অনলাইন ডেস্ক
মিয়ানমারের সাগাইং রাজ্যের কাওলিন শহরটি সম্প্রতি জান্তা বাহিনীর কাছ থেকে দখল করে নিয়েছিল প্রতিরোধ যোদ্ধারা। বর্তমানে এই শহরটি দেশটির গণতন্ত্রপন্থী ছায়া সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। আজ বুধবার ইরাবতির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহীদের কাছ থেকে শহরটিকে ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে জান্তা সেনারা। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দিক থেকে কাওলিন শহরটির ওপর একযোগে আক্রমণ শুরু করেছে বিপুলসংখ্যক সেনা।
ইরাবতি জানিয়েছে, সাগাইং রাজ্যের কান্টবালু এবং কিয়ুনহলা ঘাঁটি থেকে জান্তা সেনারা দক্ষিণ দিক দিয়ে কাওলিন শহরে হামলা শুরু করেছে। আর একই রাজ্যের উনথো ঘাঁটি থেকে জান্তাদের আরেকটি বাহিনী শহরটির উত্তর দিক দিয়ে হামলা শুরু করেছে।
গণতন্ত্রপন্থী ছায়া সরকারের অনুগত পিপলস ডিফেন্স ফোর্সগুলো (পিডিএফ) এবং কাওলিন, পিনলেবু ও উনথোর প্রতিরোধ যোদ্ধারা একযোগে জান্তা বাহিনীকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের নভেম্বরে জান্তা সেনাদের কাছ থেকে কাওলিন শহর দখল করে নিয়েছিল প্রতিরোধ যোদ্ধারা। গতকাল এক প্রতিরোধ যোদ্ধা ইরাবতিকে বলেছিলেন, ‘বিপ্লবী দলগুলো শহরটিকে রক্ষা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। জান্তা সেনারা শহরের খুব কাছাকাছি চলে এসেছে।’
গত রোববার থেকেই উত্তর ও দক্ষিণ দিক থেকে কাওলিন শহরে প্রবেশ করার চেষ্টা শুরু করেছিল সরকারি বাহিনী। দুই দিক থেকে এই বাহিনীর অন্তত ৬টি দল অগ্রসর হতে শুরু করেছিল।
প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছেন, গতকাল মঙ্গলবার কাওলিন শহরে অন্তত চারটি বোমা হামলা করে জান্তা সরকারের বাহিনী। এতে কেউ হতাহত হয়নি। তবে এটিকে কাওলিনের সবচেয়ে ভয়ংকর লড়াই হিসেবে আখ্যায়িত করা হয়েছে। জান্তা সেনারা যুদ্ধবিমানের সহায়তা ছাড়া অগ্রসর হওয়ার সাহস পায় না বলেও মন্তব্য করেছেন এক প্রতিরোধ যোদ্ধা।
যেকোনো মূল্যে কাওলিন শহর পুনর্দখল করতে চায় জান্তা সরকার। সেনারা তাই ভারী অস্ত্রশস্ত্রসহ ড্রোনও ব্যবহার করছে। তবে প্রতিরোধ যোদ্ধাদের মনোবল এতটাই চাঙা যে জান্তা সেনাদের প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে।
কাওলিন শহরের সর্বশেষ পরিস্থিতি জানতে চোখ রাখুন আজকের পত্রিকায়।
মিয়ানমারের সাগাইং রাজ্যের কাওলিন শহরটি সম্প্রতি জান্তা বাহিনীর কাছ থেকে দখল করে নিয়েছিল প্রতিরোধ যোদ্ধারা। বর্তমানে এই শহরটি দেশটির গণতন্ত্রপন্থী ছায়া সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। আজ বুধবার ইরাবতির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহীদের কাছ থেকে শহরটিকে ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে জান্তা সেনারা। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দিক থেকে কাওলিন শহরটির ওপর একযোগে আক্রমণ শুরু করেছে বিপুলসংখ্যক সেনা।
ইরাবতি জানিয়েছে, সাগাইং রাজ্যের কান্টবালু এবং কিয়ুনহলা ঘাঁটি থেকে জান্তা সেনারা দক্ষিণ দিক দিয়ে কাওলিন শহরে হামলা শুরু করেছে। আর একই রাজ্যের উনথো ঘাঁটি থেকে জান্তাদের আরেকটি বাহিনী শহরটির উত্তর দিক দিয়ে হামলা শুরু করেছে।
গণতন্ত্রপন্থী ছায়া সরকারের অনুগত পিপলস ডিফেন্স ফোর্সগুলো (পিডিএফ) এবং কাওলিন, পিনলেবু ও উনথোর প্রতিরোধ যোদ্ধারা একযোগে জান্তা বাহিনীকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের নভেম্বরে জান্তা সেনাদের কাছ থেকে কাওলিন শহর দখল করে নিয়েছিল প্রতিরোধ যোদ্ধারা। গতকাল এক প্রতিরোধ যোদ্ধা ইরাবতিকে বলেছিলেন, ‘বিপ্লবী দলগুলো শহরটিকে রক্ষা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। জান্তা সেনারা শহরের খুব কাছাকাছি চলে এসেছে।’
গত রোববার থেকেই উত্তর ও দক্ষিণ দিক থেকে কাওলিন শহরে প্রবেশ করার চেষ্টা শুরু করেছিল সরকারি বাহিনী। দুই দিক থেকে এই বাহিনীর অন্তত ৬টি দল অগ্রসর হতে শুরু করেছিল।
প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছেন, গতকাল মঙ্গলবার কাওলিন শহরে অন্তত চারটি বোমা হামলা করে জান্তা সরকারের বাহিনী। এতে কেউ হতাহত হয়নি। তবে এটিকে কাওলিনের সবচেয়ে ভয়ংকর লড়াই হিসেবে আখ্যায়িত করা হয়েছে। জান্তা সেনারা যুদ্ধবিমানের সহায়তা ছাড়া অগ্রসর হওয়ার সাহস পায় না বলেও মন্তব্য করেছেন এক প্রতিরোধ যোদ্ধা।
যেকোনো মূল্যে কাওলিন শহর পুনর্দখল করতে চায় জান্তা সরকার। সেনারা তাই ভারী অস্ত্রশস্ত্রসহ ড্রোনও ব্যবহার করছে। তবে প্রতিরোধ যোদ্ধাদের মনোবল এতটাই চাঙা যে জান্তা সেনাদের প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে।
কাওলিন শহরের সর্বশেষ পরিস্থিতি জানতে চোখ রাখুন আজকের পত্রিকায়।
লাওসের পর্যটন শহর ভাং ভিয়েং-এ সন্দেহজনক মিথানল বিষক্রিয়ায় আরও একজন অস্ট্রেলীয় তরুণীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিষাক্ত অ্যালকোহল সেবনে সেখানে ছয় বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
২৪ মিনিট আগেদখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নিন্দা জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের উইসকনসিনের বাসিন্দা রায়ান বর্গওয়ার্ট। সম্প্রতি এই কায়াকার নিজের ডুবে যাওয়ার নাটক সাজিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, রায়ান বর্তমানে পূর্ব ইউরোপের কোথাও জীবিত আছেন।
১ ঘণ্টা আগেগাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ছয়টি মহাদেশের ১২৪টি দেশে তাঁরা আটক হতে পারেন।
২ ঘণ্টা আগে