অনলাইন ডেস্ক
মাঝ আকাশে ঝড়ের কবলে পড়েছিল সিঙ্গাপুর এয়ারলাইনসের বোয়িং ৭৭৭-৩০০ ইআর ফ্লাইট। গত মে মাসের শেষ দিকে উড়োজাহাজটি লন্ডন থেকে সিঙ্গাপুরে যাচ্ছিল। পরে বাধ্য হয়ে থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। সেই ফ্লাইটে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছিলেন। এবার আহতদের ক্ষতিপূরণ হিসেবে ১০ হাজার ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে সিঙ্গাপুর এয়ারলাইনস বলেছে, ওই ফ্লাইটে যাঁরা সামান্য আহত হয়েছেন, তাঁদের তারা ১০ হাজার ডলার করে দিতে চায়।
পোস্টে আরও বলা হয়েছে, আরও গুরুতর আহত যাত্রীদের জন্য ২৫ হাজার ডলার দেওয়া হবে। এ ছাড়া, ‘নির্দিষ্ট পরিস্থিতিতে’ তাদের প্রয়োজন মেটাতে আরও কী কী সহযোগিতা প্রয়োজন, তা সরবরাহ করতেও সংশ্লিষ্ট যাত্রীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে এয়ারলাইনস।
ওই ফ্লাইটে ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্রু ছিলেন। ঝড়ের কবলে তীব্র ঝাঁকুনিতে এক যাত্রী নিহত হন। আহত হন আরও ৩০ জন। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্সকে বিমানটির একজন যাত্রী জাফরান আজমির বলেন, হঠাৎ বিমানটি কাত হতে শুরু করে এবং ভয়ানকভাবে কাঁপতে থাকে। তিনি আরও বলেন, বিমানটি হঠাৎ খুব নাটকীয়ভাবে নিচের দিকে নামতে শুরু করে, তখন মনে হচ্ছিল বিমানটি শূন্য থেকে মাটিতে পড়ে যাচ্ছে। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং যাদের সিটবেল্ট পরা ছিল না তারা সিট থেকে শূন্যে উঠে যাচ্ছিল।
ওই যাত্রী আরও বলেন, কিছু লোক শূন্যের দিকে উঠে যায় এবং ওপরের লাগেজ রাখার কেবিনের সঙ্গে তাদের মাথা বাড়ি খায়। কেউ কেউ ওপরের লাইট এবং মাস্কের জায়গায়ও ধাক্কা খান। কেবিনের লাইট ও মাস্ক রাখার স্থানে আঘাত লাগায় সবকিছু ভেঙে যায়।
মাঝ আকাশে ঝড়ের কবলে পড়েছিল সিঙ্গাপুর এয়ারলাইনসের বোয়িং ৭৭৭-৩০০ ইআর ফ্লাইট। গত মে মাসের শেষ দিকে উড়োজাহাজটি লন্ডন থেকে সিঙ্গাপুরে যাচ্ছিল। পরে বাধ্য হয়ে থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। সেই ফ্লাইটে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছিলেন। এবার আহতদের ক্ষতিপূরণ হিসেবে ১০ হাজার ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে সিঙ্গাপুর এয়ারলাইনস বলেছে, ওই ফ্লাইটে যাঁরা সামান্য আহত হয়েছেন, তাঁদের তারা ১০ হাজার ডলার করে দিতে চায়।
পোস্টে আরও বলা হয়েছে, আরও গুরুতর আহত যাত্রীদের জন্য ২৫ হাজার ডলার দেওয়া হবে। এ ছাড়া, ‘নির্দিষ্ট পরিস্থিতিতে’ তাদের প্রয়োজন মেটাতে আরও কী কী সহযোগিতা প্রয়োজন, তা সরবরাহ করতেও সংশ্লিষ্ট যাত্রীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে এয়ারলাইনস।
ওই ফ্লাইটে ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্রু ছিলেন। ঝড়ের কবলে তীব্র ঝাঁকুনিতে এক যাত্রী নিহত হন। আহত হন আরও ৩০ জন। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্সকে বিমানটির একজন যাত্রী জাফরান আজমির বলেন, হঠাৎ বিমানটি কাত হতে শুরু করে এবং ভয়ানকভাবে কাঁপতে থাকে। তিনি আরও বলেন, বিমানটি হঠাৎ খুব নাটকীয়ভাবে নিচের দিকে নামতে শুরু করে, তখন মনে হচ্ছিল বিমানটি শূন্য থেকে মাটিতে পড়ে যাচ্ছে। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং যাদের সিটবেল্ট পরা ছিল না তারা সিট থেকে শূন্যে উঠে যাচ্ছিল।
ওই যাত্রী আরও বলেন, কিছু লোক শূন্যের দিকে উঠে যায় এবং ওপরের লাগেজ রাখার কেবিনের সঙ্গে তাদের মাথা বাড়ি খায়। কেউ কেউ ওপরের লাইট এবং মাস্কের জায়গায়ও ধাক্কা খান। কেবিনের লাইট ও মাস্ক রাখার স্থানে আঘাত লাগায় সবকিছু ভেঙে যায়।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
৫ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
৫ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
৫ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিশ্চিত করেছেন, আগামী ২৪ নভেম্বর তাঁর দল রাজধানী ইসলামাবাদে যে বিক্ষোভের পরিকল্পনা করেছে তা স্থগিত করলে, তাঁকে মুক্তি দেওয়া হবে বলে ‘প্রস্তাব’ এসেছে। পিটিআইয়ের শীর্ষ নেতাদের কাছে পাকিস্তান সরকার এই প্রস্তাব দিয়েছে
৫ ঘণ্টা আগে