Ajker Patrika

ঝড়ের কবলে ফ্লাইট: আহতদের ১০ হাজার ডলার করে দিতে চায় সিঙ্গাপুর এয়ারলাইনস

আপডেট : ১১ জুন ২০২৪, ০৯: ৫৯
ঝড়ের কবলে ফ্লাইট: আহতদের ১০ হাজার ডলার করে দিতে চায় সিঙ্গাপুর এয়ারলাইনস

মাঝ আকাশে ঝড়ের কবলে পড়েছিল সিঙ্গাপুর এয়ারলাইনসের বোয়িং ৭৭৭-৩০০ ইআর ফ্লাইট। গত মে মাসের শেষ দিকে উড়োজাহাজটি লন্ডন থেকে সিঙ্গাপুরে যাচ্ছিল। পরে বাধ্য হয়ে থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। সেই ফ্লাইটে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছিলেন। এবার আহতদের ক্ষতিপূরণ হিসেবে ১০ হাজার ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস। 
 
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে সিঙ্গাপুর এয়ারলাইনস বলেছে, ওই ফ্লাইটে যাঁরা সামান্য আহত হয়েছেন, তাঁদের তারা ১০ হাজার ডলার করে দিতে চায়। 

পোস্টে আরও বলা হয়েছে, আরও গুরুতর আহত যাত্রীদের জন্য ২৫ হাজার ডলার দেওয়া হবে। এ ছাড়া, ‘নির্দিষ্ট পরিস্থিতিতে’ তাদের প্রয়োজন মেটাতে আরও কী কী সহযোগিতা প্রয়োজন, তা সরবরাহ করতেও সংশ্লিষ্ট যাত্রীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে এয়ারলাইনস। 

ওই ফ্লাইটে ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্রু ছিলেন। ঝড়ের কবলে তীব্র ঝাঁকুনিতে এক যাত্রী নিহত হন। আহত হন আরও ৩০ জন। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস কর্তৃপক্ষ। 

বার্তা সংস্থা রয়টার্সকে বিমানটির একজন যাত্রী জাফরান আজমির বলেন, হঠাৎ বিমানটি কাত হতে শুরু করে এবং ভয়ানকভাবে কাঁপতে থাকে। তিনি আরও বলেন, বিমানটি হঠাৎ খুব নাটকীয়ভাবে নিচের দিকে নামতে শুরু করে, তখন মনে হচ্ছিল বিমানটি শূন্য থেকে মাটিতে পড়ে যাচ্ছে। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং যাদের সিটবেল্ট পরা ছিল না তারা সিট থেকে শূন্যে উঠে যাচ্ছিল। 

ওই যাত্রী আরও বলেন, কিছু লোক শূন্যের দিকে উঠে যায় এবং ওপরের লাগেজ রাখার কেবিনের সঙ্গে তাদের মাথা বাড়ি খায়। কেউ কেউ ওপরের লাইট এবং মাস্কের জায়গায়ও ধাক্কা খান। কেবিনের লাইট ও মাস্ক রাখার স্থানে আঘাত লাগায় সবকিছু ভেঙে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত