সীমান্ত অতিক্রম করায় মার্কিন নাগরিককে আটক করল উত্তর কোরিয়া 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ১৮: ৩১
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৮: ৫৩

দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যকার সামরিক সীমান্তরেখা (মিলিটারি ডিমারকেশন লাইন) অতিক্রম করায় এক মার্কিন নাগরিককে আটক করেছে উত্তর কোরিয়া। দুই কোরিয়ার মধ্যবর্তী নিরপেক্ষ অঞ্চলে সামরিক নিরাপত্তা দেওয়া জাতিসংঘ কমান্ড বিষয়টি নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

জাতিসংঘ কমান্ড জানিয়েছে, আটক ওই ব্যক্তি দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যকার সামরিক সীমান্তরেখার (মিলিটারি ডিমারকেশন লাইন) কাছাকাছি বেড়াতে গিয়েছিলেন। কিন্তু তিনি ভুল করে অনুমতি না নিয়ে উত্তর কোরিয়ায় ঢুকে পড়লে তাঁকে আটক করে উত্তর কোরীয় বাহিনী। 

টুইটারে শেয়ার করা এক পোস্টে জাতিসংঘ কমান্ড বলেছে, ‘একজন মার্কিন নাগরিক যৌথ নিরাপত্তা এলাকায় অবস্থিত সামরিক সীমান্তরেখা (মিলিটারি ডিমারকেশন লাইন) অতিক্রম করে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ায় (ডিপিআরকে) প্রবেশ করায় তাঁকে আটক করা হয়।’ 

 ১৯৫০ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধের পর দুই কোরিয়ার সীমারেখায় মিলিটারি ডিমারকেশন জোন চালু করা হয় এবং সেখানে জাতিসংঘের নিয়ন্ত্রণে একটি বহুজাতিক বাহিনী পাঠানো হয় যা জাতিসংঘ কমান্ড নামে পরিচিত। 

দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে জাতিসংঘ কমান্ড বলেছে, ‘আমরা বিশ্বাস করি যে, ওই ব্যক্তি উত্তর কোরীয় বাহিনীর হেফাজতে রয়েছেন। আমরা দক্ষিণ কোরিয়ার বাহিনীর সঙ্গে কাজ করে যাচ্ছি তাঁকে ফিরিয়ে আনতে।’ 

জাতিসংঘ কমান্ড সেই মার্কিন নাগরিকের নাম-পরিচয় বা কোনো বিস্তারিত তথ্য দেয়নি। এমনকি কীভাবে সেই লোক সীমান্ত পার হয়ে উত্তর কোরিয়ায় প্রবেশ করল তাও জানায়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কিংবা দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। 

উল্লেখ্য, উত্তর কোরিয়াকে নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচনা করায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দীর্ঘদিন আগেই মার্কিন নাগরিকদের জন্য উত্তর কোরিয়া ভ্রমণকে নিষিদ্ধ বলে ঘোষণা দিয়েছে। দেশটির সঙ্গে ওয়াশিংটনের কোনো কূটনৈতিক যোগাযোগও নেই।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত