আফগানিস্তানে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩১৫ 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৪, ১৬: ২২

আফগানিস্তানে আকস্মিক বন্যায় মাত্র দুই দিনের ব্যবধানে মৃতের সংখ্যা ছাড়িয়েছে তিন শতাধিক। আজ রবিবার দেশটির তালেবান সরকারের শরণার্থী বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর আফগানিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৫ জনে এবং এ সময় আহত হয়েছে আরও অন্তত ১৬০০ জন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

আফগানিস্তানের শরণার্থী বিষয়ক মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে উত্তর বাগলান প্রদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের তথ্য-উপাত্ত প্রকাশ করেছে। তারা জানিয়েছে, বন্যায় হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু কিছু এলাকায় ঘরবাড়িসহ গবাদিপশু বন্যার তোড়ে ভেসে গেছে। 

আকস্মিক এই বন্যার বিষয়ে আফগানিস্তানে কর্মরত জাতিসংঘের মানবাধিকার ও ত্রাণ সহায়তা সংস্থাগুলো বলেছে, বন্যায় স্বাস্থ্যসেবা সুবিধা ও সুপেয় পানির মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে ওই এলাকাগুলো এখন স্বাস্থ্যসেবা ও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। 

এর আগে, আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ভারী বৃষ্টিপাতের কারণে গত শুক্রবার আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছিল ১৫৩ জন। তবে সেই সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতদের উদ্ধারে বন্যাকবলিত এলাকাগুলোতে জরুরি সেবা বাহিনীর কর্মী মোতায়েন করা হয়েছে। 

এ বিষয়ে, তালেবানের অর্থমন্ত্রী দিন মোহাম্মদ হানিফ রোববার এক বিবৃতিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য জাতিসংঘ, মানবিক সংস্থা ও বেসরকারি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। 

আফগানিস্তান প্রাকৃতিক দুর্যোগ এবং জাতিসংঘের জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলির মধ্যে একটি। এই দেশের মাটির পানি শোষণক্ষমতা খুবই কম। তাই জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবে সামান্য বৃষ্টিতেই দেশটিতে বন্যার সৃষ্টি হচ্ছে। গত বছরও বন্যায় দেশটিতে কয়েক শ মানুষ মারা গেছে। যুদ্ধবিধ্বস্ত দেশটির অর্থনৈতিক সক্ষমতা খুব বেশি না হওয়ায় দুর্যোগ মোকাবিলার বিষয়টি দেশটির জন্য মরার ওপর খাঁড়ার ঘাঁ হয়ে দাঁড়িয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন জাতিকে উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত