Ajker Patrika

দক্ষিণ কোরিয়ায় ভাড়ায় যাত্রী পরিবহন করবে হেলিকপ্টার

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ জুন ২০২৪, ১৪: ৫৫
দক্ষিণ কোরিয়ায় ভাড়ায় যাত্রী পরিবহন করবে হেলিকপ্টার

দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে মোবাইল অ্যাপের মাধ্যমে হেলিকপ্টার সেবা। মোভিয়েশন ভোনায়ের নামের বেসরকারি বিমান সংস্থা প্রথমবারের মতো এই সেবা চালু করেছে। এই লক্ষ্যে তারা একটি অ্যাপও চালু করেছে, যার মাধ্যমে যাতায়াতের জন্য ভাড়ায় মিলবে হেলিকপ্টার। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

অত্যধিক যানজট ও ভৌগোলিক প্রতিকূলতা এড়িয়ে সময় বাঁচানোর লক্ষ্যেই এই সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। ভোনায়ের প্ল্যাটফরমের নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে অনলাইনে বুকিং করা যাত্রীদের এই সেবা প্রদান করা হবে। প্রতি এক ঘণ্টা পরপর এই সেবা চালবে। 

প্রাথমিকভাবে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণের জামসিল থেকে ইঞ্চিওন বিমানবন্দর পর্যন্ত চলবে এই হেলিকপ্টার। এই দূরত্বটুকু পাড়ি দিতে সড়কপথে দুই ঘণ্টা সময় লাগলেও আকাশপথে সময় লাগবে মাত্র ২০ মিনিট। আর জামসিল থেকে দক্ষিণ সিউলের ইয়াংজায়ে পর্যন্ত জ্যাম ঠেলে আসতে এক ঘণ্টা সময়ের পরিবর্তে এখন পাঁচ মিনিট সময় নেবে হেলিকপ্টার। প্রতিবার ভ্রমণের জন্য সামগ্রিক খরচ পড়বে ৩১৯ মার্কিন ডলার। 

মোভিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শিন মিন বলেছেন, ‘ভোনায়ের এমন একটি যুগকে স্বাগত জানায়, যেখানে এখন পর্যন্ত বড় কোম্পানিগুলোও পৌঁছাতে পারেনি।’ এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের উন্নত দেশগুলো আরবান এরিয়াল মোবিলিটিতে (ইউএএম) প্রবেশ করেছে। তবে এই সেবা কোরিয়ায় তেমন পরিচিত নয়। তিনি বলেন, ‘কোরিয়ায় সর্বত্র এই সেবা চালু করার আগে উন্নত বাহক মোতায়েন, চালু হওয়া সেবার প্রচার এবং প্রয়োজনীয় অবকাঠামো আগে প্রস্তুত করতে হবে।’ 

শিন মিন আরও বলেন, ‘ছয় মাসের এই পরীক্ষামূলকভাবে সেবার মাধ্যমে আমাদের উদ্দেশ্য হলো একটি ভিত্তি স্থাপন করা। তারপর পরবর্তী সময়ে বড় পরিসেরে সেবা দেওয়া।’ গত সোমবার তাদের পরীক্ষামূলক সেবা চালু হয় বলেও জানান শিন। 

মোভিয়েশন গ্রাহকদের কেবল পরিবহনের জন্যই নয় বরং সিউল, ইঞ্চিওনের পাশাপাশি দেশের পশ্চিম উপকূল এবং কোরিয়ান সীমান্তের আশপাশের পর্যটন স্থানগুলোও ঘুরে দেখাবে। এ ছাড়া যাত্রীরা পছন্দসই গন্তব্যে মালামালও পাঠাতে পারবে বলে জানিয়েছে মোভিয়েশন কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত