে অভিযান চালানো শুরু করে।
থাইল্যান্ডে নির্বাসিত মিয়ানমারের সাংবাদিকদের পরিচালিত সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদন অনুসারে, গত শুক্রবার সন্ধ্যায় মানতং শহরের নিয়ন্ত্রণ নেয় টিএনএলএ। এর মাধ্যমে দলটি উত্তর শান রাজ্যের পালাউং স্বশাসিত অঞ্চলের দখল সম্পন্ন করেছে বলে নিশ্চিত করেছেন টিএনএলএ কর্মকর্তারা।
জাতিগত পালাউং বিদ্রোহী গোষ্ঠী টিএনএলএ মানতংয়ে অবস্থিত জান্তার ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ১৩০-কে বিতাড়িত করার পরে শহরটির নিয়ন্ত্রণ নেয়। এর আগে টিএনএলএ ওই অঞ্চলে নামখান ও নামসান শহর থেকে সেনাবাহিনীকে বিতাড়িত করে। ২০০৮ সালে সংবিধান অনুসারে আনুষ্ঠানিকভাবেই নামসান ও মানতং শহর মিলে একটি অঞ্চল ঘোষণা করা হয়।
অপারেশন ১০২৭-এর অংশ হিসেবে টিএনএলএ ও যৌথ বাহিনী মানতং নিয়ন্ত্রণে নিতে লড়াই শুরু করে। মানতং শহরটি নামতু শহরের ঐতিহাসিক বাদিন খনি থেকে ২৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। পার্বত্য শহরটি স্বশাসিত কোকাংসংলগ্ন শেলি নদীর পূর্বে।
গত শনিবার টিএনএলএ কর্মকর্তারা নিশ্চিত করে বলেন, আগের সন্ধ্যাতেই শহরটির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। টিএনএলএয়ের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য জান্তা বিমানবাহিনী ১৯ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত মানতং শহরে ১৮০ বার বোমা হামলা করে।
২১ ডিসেম্বর এক বিবৃতিতে টিএনএলএ বলে, মানতং শহরের বাস্তুহারা ও লালকান গ্রামের বেসামরিক নাগরিকদের জন্য তৈরি শরণার্থীশিবিরে বোমা হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এ বিমান হামলায় এক নারী আহত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া হামলায় আশ্রমসহ অন্তত ১৫টি ঘরবাড়ি ধ্বংস হয়েছে।
টিএনএলএ কর্মকর্তারা বলছেন, প্রাণে বাঁচতে শহর ছেড়ে পালিয়েছেন হাজার হাজার বাসিন্দা। আশপাশের গ্রামে আশ্রয় নেওয়া এই বাসিন্দারা শহরে ফিরে আসতে চাইছেন না।
তিনটি বিদ্রোহী সংগঠনের এ জোট মিয়ানমার সেনাবাহিনীর কাছ থেকে এ নিয়ে ১০টি শহরের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। এ জোটের আক্রমণের কারণে জান্তার অন্য বিরোধী সংগঠনগুলোও নড়েচড়ে বসেছে এবং মিয়ানমারের পূর্ব ও পশ্চিমে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। জাতিসংঘ বলছে, এ সংঘর্ষের কারণে পাঁচ লাখেরও বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
মিয়ানমারের উত্তরাঞ্চলের শান রাজ্যের মোট ১০টি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীদের যৌথ বাহিনী। গত ২৭ অক্টোবর থেকে আরাকান আর্মি (এএ), মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) এবং তাআং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) যৌথভাবে দেশটির জান্তা বাহিনীর বিরুদ্ধে অভিযান চালানো শুরু করে।
থাইল্যান্ডে নির্বাসিত মিয়ানমারের সাংবাদিকদের পরিচালিত সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদন অনুসারে, গত শুক্রবার সন্ধ্যায় মানতং শহরের নিয়ন্ত্রণ নেয় টিএনএলএ। এর মাধ্যমে দলটি উত্তর শান রাজ্যের পালাউং স্বশাসিত অঞ্চলের দখল সম্পন্ন করেছে বলে নিশ্চিত করেছেন টিএনএলএ কর্মকর্তারা।
জাতিগত পালাউং বিদ্রোহী গোষ্ঠী টিএনএলএ মানতংয়ে অবস্থিত জান্তার ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ১৩০-কে বিতাড়িত করার পরে শহরটির নিয়ন্ত্রণ নেয়। এর আগে টিএনএলএ ওই অঞ্চলে নামখান ও নামসান শহর থেকে সেনাবাহিনীকে বিতাড়িত করে। ২০০৮ সালে সংবিধান অনুসারে আনুষ্ঠানিকভাবেই নামসান ও মানতং শহর মিলে একটি অঞ্চল ঘোষণা করা হয়।
অপারেশন ১০২৭-এর অংশ হিসেবে টিএনএলএ ও যৌথ বাহিনী মানতং নিয়ন্ত্রণে নিতে লড়াই শুরু করে। মানতং শহরটি নামতু শহরের ঐতিহাসিক বাদিন খনি থেকে ২৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। পার্বত্য শহরটি স্বশাসিত কোকাংসংলগ্ন শেলি নদীর পূর্বে।
গত শনিবার টিএনএলএ কর্মকর্তারা নিশ্চিত করে বলেন, আগের সন্ধ্যাতেই শহরটির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। টিএনএলএয়ের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য জান্তা বিমানবাহিনী ১৯ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত মানতং শহরে ১৮০ বার বোমা হামলা করে।
২১ ডিসেম্বর এক বিবৃতিতে টিএনএলএ বলে, মানতং শহরের বাস্তুহারা ও লালকান গ্রামের বেসামরিক নাগরিকদের জন্য তৈরি শরণার্থীশিবিরে বোমা হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এ বিমান হামলায় এক নারী আহত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া হামলায় আশ্রমসহ অন্তত ১৫টি ঘরবাড়ি ধ্বংস হয়েছে।
টিএনএলএ কর্মকর্তারা বলছেন, প্রাণে বাঁচতে শহর ছেড়ে পালিয়েছেন হাজার হাজার বাসিন্দা। আশপাশের গ্রামে আশ্রয় নেওয়া এই বাসিন্দারা শহরে ফিরে আসতে চাইছেন না।
তিনটি বিদ্রোহী সংগঠনের এ জোট মিয়ানমার সেনাবাহিনীর কাছ থেকে এ নিয়ে ১০টি শহরের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। এ জোটের আক্রমণের কারণে জান্তার অন্য বিরোধী সংগঠনগুলোও নড়েচড়ে বসেছে এবং মিয়ানমারের পূর্ব ও পশ্চিমে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। জাতিসংঘ বলছে, এ সংঘর্ষের কারণে পাঁচ লাখেরও বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৭ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৭ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৮ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
৯ ঘণ্টা আগে