অনলাইন ডেস্ক
আফগানিস্তানে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান সরকার। এই নিষেধাজ্ঞাও নারীদের লক্ষ্যবস্তু করে। দেশটির নতুন একটি আইনে জনসমাগম কিংবা পরপুরুষের সামনে নারীদের কথা বলা নিষিদ্ধ করা হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে গান ও কবিতা পোস্ট করে এই নিষেধাজ্ঞা অমান্য করতে শুরু করেছেন আফগান নারীরা।
তালেবান কর্তৃপক্ষ সম্প্রতি নতুন আইনটির ঘোষণা দেয়। এই আইনে বাড়ির বাইরে বের হলে নারীদের মুখ ও শরীর ঢেকে রাখার পাশাপাশি কণ্ঠস্বর চেপে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। এই আইনের প্রতিবাদে দেশের ভেতরে ও বাইরে থাকা আফগান নারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের নিজেদের কণ্ঠে গাওয়া গান পোস্ট করছে। এসব গানের পোস্টে তাঁরা ‘আমার কণ্ঠ নিষিদ্ধ নয়’ এবং ‘তালেবানকে না’ হ্যাশট্যাগ ব্যবহার করছেন।
আফগানিস্তানের সাবেক নারী পুলিশ জালা জাজাই বর্তমানে পোল্যান্ডে আছেন। আফগান নারীদের প্রতি সংহতি জানিয়ে তিনি দেশটির সুপরিচিত শিল্পী আরিয়ানা সাঈদের একটি গান গেয়ে এটির ভিডিও শেয়ার করেছেন। সংবাদ সংস্থা এএফপির কাছে আফগান নারীদের ওপর নিষেধাজ্ঞাকে অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন তিনি।
জালা জাজাই বলেন, ‘আফগান নারীরা বুঝতে পেরেছে, ধর্ম ও সংস্কৃতির নামে দুর্বৃত্তরা আমাদের মানবাধিকারকে অস্বীকার করতে পারে না। অধিকারের জন্য আমাদের কণ্ঠ কখনোই থেমে থাকবে না।’
আফগানিস্তানের ভেতরেই ধারণ করা একটি ভিডিওতে এক নারীকে তাঁর মুখের ওপর লম্বা ঘোমটা এবং পা থেকে মাথা পর্যন্ত কালো পোশাক পরে গান গাইতে দেখা গেছে। তিনি বলেন, ‘আপনি অদূর ভবিষ্যতের জন্য আমার কণ্ঠস্বর স্তব্ধ করে দিয়েছেন। একজন নারী হওয়ার অপরাধে আপনি আমাকে আমার বাড়িতে বন্দী করে রেখেছেন।’
একটি ভিডিওতে চেহারা গোপন রেখে একটি বই থেকে কবিতা পড়তে দেখা গেছে এক আফগান নারীকে। আরেকটি ভিডিওতে নারী কর্মীদের একটি দলকে দেখা গেছে, তাঁরা তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লা আখুন্দজাদার ছবি ছিঁড়ছেন। নারীদের আরেক দল স্লোগান দিচ্ছেন—‘নারীর কণ্ঠ, ন্যায়ের কণ্ঠ’।
দুই দশক পর ২০২১ সালে তালেবানেরা দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে ‘পুণ্যের প্রচার এবং পাপ প্রতিরোধ’ আইনটির মাধ্যমে নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে ইসলামি বা শরিয়া আইন বাস্তবায়ন করছে। এই আইন অনুযায়ী, জনসমক্ষে উচ্চ স্বরে নারীদের গান বা আবৃত্তি করা উচিত নয়। শুধু তাই নয়, বাড়ির বাইরে বের হলে নারীদের কথা বলা থেকে বিরত থাকতেও বলা হয়েছে। আফগান আইনে বলা হয়েছে, ‘যখন একজন প্রাপ্তবয়স্ক নারীকে প্রয়োজনে বাড়ি থেকে বের হতে হয়, তখন তাঁকে মুখ, শরীর এবং কণ্ঠস্বর ঢেকে রাখতে হয়।’
আইনটিতে নারীর কণ্ঠস্বরকে ‘আউরত’ হিসাবে উল্লেখ করা হয়েছে। শরিয়াতে ব্যবহৃত এই শব্দটি দিয়ে সাধারণত নারী-পুরুষের গোপন অঙ্গকে নির্দেশ করা হয়। তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আইনের সমালোচনা ‘অহংকার’ এবং শরিয়া সম্পর্কে ভুল বোঝাবুঝি প্রকাশ করে।
আফগানিস্তানে সম্প্রতি নারীরা শিক্ষা, পাবলিক স্পেস এবং কিছু চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধের শিকার হয়েছে। এটিকে ‘লিঙ্গবৈষম্য’ হিসাবে চিহ্নিত করে নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো।
আফগানিস্তানে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান সরকার। এই নিষেধাজ্ঞাও নারীদের লক্ষ্যবস্তু করে। দেশটির নতুন একটি আইনে জনসমাগম কিংবা পরপুরুষের সামনে নারীদের কথা বলা নিষিদ্ধ করা হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে গান ও কবিতা পোস্ট করে এই নিষেধাজ্ঞা অমান্য করতে শুরু করেছেন আফগান নারীরা।
তালেবান কর্তৃপক্ষ সম্প্রতি নতুন আইনটির ঘোষণা দেয়। এই আইনে বাড়ির বাইরে বের হলে নারীদের মুখ ও শরীর ঢেকে রাখার পাশাপাশি কণ্ঠস্বর চেপে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। এই আইনের প্রতিবাদে দেশের ভেতরে ও বাইরে থাকা আফগান নারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের নিজেদের কণ্ঠে গাওয়া গান পোস্ট করছে। এসব গানের পোস্টে তাঁরা ‘আমার কণ্ঠ নিষিদ্ধ নয়’ এবং ‘তালেবানকে না’ হ্যাশট্যাগ ব্যবহার করছেন।
আফগানিস্তানের সাবেক নারী পুলিশ জালা জাজাই বর্তমানে পোল্যান্ডে আছেন। আফগান নারীদের প্রতি সংহতি জানিয়ে তিনি দেশটির সুপরিচিত শিল্পী আরিয়ানা সাঈদের একটি গান গেয়ে এটির ভিডিও শেয়ার করেছেন। সংবাদ সংস্থা এএফপির কাছে আফগান নারীদের ওপর নিষেধাজ্ঞাকে অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন তিনি।
জালা জাজাই বলেন, ‘আফগান নারীরা বুঝতে পেরেছে, ধর্ম ও সংস্কৃতির নামে দুর্বৃত্তরা আমাদের মানবাধিকারকে অস্বীকার করতে পারে না। অধিকারের জন্য আমাদের কণ্ঠ কখনোই থেমে থাকবে না।’
আফগানিস্তানের ভেতরেই ধারণ করা একটি ভিডিওতে এক নারীকে তাঁর মুখের ওপর লম্বা ঘোমটা এবং পা থেকে মাথা পর্যন্ত কালো পোশাক পরে গান গাইতে দেখা গেছে। তিনি বলেন, ‘আপনি অদূর ভবিষ্যতের জন্য আমার কণ্ঠস্বর স্তব্ধ করে দিয়েছেন। একজন নারী হওয়ার অপরাধে আপনি আমাকে আমার বাড়িতে বন্দী করে রেখেছেন।’
একটি ভিডিওতে চেহারা গোপন রেখে একটি বই থেকে কবিতা পড়তে দেখা গেছে এক আফগান নারীকে। আরেকটি ভিডিওতে নারী কর্মীদের একটি দলকে দেখা গেছে, তাঁরা তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লা আখুন্দজাদার ছবি ছিঁড়ছেন। নারীদের আরেক দল স্লোগান দিচ্ছেন—‘নারীর কণ্ঠ, ন্যায়ের কণ্ঠ’।
দুই দশক পর ২০২১ সালে তালেবানেরা দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে ‘পুণ্যের প্রচার এবং পাপ প্রতিরোধ’ আইনটির মাধ্যমে নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে ইসলামি বা শরিয়া আইন বাস্তবায়ন করছে। এই আইন অনুযায়ী, জনসমক্ষে উচ্চ স্বরে নারীদের গান বা আবৃত্তি করা উচিত নয়। শুধু তাই নয়, বাড়ির বাইরে বের হলে নারীদের কথা বলা থেকে বিরত থাকতেও বলা হয়েছে। আফগান আইনে বলা হয়েছে, ‘যখন একজন প্রাপ্তবয়স্ক নারীকে প্রয়োজনে বাড়ি থেকে বের হতে হয়, তখন তাঁকে মুখ, শরীর এবং কণ্ঠস্বর ঢেকে রাখতে হয়।’
আইনটিতে নারীর কণ্ঠস্বরকে ‘আউরত’ হিসাবে উল্লেখ করা হয়েছে। শরিয়াতে ব্যবহৃত এই শব্দটি দিয়ে সাধারণত নারী-পুরুষের গোপন অঙ্গকে নির্দেশ করা হয়। তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আইনের সমালোচনা ‘অহংকার’ এবং শরিয়া সম্পর্কে ভুল বোঝাবুঝি প্রকাশ করে।
আফগানিস্তানে সম্প্রতি নারীরা শিক্ষা, পাবলিক স্পেস এবং কিছু চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধের শিকার হয়েছে। এটিকে ‘লিঙ্গবৈষম্য’ হিসাবে চিহ্নিত করে নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো।
চীনা অভিবাসনের সবচেয়ে বড় প্রভাব পড়েছে পেনাং প্রদেশে। স্থানীয় রিয়েল এস্টেট এজেন্টরা জানিয়েছেন, ২০২৩ সালে যেখানে তাঁদের চীনা গ্রাহক ছিলেন না, সেখানে ২০২৪ সালে ৮০ শতাংশ গ্রাহকই চীনা নাগরিক।
৫ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধ অবসানে রাশিয়ার সঙ্গে আলোচনা করেছে ট্রাম্প প্রশাসন। এরপর ইউরোপের নিরাপত্তাকে অগ্রাধিকার না দেওয়ার ঘোষণা দেন ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এতে হতবাক হয়েছেন ইউরোপীয় নেতারা। বার্তা সংস্থা রয়টার্সের...
৭ ঘণ্টা আগেবিয়ে না করলে চাকরি হারাবেন কর্মীরা! অদ্ভুত এবং বিতর্কিত এক নোটিশ জারি করেছে চীনের শানডং প্রদেশের শুনতিয়ান কেমিক্যাল গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নোটিশে বলা হয়েছে, ‘যদি কোনো অবিবাহিত বা তালাকপ্রাপ্ত কর্মী সেপ্টেম্বরের মধ্যে বিয়ে না করেন, তাহলে তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হবে।’
৭ ঘণ্টা আগেনিজ মন্ত্রণালয়ের এক কর্মীর ঊর্ধ্ব বাহু হাত রাখার দায়ে পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী অ্যান্ড্রু বেইলি। গত সপ্তাহে ঘটে যাওয়া এই ঘটনাটিকে তিনি নিজেই ‘অত্যধিক প্রভাব বিস্তারকারী’ আচরণ বলে বর্ণনা করেছেন এবং জাতির কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।
১১ ঘণ্টা আগে